“ David Copperfield “ is a/an _____ novel.
A
victorian
B
elizabethan
C
romantic
D
modern
উত্তরের বিবরণ
“David Copperfield” হলো ইংরেজি সাহিত্যের এক অমর সৃষ্টি, যার রচয়িতা চার্লস ডিকেন্স। এটি একটি Victorian novel, অর্থাৎ ভিক্টোরীয় যুগে লেখা উপন্যাস, যেখানে উক্ত যুগের সমাজ, নীতি, অর্থনৈতিক বাস্তবতা এবং মানবজীবনের নানা দিক স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই উপন্যাস ডিকেন্সের ব্যক্তিগত জীবনের প্রতিফলন হিসেবেও বিবেচিত হয়, কারণ এর নায়ক ডেভিড কপারফিল্ড মূলত লেখকের আত্মজীবনের প্রতিচ্ছবি।
উপন্যাসটি ভিক্টোরীয় যুগের সমাজব্যবস্থা ও মানবজীবনের নানা জটিলতা চিত্রিত করেছে। সেই সময়ের মধ্যবিত্ত সমাজ, শ্রমজীবী মানুষের দুঃখ, শিশু শ্রম, সামাজিক বৈষম্য এবং শিক্ষার প্রয়োজনীয়তা—সবকিছুরই বাস্তবচিত্র এতে দেখা যায়।
ব্যাখ্যা হিসেবে বলা যায়—
• ভিক্টোরীয় যুগ (1837-1901) ইংরেজি সাহিত্যের এক সমৃদ্ধ যুগ, যেখানে বাস্তববাদ, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সমালোচনা সাহিত্যিকদের মুখ্য বিষয় হয়ে ওঠে।
• “David Copperfield” এই সময়ের সাহিত্যধারার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ, যেখানে চরিত্রের বিকাশ, সমাজচিত্র এবং জীবনের বাস্তব সংগ্রাম গভীরভাবে প্রকাশিত।
• উপন্যাসে ডিকেন্স দেখিয়েছেন কীভাবে একজন এতিম শিশু জীবনের কঠিন বাস্তবতা পেরিয়ে স্বাবলম্বী ও সফল মানুষে পরিণত হয়।
• এর কাহিনিতে শিশুশ্রম, দারিদ্র্য, শিক্ষার অভাব, অনাথ শিশুদের অবহেলা ইত্যাদি সমস্যার নিখুঁত বর্ণনা পাওয়া যায়, যা ভিক্টোরীয় সমাজের নৈতিক দ্বন্দ্বকে উন্মোচন করে।
• ডিকেন্স তাঁর এই রচনায় বাস্তববাদ (Realism) ও মানবিকতা (Humanitarianism)-এর এক অনন্য সংমিশ্রণ ঘটিয়েছেন, যা ভিক্টোরীয় সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য।
• উপন্যাসটির ভাষা, চরিত্রচিত্রণ ও ঘটনাপ্রবাহে ডিকেন্স সমাজের প্রতি তাঁর গভীর সহানুভূতি প্রকাশ করেছেন—বিশেষ করে শ্রমজীবী ও অবহেলিত শ্রেণির প্রতি।
• “David Copperfield” শুধু একটি ব্যক্তিগত বিকাশের গল্প নয়, বরং এক যুগের সামাজিক ইতিহাস—যেখানে ডিকেন্স নিজের অভিজ্ঞতাকে শিল্পে রূপ দিয়েছেন।
• ভিক্টোরীয় সাহিত্য যেমন বাস্তবতা ও নীতিবোধে বিশ্বাসী, এই উপন্যাসেও তেমনই দেখা যায় নৈতিক মূল্যবোধ, আত্মসংযম, কঠোর পরিশ্রম ও সততার জয়।
সব মিলিয়ে, “David Copperfield” একটি আদর্শ Victorian novel, যেখানে সমাজের জটিল বাস্তবতা ও ব্যক্তিগত সংগ্রাম একত্রে মিশে গিয়েছে। এটি শুধু সাহিত্য নয়, বরং উনবিংশ শতাব্দীর ইংরেজ সমাজের এক বাস্তবচিত্র—যা আজও মানবজীবনের নৈতিক শিক্ষা হিসেবে প্রাসঙ্গিক।

0
Updated: 1 day ago
Vanity Fair is a/an -
Created: 1 month ago
A
novel
B
play
C
poem
D
short story
Vanity Fair হলো William Makepeace Thackeray রচিত একটি উপন্যাস, যা Victorian Period-এর সাহিত্যের গুরুত্বপূর্ণ রচনা। এটি ১৮৪৭ থেকে ১৮৪৮ সালের মধ্যে monthly installments আকারে প্রকাশিত হয় এবং পরবর্তীতে ১৮৪৮ সালে বই আকারে প্রকাশিত হয়। Thackeray-এর পূর্বের সমস্ত সাহিত্য কাজ ছদ্মনাম বা unsigned প্রকাশিত হলেও, Vanity Fair তার নিজ নামে প্রকাশিত প্রথম লেখা।
-
উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: Becky Sharp, একজন কিশোরী মেয়ে।
William Makepeace Thackeray:
-
একজন Indian-born British novelist এবং Victorian Period-এর উল্লেখযোগ্য ঔপন্যাসিক।
-
তিনি The Cornhill Magazine-এর প্রতিষ্ঠাতা।
উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
Vanity Fair
-
Barry Lyndon
-
The Rose and the Ring
-
The Virginians: A Tale of the Last Century
-
Catherine: A Story
-
The Newcomers
-
The Virginians
উৎস:

0
Updated: 1 month ago
Who wrote the picaresque novel titled 'Tom Jones'?
Created: 1 month ago
A
Samuel Richardson
B
Horace Walpole
C
Henry Fielding
D
Laurence Sterne
Henry Fielding (1707–1754) ছিলেন অগাস্টান যুগের সবচেয়ে সফল ঔপন্যাসিক এবং তাকে আধুনিক ইংরেজি উপন্যাসের জনক হিসেবে বিবেচনা করা হয়। তিনি সাহিত্য জগতে বিশেষভাবে তার হাস্যরসাত্মক ও সমালোচনামূলক রচনার জন্য পরিচিত।
-
তিনি The Augustan period বা Pope যুগের অন্যতম প্রধান সাহিত্যিক।
-
তাকে আধুনিক ইংরেজি উপন্যাসের পিতামাতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
-
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
Tom Jones (1749)
-
Amelia
-
Joseph Andrews
-
Jonathan Wilde
-
Top Secret
-
Tom Jones, পুরো নাম The History of Tom Jones, a Foundling, একটি হাস্যরসাত্মক উপন্যাস যা 1749 সালে প্রকাশিত হয়। এটি ১৮ শতকের প্রথমার্ধের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হিসেবে বিবেচিত।

0
Updated: 1 month ago
In which novel do the characters "Fagin" and "Bill Sikes" appear?
Created: 2 months ago
A
Pride and Prejudice
B
Oliver Twist
C
Jane Eyre
D
Wuthering Heights
• The required answer is - Oliver Twist
• Oliver Twist:
-
Written by Charles Dickens under the pen name Boz.
-
Published serially from 1837 to 1839.
-
Follows the life of Oliver Twist, an orphan struggling in a harsh workhouse environment and later in London.
-
Explores themes of poverty, crime, morality, and social injustice in Victorian London.
• Key Characters:
-
Oliver Twist – the orphan protagonist
-
Fagin – the criminal who trains children to pickpocket
-
Bill Sikes – violent criminal associate of Fagin
-
Nancy – Fagin’s accomplice with a kind heart
-
Mr. Brownlow – benevolent gentleman who helps Oliver
• Summary:
-
Oliver escapes the workhouse and is drawn into a gang led by Fagin.
-
Despite pressures to commit crime, Oliver retains his innocence.
-
Eventually rescued by Mr. Brownlow, he discovers his true heritage and attains a happy life.
• Other Notes:
-
Dickens vividly portrays Victorian London’s social issues, child exploitation, and moral dilemmas.
-
Other famous works by Dickens include David Copperfield, Great Expectations, and A Tale of Two Cities.

0
Updated: 2 months ago