‘ধামাধরা’ বাগধারাটির অর্থ কী?
A
যথেচ্ছাচারী
B
বক ধার্মিক
C
তোষামোদকারী
D
কদরহীন লোক
উত্তরের বিবরণ
ধর্মের ষাঁড় বাগধারার অর্থ - যথেচ্ছাচারী । ফেকলু পার্টি বাগধারার অর্থ - কদকহীন লোক । বক ধার্মিক বাগধারার অর্থ - ভন্ড সাধু । ধামাধরা বাগধারার অর্থ - তোষামোদকারী ।

0
Updated: 1 month ago
'রামগরুড়ের ছানা' কথাটির অর্থ-
Created: 2 months ago
A
কাল্পনিক জন্তু
B
গোমড়ামুখো লোক
C
মুরগি
D
পুরাণোক্ত পাখি
• ‘রামগরুড়ের ছানা’ বাগ্ধারার অর্থ - গোমড়ামুখো লোক।
এরূপ গুরুত্বপূর্ণ কিছু বাগ্ধারা হলো:
• ‘ধামাধরা’ বাগ্ধারার অর্থ - তোষামোদকারী।
• ‘যমের দোসর’ বাগ্ধারার অর্থ - নিষ্ঠুর ব্যক্তি।
• ‘ভাঁড়ে মা ভবানী’ বাগ্ধারার অর্থ - একেবারে দরিদ্র বা হত দরিদ্র অবস্থা।
• 'বুদ্ধির ঢেঁকি' বাগ্ধারার অর্থ - নির্বোধ লোক।
• ‘ফেকলু পার্টি’ বাগ্ধারার অর্থ - কদরহীন লোক।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ কি?
Created: 4 weeks ago
A
কপট ব্যক্তি
B
ঘনিষ্ঠ সম্পর্ক
C
হতভাগ্য
D
মোসাহেব
• ‘ঢাকের কাঠি’ বাগ্ধারার অর্থ - মোসাহেব বা তোষামুদে।
অন্যদিকে
• 'বর্ণচোরা আম' বাগ্ধারার অর্থ - কপট ব্যক্তি।
• 'দহরম মহরম' বাগ্ধারার অর্থ - ঘনিষ্ঠ সম্পর্ক।
• 'ইঁদুর কপালে/ আট কপালে' বাগ্ধারার অর্থ - হতভাগ্য।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 4 weeks ago
'অকালের বাদলা' বাগধারাটির অর্থ কী?
Created: 1 week ago
A
অর্থহীন কথা
B
কালে-ভদ্রে
C
অপ্রত্যাশিত বাধা
D
অপরিহার্য অবলম্বন
‘অকালের বাদলা’ বাগধারার অর্থ: অপ্রত্যাশিত বাধা
অন্যান্য বাগধারা ও অর্থ:
-
‘অন্ধের যষ্টি’ → অপরিহার্য অবলম্বন
-
‘আগরম বাগড়ম’ → অর্থহীন কথা
-
‘অবরেসবরে’ → কালে-ভদ্রে
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago