A
কৃত্তি
B
নির্মোক
C
অজিন
D
করভ
উত্তরের বিবরণ
'নির্মোক' শব্দের অর্থ হলো সাপের ফেলা খোলস বা ত্বক। এটি সংস্কৃত ভাষা থেকে আগত একটি শব্দ। যখন সাপ তার পুরনো চামড়া বদলায়, সেই খোলসটিকে 'নির্মোক' বলা হয়।

0
Updated: 1 day ago
'অক্ষির সমীপে'-এর সংক্ষেপণ হলো-
Created: 2 weeks ago
A
সমক্ষ
B
পরোক্ষ
C
প্রত্যক্ষ
D
নিরপেক্ষ
অক্ষির সাথে সম্পর্কিত কিছু এককথা শব্দের ব্যাখ্যা:
-
‘অক্ষির সমীপে’ বোঝাতে এক শব্দে বলা হয় — সমক্ষ।
-
‘অক্ষির অভিমুখে’ বোঝাতে এক শব্দে বলা হয় — প্রত্যক্ষ।
-
‘অক্ষির অগোচরে’ বোঝাতে এক শব্দে বলা হয় — পরোক্ষ।
আরও কিছু গুরুত্বপূর্ণ বাক্যের এককথা রূপ:
-
‘চক্ষুর সম্মুখে সংঘটিত ঘটনা’ বোঝাতে — চাক্ষুষ।
-
‘সাপের খোলস’ বোঝাতে — নির্মোক বা কঞ্চুক।
-
‘জীবিত থাকা সত্বেও মৃত অবস্থায়’ বোঝাতে — জীবন্মৃত।
-
‘যিনি বক্তৃতায় পারদর্শী’ বোঝাতে — বাগ্মী।
-
‘যার স্বভাব নষ্ট হওয়া’ বোঝাতে — নশ্বর।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 weeks ago
যা চিরস্থায়ী নয়-
Created: 2 months ago
A
অস্থায়ী
B
ক্ষণিক
C
ক্ষণস্থায়ী
D
নশ্বর
• 'যা চিরস্থায়ী নয়' — এক কথায় প্রকাশ: নশ্বর।
এছাড়াও,
• 'নষ্ট হওয়ার স্বভাব যার' — এক কথায় প্রকাশ: নশ্বর।
• আরও কিছু এক কথায় প্রকাশ:
-
'যার স্থায়ী ঠিকানা নেই' — উদ্বাস্তু।
-
'যে বাসস্থান থেকে বিতাড়িত হয়েছে' — উদ্বাস্তু।
-
'যার স্বভাবে নষ্ট হওয়া নেই' — অবিনশ্বর।
-
'যা কখনও নষ্ট হয় না' — অবিনশ্বর।
-
'যা অল্প সময়ের জন্য স্থায়ী' — ক্ষণস্থায়ী।
-
'যা স্থায়ীত্বহীন' — অস্থায়ী।
-
'যার নিজস্ব বাসস্থান নেই' — অনিকেত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 months ago
'অন্যদিকে মন নেই যার' বাক্যটির এককথায় প্রকাশ কোনটি?
Created: 1 week ago
A
অনন্যমনা
B
অন্যপক্ষ
C
অগত্যা
D
অনন্যোপায়

0
Updated: 1 week ago