পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ কোনটি?
A
লৌহ
B
ইস্পাত
C
হীরক
D
পাথর
উত্তরের বিবরণ
পৃথিবীর সবচেয়ে কঠিন খনিজ পদার্থ হলো হীরক ডায়মন্ড)। এটি কার্বনের একটি স্ফটিক রূপ এবং মোহস কঠিনতা স্কেলে এর মান সর্বোচ্চ ১০, যা একে সবচেয়ে কঠিন করে তোলে।

0
Updated: 1 day ago
মানবশিশুর দুধ দাঁতের সংখ্যা কতটি?
Created: 1 day ago
A
২০টি
B
২১টি
C
২৪টি
D
২৬টি
মানবশিশুর দুধ দাঁতের সংখ্যা মোট ২০টি, যা সাধারণত ৬ মাস থেকে ৩ বছর বয়সের মধ্যে গজায় এবং পরে স্থায়ী দাঁত দ্বারা প্রতিস্থাপিত হয়।

0
Updated: 1 day ago
মানুষের ত্বকের রং নির্ভর করে যে উপাদানটির ওপর
Created: 1 day ago
A
থায়ামিন
B
টায়ালিন
C
মেলানিন
D
নিয়াসিন
মানুষের ত্বকের রং নির্ভর করে মেলানিন নামক রঞ্জক পদার্থের ওপর। মেলানিন যত বেশি, ত্বক তত গাঢ় রঙের হয়; আবার কম হলে ত্বক হয় ফর্সা।

0
Updated: 1 day ago
বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি?
Created: 1 day ago
A
চীন
B
ব্রাজিল
C
ইন্দোনেশিয়া
D
ডেনমার্ক
বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ হলো ব্রাজিল। দেশটি দীর্ঘদিন ধরে কফি উৎপাদনে শীর্ষস্থান ধরে রেখেছে এবং বিশ্ব কফি রপ্তানির একটি বড় অংশ সরবরাহ করে। তাই, সঠিক উত্তর: খ) ব্রাজিল।

0
Updated: 1 day ago