জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
A
১৯০টি
B
১৯১টি
C
১৯২টি
D
১৯৩টি
উত্তরের বিবরণ
বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা ১৯৩টি। সর্বশেষ সদস্য হিসেবে দক্ষিণ সুদান ২০১১ সালে জাতিসংঘে যোগ দেয়।

0
Updated: 1 day ago
বরেন্দ্র বলতে বুঝায় কোনটি?
Created: 6 days ago
A
পূর্ববঙ্গ
B
পশ্চিমবঙ্গ
C
উত্তর বঙ্গ
D
দক্ষিণবঙ্গ
বরেন্দ্র অঞ্চল উত্তর বঙ্গের একটি ঐতিহাসিক ও ভৌগোলিক অঞ্চল। এটি বর্তমান বাংলাদেশের রাজশাহী, রংপুর ও ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশে বিস্তৃত। বরেন্দ্র অঞ্চল মাটির উর্বরতা ও কৃষিকাজের জন্য প্রসিদ্ধ। ঐতিহাসিক দিক থেকে এটি বাংলার অন্যতম প্রাচীন অঞ্চল।

0
Updated: 6 days ago
পানির ঘনত্ব সবচেয়ে বেশি–
Created: 1 day ago
A
৪°C তাপমত্রায়
B
৩°C তাপমাত্রায়
C
৫°C তাপমত্রায়
D
৬°C তাপমত্রায়
পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে ৪°C তাপমাত্রায়। এই অবস্থায় পানি সবচেয়ে কম আয়তনে থাকে এবং বেশি ভারী হয়, তাই এটি নিচে বসে যায়।

0
Updated: 1 day ago
বাংলাদেশের ‘জাতীয় গ্রন্থাগার ‘কোথায় অবস্থিত?
Created: 1 day ago
A
শাহবাগে
B
গুলিস্তানে
C
আগারগাঁও
D
উত্তরায়
বাংলাদেশের ‘জাতীয় গ্রন্থাগার’ রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত, যেখানে জাতীয় পর্যায়ের বই, পাণ্ডুলিপি ও গবেষণার গুরুত্বপূর্ণ সংগ্রহ রাখা হয়, তাই সঠিক উত্তর ক) শাহবাগে।

0
Updated: 1 day ago