‘সাথী’ শব্দটি কোন লিঙ্গ?
A
পুংলিঙ্গ
B
স্ত্রীলিঙ্গ
C
ক্লীব লিঙ্গ
D
উভয় লিঙ্গ
উত্তরের বিবরণ
'সাথী' শব্দটি উভয় লিঙ্গ নির্দেশ করে। এটি এমন একটি শব্দ, যা পুরুষ এবং মহিলা উভয়কেই বোঝাতে ব্যবহৃত হয়। তাই 'সাথী' শব্দটি উভয় লিঙ্গবাচক হিসেবে বিবেচিত হয়। আরও কিছু উভয় লিঙ্গ: বন্ধু, সাথী, শিক্ষক, লেখক, ডাক্তার, শিল্পী, গবেষক, নেতা, রাজনীতিক, খেলোয়াড়

0
Updated: 1 month ago
কোনটির আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয়?
Created: 2 weeks ago
A
নেতা
B
কবি
C
দাতা
D
বাদশাহ
কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচক শব্দ বলে। যেমন – কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি। কতগুলো পুরূষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে স্ত্রীবাচক করা হয়।
যেমন- কবি থেকে মহিলা কবি, ডাক্তার থেকে মহিলা ডাক্তার। আবার কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে। যেমন- সতীন, সৎমা, সধবা ইত্যাদি।

0
Updated: 2 weeks ago
’আমি’ শব্দটি কোন লিঙ্গ?
Created: 1 month ago
A
পুংলিঙ্গ
B
স্ত্রীলিঙ্গ
C
ক্লীব লিঙ্গ
D
উভয় লিঙ্গ
‘আমি’ শব্দটি একটি সর্বনাম (pronoun), যা বক্তা নিজেকে বোঝাতে ব্যবহার করে। এটি কোনো নির্দিষ্ট লিঙ্গ নির্দেশ করে না। তাই এটি সব লিঙ্গের ক্ষেত্রেই ব্যবহার করা যায়।
সঠিক উত্তর: ঘ) উভয় লিঙ্গ ✅

0
Updated: 1 month ago
‘মরদ’-এর বিপরীত লিঙ্গ কোনটি?
Created: 1 month ago
A
মর্দ
B
জেনানা
C
জেনানী
D
মরদী
মরদ শব্দের অর্থ পুরুষ। জেনানা শব্দের অর্থ মহিলা।

0
Updated: 1 month ago