কোন পদ্ধতিতে নিষেক ব্যতীত ভ্রুন তৈরী হয়?
A
Apogomy
B
Cytogenesis
C
Sporogenesis
D
Oogenesis
উত্তরের বিবরণ
অ্যাপোগ্যামি হলো এমন এক প্রজনন প্রক্রিয়া যেখানে নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি হয়, তবে এখানে ভ্রূণটি ডিম্বাণু ছাড়া ভ্রূণথলির অন্য কোনো কোষ (যেমন সহকারী কোষ বা প্রতিপাদকোষ) থেকে উৎপন্ন হয়। এটি এক ধরনের অযৌন প্রজনন প্রক্রিয়া, যা বিশেষ কিছু উদ্ভিদে দেখা যায়।
-
অ্যাপোগ্যামিতে ডিম্বাণুর অংশগ্রহণ থাকে না, অর্থাৎ নিষেক ছাড়া ভ্রূণ তৈরি হয়।
-
ভ্রূণ গঠনের উৎস হতে পারে সহকারী কোষ, প্রতিপাদকোষ বা ভ্রূণথলির অন্যান্য কোষ।
-
এই প্রক্রিয়া অ্যাগামোস্পার্মি (Agamospermy)-এর একটি রূপ, যেখানে ভ্রূণ গঠনে নিষেকের প্রয়োজন হয় না।
-
অ্যাগামোস্পার্মি-এর অন্তর্ভুক্ত চারটি প্রধান প্রক্রিয়া হলো—পার্থেনোজেনেসিস, অ্যাপোস্পোরি, অ্যাপোগ্যামি এবং অ্যাডভেনটিটিভ এমব্রায়োনি।
-
এই সব প্রক্রিয়ার মূল বৈশিষ্ট্য হলো, নিষেক ছাড়াই ডিম্বাণু, ভ্রূণথলি বা ডিম্বকের অন্যান্য কোষ থেকে ভ্রূণ তৈরি হওয়া।

0
Updated: 1 day ago