‘সাপের খোলস’ এক কথায় প্রকাশ-
A
কৃত্তি
B
নির্মোক
C
অজিন
D
করভ
উত্তরের বিবরণ
'নির্মোক' শব্দের অর্থ হলো সাপের ফেলা খোলস বা ত্বক। এটি সংস্কৃত ভাষা থেকে আগত একটি শব্দ। যখন সাপ তার পুরনো চামড়া বদলায়, সেই খোলসটিকে 'নির্মোক' বলা হয়।
0
Updated: 3 months ago
সকল নির্বাচককে সমষ্টিগতভাবে বলা হয়-
Created: 1 month ago
A
নির্বাচক
B
ভোটারগণ
C
নির্বাচকমণ্ডলী
D
ভোটারমণ্ডলী
নির্বাচকমণ্ডলী
ব্যাখ্যা:
-
নির্বাচকরা যখন একত্রে কোনো গোষ্ঠী বা দলে থাকে, তখন তাদেরকে বলা হয় নির্বাচকমণ্ডলী।
উৎস:
-
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago
চক্রের প্রান্তভাগকে এককথায় বলে-
Created: 1 week ago
A
চক্রেশ
B
চক্রসীমা
C
চক্রধারা
D
চক্রবিন্দু
0
Updated: 1 week ago
'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় হবে-
Created: 3 months ago
A
নিদাঘ
B
নশ্বর
C
নষ্টমান
D
বিনশ্বর
• 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় প্রকাশ হচ্ছে - নশ্বর।
অন্যদিকে,
• 'নষ্ট হওয়াই স্বভাব নয় যার' এক কথায় হবে- 'অবিনশ্বর'।
• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'যার বাসস্থান নেই' এক কথায় প্রকাশ - অনিকেত।
- 'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় প্রকাশ - উদ্বাস্তু।
- 'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' এক কথায় প্রকাশ - উদ্বাস্তু।
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় প্রকাশ - নশ্বর।
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় প্রকাশ - ক্ষণস্থায়ী।
- 'যা স্থায়ী নয়' এক কথায় প্রকাশ - অস্থায়ী।
উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
0
Updated: 3 months ago