একটি ত্রিভূজের তিনটি কোণের অনুপাত ৩ঃ৪ঃ৫ হলে কোণ তিনটির মান কত?
A
৪৫°, ৬০°, ৭৫°
B
৩০°, ৬০°, ৯০°
C
৬০°, ৯০°, ৩০°
D
৯০°, ৪৫°, ৪৫°
উত্তরের বিবরণ
প্রশ্নঃ একটি ত্রিভূজের তিনটি কোণের অনুপাত ৩ঃ৪ঃ৫ হলে কোণ তিনটির মান কত?
সমাধানঃ
ধরি, তিনটি কোণ যথাক্রমে ৩x, ৪x, ও ৫x।
তাহলে,
৩x + ৪x + ৫x = ১৮০°
⇒ ১২x = ১৮০°
⇒ x = ১৫°
অতএব,
প্রথম কোণ = ৩x = ৩×১৫° = ৪৫°
দ্বিতীয় কোণ = ৪x = ৪×১৫° = ৬০°
তৃতীয় কোণ = ৫x = ৫×১৫° = ৭৫°
উত্তরঃ ৪৫°, ৬০°, ৭৫°

0
Updated: 1 day ago
tanθ = Cotθ হলে θ এর মান কত?
Created: 1 month ago
A
30°
B
45°
C
60°
D
90°
সমাধান:
দেওয়া আছে,
tanθ = Cotθ
⇒ tanθ = 1/tanθ
⇒ tan2θ = 1
⇒ tanθ = √1 = 1
⇒ tanθ = tan45°
∴ θ = 45°

0
Updated: 1 month ago
যদি sinA = 5/13 হয়, তবে cotA এর মান কত?
Created: 1 month ago
A
5/12
B
13/5
C
5/13
D
12/5
প্রশ্ন: যদি sinA = 5/13 হয়, তবে cotA এর মান কত?
সমাধান:
দেওয়া আছে, sinA = 5/13
আমরা জানি,
sinA = লম্ব/অতিভুজ।
অতএব লম্ব = 5 এবং অতিভুজ = 13
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
ভূমি2 + লম্ব2 = অতিভুজ2
⇒ ভূমি2 + 52 = 132
⇒ ভূমি2 + 25 = 169
⇒ ভূমি2 = 169 - 25 = 144
⇒ ভূমি = √144 = 12
এখন,
cotA = ভূমি/লম্ব
⇒ cotA = 12/5

0
Updated: 1 month ago
একটি পুকুরের দৈর্ঘ্য ২০ মিটার ও প্রস্থ ১৫ মিটার। যদি প্রতি বর্গমিটার রাস্তার খরচ ১৫০ টাকা হয়, তবে পুকুরটির চারপাশে ২ মিটার চওড়া একটি রাস্তা তৈরি করতে মোট কত টাকা খরচ হবে?
Created: 2 months ago
A
২৩৪০০ টাকা
B
৪৩৬০০ টাকা
C
৩৬২০০ টাকা
D
৪১৬০০ টাকা
সমাধান:
ভিতরের আয়তক্ষেত্র: বর্গমিটার
চারপাশে ২ মি রাস্তা হলে বাইরের আয়তক্ষেত্র: বর্গমিটার
রাস্তারের ক্ষেত্রফল = বর্গমিটার
খরচ = টাকা
উত্তর: ২৩,৪০০ টাকা।

0
Updated: 2 months ago