কোনো ভগ্নাংশের লব ও হরের যোগফল ১৭। যদি লবের সঙ্গে ৩ যোগ করা হয়, তবে ভগ্নাংশটির মান হয় ১। ভগ্নাংশটি কত?
A
১৭/১৪
B
১৪/১৭
C
১০/৭
D
৭/১০
উত্তরের বিবরণ
ধরা যাক, ভগ্নাংশটি
প্রশ্নানুসারে,
… (১)
এবং, … (২)
সমীকরণ (২) থেকে পাই,
অথবা,
এখন এটি (১)-এ বসাই,
অর্থাৎ,
⇒
⇒
এখন
অতএব, ভগ্নাংশটি =
উত্তরঃ ঘ) ৭/১০

0
Updated: 1 day ago
যদি cos(θ + 30°) = 1/2 হয়, তাহলে tan2θ এর মান কত?
Created: 2 weeks ago
A
1/2
B
1/3
C
√3
D
√3/2
সমাধান:
cos(θ + 30°) = 1/2
⇒ cos(θ + 30°) = cos(60°)
⇒ θ + 30° = 60°
বা, θ = 60° - 30°
বা, θ = 30°
এখন,
tan2θ
= tan2(30°)
= (1/√3)2
= 1/3
cos(θ + 30°) = 1/2
⇒ cos(θ + 30°) = cos(60°)
⇒ θ + 30° = 60°
বা, θ = 60° - 30°
বা, θ = 30°
এখন,
tan2θ
= tan2(30°)
= (1/√3)2
= 1/3

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ?
Created: 1 week ago
A
১.৫
B
১.০৭
C
১.৮
D
০.০৭
প্রশ্ন: নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ ?
সমাধান:
আমরা জানি,
যে ভগ্নাংশের লব, হর অপেক্ষা ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে।
এখানে,
ক) ১.৫= ৩/২ [অপ্রকৃত ভগ্নাংশ]
খ) ১.০৭ =১০৭/১০০[অপ্রকৃত ভগ্নাংশ]
গ) ১.৮ = ১৮/১০ [অপ্রকৃত ভগ্নাংশ]
ঘ)০.০৭ = ৭/১০০[প্রকৃত ভগ্নাংশ]
সুতরাং, প্রকৃত ভগ্নাংশ ০.০৭ ।

0
Updated: 1 week ago
One year ago, the ratio between Fahim and Rohan's ages was 3 : 2. One year hence, the ratio of their age will be 4 : 3. What is the sum of their present ages in years?
Created: 2 weeks ago
A
12 years
B
14 years
C
18 years
D
21 years
Solution:
ধরি, এক বছর আগে ফাহিমের বয়স ছিল 3x বছর এবং রোহানের বয়স ছিল 2x বছর।
বর্তমানে ফাহিমের বয়স = (3x + 1) বছর
বর্তমানে রোহানের বয়স = (2x + 1) বছর
এক বছর পর তাদের বয়সের অনুপাত হবে 4 : 3
∴ এক বছর পর ফাহিমের বয়স হবে = (3x + 1) + 1 = (3x + 2) বছর
∴ এক বছর পর রোহানের বয়স হবে = (2x + 1) + 1 = (2x + 2) বছর
প্রশ্নমতে,
(3x + 2)/(2x + 2) = 4/3
⇒ 3(3x + 2) = 4(2x + 2)
⇒ 9x + 6 = 8x + 8
⇒ 9x - 8x = 8 - 6
⇒ x = 2
সুতরাং, বর্তমানে ফাহিমের বয়স = (3 × 2) + 1 = 6 + 1 = 7 বছর
এবং বর্তমানে রোহানের বয়স = (2 × 2) + 1 = 4 + 1 = 5 বছর
∴ তাদের বর্তমান বয়সের যোগফল = 7 + 5 = 12 বছর।
ধরি, এক বছর আগে ফাহিমের বয়স ছিল 3x বছর এবং রোহানের বয়স ছিল 2x বছর।
বর্তমানে ফাহিমের বয়স = (3x + 1) বছর
বর্তমানে রোহানের বয়স = (2x + 1) বছর
এক বছর পর তাদের বয়সের অনুপাত হবে 4 : 3
∴ এক বছর পর ফাহিমের বয়স হবে = (3x + 1) + 1 = (3x + 2) বছর
∴ এক বছর পর রোহানের বয়স হবে = (2x + 1) + 1 = (2x + 2) বছর
প্রশ্নমতে,
(3x + 2)/(2x + 2) = 4/3
⇒ 3(3x + 2) = 4(2x + 2)
⇒ 9x + 6 = 8x + 8
⇒ 9x - 8x = 8 - 6
⇒ x = 2
সুতরাং, বর্তমানে ফাহিমের বয়স = (3 × 2) + 1 = 6 + 1 = 7 বছর
এবং বর্তমানে রোহানের বয়স = (2 × 2) + 1 = 4 + 1 = 5 বছর
∴ তাদের বর্তমান বয়সের যোগফল = 7 + 5 = 12 বছর।

0
Updated: 2 weeks ago