কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
A
লাল
B
কালো
C
সাদা
D
সবুজ
উত্তরের বিবরণ
সাদা রঙের কাপ তাপ বিকিরণ কম শোষণ করে এবং সহজে তাপ ছাড়ে, ফলে এতে চা তুলনামূলকভাবে দ্রুত ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে, গাঢ় রঙ তাপ ধরে রাখে।

0
Updated: 1 day ago
২০১৭ সালে আই.সি. সি চ্যাম্পিয়ন ট্রফি কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 6 days ago
A
ভারত
B
ইংল্যান্ড
C
অষ্ট্রেলিয়া
D
নিউজিল্যান্
২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হয়েছিল। এই প্রতিযোগিতাটি ১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত তিনটি ভেন্যুতে—লন্ডনের কেনিংটন ওভাল, বার্মিংহামের এজবাস্টন এবং কার্ডিফের সোফিয়া গার্ডেনসে—আয়োজিত হয়।

0
Updated: 6 days ago
“অরুণ আলো” ও “রাঙা প্রভাত” কী?
Created: 1 day ago
A
বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ
B
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ
C
নতুন দুটি পিকনিক স্পট
D
দুটি যাত্রীবাহী জাহাজ
“অরুণ আলো” ও “রাঙা প্রভাত” হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজের নাম। এই উড়োজাহাজগুলো বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার সিরিজের অন্তর্ভুক্ত এবং আধুনিক প্রযুক্তি ও আরামদায়ক যাত্রার জন্য সুপরিচিত।

0
Updated: 1 day ago
চিকনগুনিয়া রোগটি কোন মাধ্যম বাহিত রোগ?
Created: 6 days ago
A
পানিবাহিত
B
পতঙ্গবাহিত
C
বায়ুবাহিত
D
রক্তবাহিত
চিকনগুনিয়া একটি পতঙ্গবাহিত রোগ। এটি প্রধানত এডিস জাতীয় মশার মাধ্যমে ছড়ায়, বিশেষ করে Aedes aegypti এবং Aedes albopictus প্রজাতির মাধ্যমে। এই ভাইরাসজনিত রোগে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা এবং অস্থিসন্ধিতে তীব্র ব্যথা হয়ে থাকে।

0
Updated: 6 days ago