2x²-x-3
A
2x+3
B
x-1
C
x+1
D
2x+3x
উত্তরের বিবরণ
প্রশ্নঃ 2x² - x - 3
সমাধানঃ
2x² - x - 3
= 2x² - 3x + 2x - 3
= x(2x - 3) + 1(2x - 3)
= (x + 1)(2x - 3)
অতএব, উত্তরঃ গ) x + 1

0
Updated: 1 day ago
একটি জিনিস ৬০ টাকা বিক্রি করলে ২০% লাভ হয়। জিনিসটির ক্রয়মূল্য কত?
Created: 1 day ago
A
৪০ টাকা
B
৫০ টাকা
C
৬০ টাকা
D
৮০ টাকা
প্রশ্নঃ একটি জিনিস ৬০ টাকা বিক্রি করলে ২০% লাভ হয়। জিনিসটির ক্রয়মূল্য কত?
সমাধানঃ
ধরা যাক, ক্রয়মূল্য = x টাকা
লাভ = ২০%
অতএব, বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + ক্রয়মূল্যের ২০%
⇒ ৬০ = x + (২০/১০০) × x
⇒ ৬০ = x(১ + ০.২০)
⇒ ৬০ = ১.২০x
⇒ x = ৬০ ÷ ১.২০
⇒ x = ৫০
উত্তরঃ খ) ৫০ টাকা

0
Updated: 1 day ago
2x + y = 8 এবং 3x - 2y = 5 হলে, (x, y) =?
Created: 2 weeks ago
A
(2, 3)
B
(3, 4)
C
(4, 3)
D
(3, 2)
প্রশ্ন: 2x + y = 8 এবং 3x - 2y = 5 হলে, (x, y) =?
সমাধান:
2x + y = 8
⇒ 4x + 2y = 16 ............(1)
3x - 2y = 5 ............(2)
(1) + (2) ⇒
4x + 2y + 3x - 2y = 16 + 5
⇒ 7x = 21
∴ x = 3
(2) নং হতে পাই,
3x - 2y = 5
⇒ 3 × 3 - 2y = 5
⇒ 9 - 2y = 5
⇒ 2y = 4
∴ y = 2
∴ নির্ণেয় সমাধান (x, y) = (3, 2)

0
Updated: 2 weeks ago
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থকোণ তিনটির সমষ্টি কত?
Created: 2 months ago
A
১৮০°
B
১৫০°
C
২৭০°
D
৩৬০°
প্রশ্ন: কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থকোণ তিনটির সমষ্টি কত?
সমাধান:

ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
∴ x + y + z = b + c + a + c + a + b
= 2 (a + b + c)
= 2 × 180°
= 360°
∴ কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি ৩৬০ ডিগ্রি

0
Updated: 2 months ago