কোন বানানটি শুদ্ধ?
A
মুমুর্ষু
B
মুমূর্ষু
C
মূমুর্ষু
D
মূমূর্ষু
উত্তরের বিবরণ
এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ। অর্থ: মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্রায়। (দুই পাশে ২জন সুস্থ= উ-কার, মধ্যে অসুস্থ=ঊ-কার)

0
Updated: 1 month ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 week ago
A
স্বায়ত্ত্বশাসন
B
শ্রদ্ধাঞ্জলী
C
দারিদ্রতা
D
উপর্যুক্ত
সঠিক উত্তর- উপর্যুক্ত

0
Updated: 1 week ago
নিচের কোন বানানটি প্রমিত?
Created: 1 month ago
A
কঙ্কন
B
কনকন
C
কঙ্কণ
D
কনকণ
• ণ-ত্ব বিধান:
তৎসম শব্দের বানানে ণ-ত্ব বিধান মেনে চলা আবশ্যক।
উদাহরণ: মাণিক্য, গণ, লবণ, বেণু, কঙ্কণ, কল্যাণ, শোণিত, মণি ইত্যাদি।
• অতৎসম বা বিদেশি শব্দে:
এ ধরনের শব্দে ণ-এর পরিবর্তে ন ব্যবহার করা হয়।
উদাহরণ: অঘ্রান, কান, গুনতি, ঝরনা, ইরান, কুরান ইত্যাদি।
উৎস: প্রমিত বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি অভিধান।

0
Updated: 1 month ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 week ago
A
বিভিষিকা
B
বিভীষিকা
C
বিভিষীকা
D
বিভীষীকা
শুদ্ধ বানানটি – ‘বিভীষিকা’। বিভীষিকা= ভীতি; ভীষণ আতঙ্ক; ভীষণ ভয়।

0
Updated: 1 week ago