পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২২ বৎসর। ৩ বৎসর পর দুই প্রত্রের গড় বয়স ১৩ বৎসর হলে পিতার বর্তমান বয়স কত?

A

৪০ বৎসর

B

৪২ বৎসর

C

৪৩ বৎসর

D

৪৬ বৎসর

উত্তরের বিবরণ

img

প্রশ্নঃ পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২২ বৎসর। ৩ বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বৎসর হলে পিতার বর্তমান বয়স কত?

সমাধানঃ
ধরি, পিতার বর্তমান বয়স = x বছর
তিনজনের বর্তমান গড় বয়স = ২২ বছর

অতএব,

x+(দুইপুত্রেরবর্তমানবয়সেরযোগফল)3=22\frac{x + (দুই পুত্রের বর্তমান বয়সের যোগফল)}{3} = 22 x+(দুইপুত্রেরবর্তমানবয়সেরযোগফল)=66...(1)x + (দুই পুত্রের বর্তমান বয়সের যোগফল) = 66 \quad ...(1)

এখন, ৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বছর,
অতএব দুই পুত্রের মোট বয়স হবে 13×2=2613 \times 2 = 26 বছর।
তখন তাদের বর্তমান বয়সের যোগফল = 26(3+3)=266=2026 - (3+3) = 26 - 6 = 20 বছর।

এখন (1) সমীকরণে বসাইঃ

x+20=66x + 20 = 66 x=6620=46x = 66 - 20 = 46

উত্তরঃ ৪৬ বছর 

Unfavorite

0

Updated: 1 day ago

Related MCQ

A = {x ∈ IN : 2 < x ≤ 6} এবং B = {x ∈ IN : x জোড় সংখ্যা এবং x ≤ 8} হলে A ∩ B এর মান কত?

Created: 3 weeks ago

A

{3, 2}

B

{4, 6}

C

{5, 6}

D

{4, 8}

Unfavorite

0

Updated: 3 weeks ago

 তুষার সাহেব ৭,২০০ টাকা বার্ষিক সরল মুনাফা হারে বিনিয়োগ করে। ৮ মাস পর মুনাফার পরিমাণ ৬০০ টাকা হলে, বার্ষিক সরল মুনাফার হার কত?

Created: 1 month ago

A

১০.৫০%

B

১৫%

C

১২.৫০%

D

৮.২৫%

Unfavorite

0

Updated: 1 month ago

625√5 এর 5 ভিত্তিক লগারিদম কত?

Created: 1 month ago

A

5

B

1/15

C

3/8

D

9/2

Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD