কোষ বিভাজনের সময়ে কোষ প্লেট তৈরীতে সাহায্য করে কোন অঙ্গানু?
A
মাইক্রোটিউবিউলস
B
গলগি বডি
C
রাইবোসোম
D
লাইসোসোম
উত্তরের বিবরণ
উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস (Cytokinesis) চলাকালীন সময় কোষের মধ্যভাগে একটি নতুন কোষ প্রাচীর (cell wall) গঠনের প্রক্রিয়া শুরু হয়, যা কোষপ্লেট (cell plate) নামে পরিচিত। এই প্রক্রিয়ায় গলজি দেহ থেকে নির্গত ভেসিকলগুলো মুখ্য ভূমিকা পালন করে।
-
সাইটোকাইনেসিসের সময় গলজি দেহ (Golgi bodies) থেকে উৎপন্ন ভেসিকলগুলো কোষের বিষুবীয় অঞ্চলে (equatorial region) জমা হয়।
-
এই ভেসিকলগুলো পরস্পরের সাথে মিশে (fuse) একটি কোষপ্লেট (cell plate) তৈরি করে।
-
পরবর্তীতে কোষপ্লেটটি দুটি কন্যা কোষের মধ্যবর্তী নতুন কোষ প্রাচীর হিসেবে পরিণত হয়।
-
এই প্রাচীর পরবর্তীতে মিডল লামেলা (middle lamella) এবং প্রাইমারি সেল ওয়ালে (primary cell wall) পরিণত হয়।
-
B.P. Pandey লিখেছেন, “During cytokinesis in plant cells, vesicles derived from the Golgi bodies accumulate at the equatorial region of the cell. These vesicles fuse to form the cell plate which later develops into the new cell wall between two daughter cells.”
-
Taiz & Zeiger উল্লেখ করেছেন, “Golgi-derived vesicles carry cell wall polysaccharides to the plane of division, where they coalesce to form the cell plate. This cell plate subsequently matures into the middle lamella and primary cell wall.”
-
অর্থাৎ, উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিসের সময় গলজি দেহ থেকে নির্গত ভেসিকলগুলো একত্রিত হয়ে কোষপ্লেট তৈরি করে, যা পরে নতুন কোষ প্রাচীরে ভিত্তি স্থাপন করে।

0
Updated: 1 day ago