What would be the best antonym of “ hibernate “?
A
Dormancy
B
Liveliness
C
Sluggishness
D
Democracy
উত্তরের বিবরণ
“Hibernate” শব্দটি মূলত প্রাণীদের শীতকালে নিদ্রিত বা নিষ্ক্রিয় অবস্থায় থাকার একটি প্রক্রিয়া নির্দেশ করে। এটি এমন সময় বোঝায় যখন প্রাণীরা ঠান্ডা আবহাওয়ায় শক্তি সংরক্ষণের জন্য অচল, নিস্তেজ ও নিষ্ক্রিয় থাকে। তাই এর বিপরীত অর্থ খুঁজতে হলে এমন একটি শব্দ বেছে নিতে হবে যা সক্রিয়তা, উদ্যম ও জীবন্ত ভাব প্রকাশ করে।
এই দৃষ্টিকোণ থেকে ‘Liveliness’ শব্দটি সবচেয়ে উপযুক্ত প্রতিশব্দের বিপরীতার্থক শব্দ।
-
‘Hibernate’ মানে হলো দীর্ঘ সময়ের জন্য নিদ্রা বা নিষ্ক্রিয় অবস্থায় থাকা। এটি একধরনের নিষ্ক্রিয়তা বা ক্রিয়াহীনতা প্রকাশ করে।
-
অপরদিকে ‘Liveliness’ শব্দটি বোঝায় উচ্ছলতা, প্রাণবন্ততা, ক্রিয়াশীলতা ও উদ্যম। এটি এমন এক মানসিক বা শারীরিক অবস্থাকে বোঝায় যেখানে প্রাণচাঞ্চল্য বিদ্যমান থাকে।
-
এইভাবে, একদিকে যেখানে ‘Hibernate’ স্থবিরতা নির্দেশ করে, সেখানে ‘Liveliness’ সম্পূর্ণ বিপরীত অর্থে সক্রিয় ও প্রানবন্ত অবস্থার প্রতীক।
অন্যান্য বিকল্পগুলোর অর্থ তুলনা করলে বিষয়টি আরও পরিষ্কার হয়—
-
Dormancy অর্থও হলো নিদ্রিত বা স্থবির অবস্থা, যা ‘Hibernate’-এর প্রায় সমার্থক, বিপরীত নয়।
-
Sluggishness বোঝায় অলসতা বা ধীরগতি, যা আবারও নিষ্ক্রিয়তার ভাব প্রকাশ করে।
-
Democracy একটি রাজনৈতিক শব্দ, যার সঙ্গে ক্রিয়া বা স্থবিরতার কোনো সম্পর্ক নেই।
অতএব, অর্থ ও প্রয়োগের দিক থেকে ‘Hibernate’-এর সঠিক বিপরীত শব্দ হলো ‘Liveliness’, কারণ এটি প্রাণবন্ত, জাগ্রত ও সক্রিয় জীবনের প্রতিফলন ঘটায়।

0
Updated: 1 day ago
What is the antonym of the word 'Insouciance'?
Created: 1 month ago
A
Composure
B
Interest
C
Nonchalance
D
Anarchy
The word 'Insouciance' means a casual lack of concern or indifference, often expressed as lighthearted unconcern or nonchalance. Its Bangla অর্থ হলো নিরুদ্বেগ, ঔদাসীন্য, নির্লিপ্ততা বা নিরাসক্তি। দেওয়া অপশনগুলোর মধ্যে অর্থ বিবেচনা করলে দেখা যায় যে এর বিপরীতার্থক শব্দ হলো আগ্রহ বা Interest।
-
Insouciance (Noun)
-
English Meaning: lighthearted unconcern; nonchalance; casual lack of concern; indifference.
-
Bangla Meaning: নিরুদ্বেগ; ঔদাসীন্য; নির্লিপ্ততা; নিরাসক্তি।
-
-
Given options:
-
ক) Composure – শান্তি; স্থৈর্য; আত্মসংবরণ
-
খ) Interest – আগ্রহ; আকর্ষণ; আসক্তি; অনুরাগ; স্পৃহা; যে গুণ কৌতূহল বা মনোযোগ উদ্দীপ্ত করে
-
গ) Nonchalance – নির্লিপ্ততা; ঔদাসীন্য
-
ঘ) Anarchy – নৈরাজ্য; অরাজকতা; বিশৃঙ্খলা
-
-
Conclusion: অর্থ বিবেচনা করে বলা যায় যে Insouciance এর বিপরীতার্থক শব্দ হলো Interest।

0
Updated: 1 month ago
Which word is an antonym of "Enthrall"?
Created: 2 months ago
A
Bore
B
Charm
C
Scorn
D
Defiant
Correct Answer: Bore
Enthrall (verb transitive)
English Meaning:
If something enthralls you, it is so interesting, beautiful, etc., that it captures all your attention.
Bangla Meaning:
(১) বিমুগ্ধ করা।
(২) ক্রীতদাসে পরিণত করা (রূপক অর্থে)।
Synonyms: Captivate (মোহাবিষ্ট করা), Fascinate (চিত্তাকর্ষক), Attract (আকর্ষণ করা), Charm (মোহনীয় করা), Enchant (জাদুকরী করা)।
Antonyms: Bore (বিষণ্ন করা), Disturb (হতাশ করা), Tire (ক্লান্তিকর), Upset (বিরক্ত), Exhaust (শ্রান্তিকর)।
Other Forms:
-
Enthrallment (noun)
-
Enthralling (adjective)
-
Enthrallingly (adverb)
Other Options:
-
Scorn → অবজ্ঞা করা; ঘৃণা করা।
-
Defiant → বিরূপ; বেপরোয়া; বিরুদ্ধাচরণকারী।
Example Sentences:
-
The story never fails to enthrall.
Bangla Meaning: গল্পটি কখনও বিমুগ্ধ করা থেকে ব্যর্থ হয় না। -
It was an enthralling story that kept me awake all night.
Bangla Meaning: এটি ছিল এমন একটি মোহনীয় গল্প যা আমাকে সারারাত জাগিয়ে রেখেছে।
Source: Live MCQ lecture

0
Updated: 2 months ago
The antonym of “Vague” is –
Created: 1 month ago
A
Unclear
B
Definite
C
Doubtful
D
Brave
Vague – Definite
Vague (adjective):
English Meaning: not clearly expressed, known, described, or decided.
Bangla Meaning: অস্পষ্ট; ভাসাভাসা; আবছা।
Options:
ক) Unclear – অস্পষ্ট।
খ) Definite – সুস্পষ্ট; নির্দিষ্ট; দ্ব্যর্থহীন।
গ) Doubtful – সন্দিগ্ধ; সন্দেহাপন্ন; দ্বিধাগ্রস্ত; অনিশ্চিত।
ঘ) Brave – সাহসী; নির্ভীক।
Correct Answer: খ) Definite
Source: Accessible Dictionary.

0
Updated: 1 month ago