একটি জিনিস ৬০ টাকা বিক্রি করলে ২০% লাভ হয়। জিনিসটির ক্রয়মূল্য কত?
A
৪০ টাকা
B
৫০ টাকা
C
৬০ টাকা
D
৮০ টাকা
উত্তরের বিবরণ
প্রশ্নঃ একটি জিনিস ৬০ টাকা বিক্রি করলে ২০% লাভ হয়। জিনিসটির ক্রয়মূল্য কত?
সমাধানঃ
ধরা যাক, ক্রয়মূল্য = x টাকা
লাভ = ২০%
অতএব, বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + ক্রয়মূল্যের ২০%
⇒ ৬০ = x + (২০/১০০) × x
⇒ ৬০ = x(১ + ০.২০)
⇒ ৬০ = ১.২০x
⇒ x = ৬০ ÷ ১.২০
⇒ x = ৫০
উত্তরঃ খ) ৫০ টাকা

0
Updated: 1 day ago
A and B together can complete a work in 10 days. A alone can complete it in 30 days. If B works only for half a day daily, then in how many days will A and B together complete the work?
Created: 1 month ago
A
10 days
B
12 days
C
15 days
D
18 days
Question: A and B together can complete a work in 10 days. A alone can complete it in 30 days. If B works only for half a day daily, then in how many days will A and B together complete the work?
Solution:
দেওয়া আছে,
A ও B একসাথে কাজটি সম্পন্ন করে = 10 দিনে
সুতরাং, তাদের এক দিনের কাজ = 1/10 অংশ
A একা কাজটি সম্পন্ন করে = 30 দিনে
সুতরাং, A এর এক দিনের কাজ = 1/30 অংশ
অতএব, B এর এক দিনের কাজ = (A ও B এর একসাথে কাজ) - (A এর একা কাজ)
= 1/10 - 1/30 অংশ
= (3 - 1)/30 অংশ
= 2/30 অংশ
= 1/15 অংশ
B প্রতিদিন অর্ধেক দিন কাজ করলে, তার প্রতিদিনের কাজ হবে,
= (1/15)/2 অংশ
= 1/30 অংশ
এখন, A (পুরো দিন) এবং B (অর্ধেক দিন) একসাথে কাজ করলে তাদের প্রতিদিনের মোট কাজ হবে:
= (A এর এক দিনের কাজ) + (B এর প্রতিদিনের কাজ)
= 1/30 + 1/30 অংশ
= 2/30 = 1/15 অংশ
যেহেতু তারা প্রতিদিন কাজের 1/15 অংশ সম্পন্ন করে, তাই সম্পূর্ণ কাজটি সম্পন্ন করতে তাদের সময় লাগবে 15 দিন।
সুতরাং, তারা একসাথে 15 দিনে কাজটি সম্পন্ন করবে।

0
Updated: 1 month ago
৪৮ টাকায় ৮ টি করে কমলা বিক্রয় করা হলে ২৫% ক্ষতি হয়। প্রতি ডজন কমলার ক্রয়মূল্য কত?
Created: 1 month ago
A
১৫৪ টাকা
B
১০৮ টাকা
C
১২০ টাকা
D
৯৬ টাকা
দেওয়া আছে,
৮ টি কমলার বিক্রয়মূল্য = ৪৮ টাকা
∴ ১ টি কমলার বিক্রয়মূল্য = ৪৮/৮ টাকা
∴ ১২ টি কমলার বিক্রয়মূল্য = (৪৮ × ১২)/৮ = ৭২ টাকা
ধরি,
১ ডজন বা ১২ টি কমলার ক্রয়মূল্য = ১০০ টাকা
২৫% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = ১০০ - ১০০ এর ২৫% = (১০০ - ২৫) টাকা = ৭৫ টাকা
এখন,
বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৭৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৭২ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৭২)/৭৫ = ৯৬ টাকা
অতএব,
প্রতি ডজন কমলার ক্রয়মূল্য = ৯৬ টাকা

0
Updated: 1 month ago
x + 21/3 + 22/3 = 0 হলে, x3 + 6 এর মান কত?
Created: 1 month ago
A
4x
B
6x
C
4
D
8
প্রশ্ন: x + 21/3 + 22/3 = 0 হলে, x3 + 6 এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
x + 21/3 + 22/3 = 0
বা, x = - (21/3 + 22/3) .......... (1)
বা, x3 = - (21/3 + 22/3)3
বা, x3 = - {(21/3)3 + (22/3)3 + 3.21/3.22/3(21/3 + 22/3)}
বা, x3 = - {2 + 4 + 3.23/3.(- x)} [(1) নং হতে]
বা, x3 = - (6 - 6x)
বা, x3 = - 6 + 6x
∴ x3 + 6 = 6x

0
Updated: 1 month ago