কোন বানানটি শুদ্ধ?
A
মুমুর্ষু
B
মুমূর্ষু
C
মূমুর্ষু
D
মূমূর্ষু
উত্তরের বিবরণ
এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ। অর্থ: মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্রায়। (দুই পাশে ২জন সুস্থ= উ-কার, মধ্যে অসুস্থ=ঊ-কার)
0
Updated: 3 months ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 1 month ago
A
বিভীষীকা
B
কৃপন
C
রূপায়ণ
D
অপরাহ্ন
শুদ্ধ বানান: রূপায়ণ
-
অর্থ: মূর্তি বা আকার দান, রূপদান, বাস্তবে পরিণতকরণ
অন্য কিছু শব্দের শুদ্ধ রূপ ও অর্থ:
-
বিভীষিকা (বিশেষ্য) = আতঙ্ক, ভীতিকর ঘটনা
-
অপরাহ্ণ (সংস্কৃত) = মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়, বিকেল
-
কৃপণ = অত্যন্ত ব্যয়কুণ্ঠ, অনুদার
0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ?
Created: 11 hours ago
A
দারিদ্র্যতা
B
দারিদ্রতা
C
দরিদ্রতা
D
দরিদ্র্যতা
শুদ্ধ শব্দটি হলো দরিদ্রতা। এটি "দরিদ্র" শব্দের সঙ্গে তা প্রত্যয় যোগে গঠিত, যার অর্থ দারিদ্র্য বা অভাবের অবস্থা। অন্য বিকল্পগুলো শুদ্ধ নয়, কারণ তাদের গঠনে ধ্বনিগত বা ব্যাকরণগত ত্রুটি রয়েছে।
-
দারিদ্র্যতা: ভুল, কারণ “দারিদ্র্য” নিজেই একটি বিশেষ্য; এর সঙ্গে “তা” যোগ করা অপ্রয়োজনীয়।
-
দারিদ্রতা: ভুল, কারণ “দারিদ্র” শব্দটি স্বতন্ত্রভাবে প্রমিত নয়।
-
দরিদ্র্যতা: ভুল, কারণ “দরিদ্র্য” শব্দরূপটি অশুদ্ধ।
অতএব, শুদ্ধ ও প্রমিত শব্দরূপ হলো দরিদ্রতা, যার অর্থ— দুঃখ, অভাব বা সম্পদের স্বল্পতা।
0
Updated: 11 hours ago
"ভৌগলিক' এবং 'অধঃগতি" বানান লিখতে অনেকেই ভূল করে।" - এ বাক্যে কয়টি অশুদ্ধ বানান রয়েছে?
Created: 1 month ago
A
১টি
B
২টি
C
৩টি
D
কোনোটিই নয়
বাক্য: "ভৌগলিক' এবং 'অধঃগতি' বানান লিখতে অনেকেই ভূল করে।"
এ বাক্যে ৩টি অশুদ্ধ বানান রয়েছে।
বিশ্লেষণ:
-
ভৌগলিক → অশুদ্ধ; সঠিক বানান: ভৌগোলিক
-
অধঃগতি → অশুদ্ধ; সঠিক বানান: অধোগতি
-
ভূল → অশুদ্ধ; সঠিক বানান: ভুল
0
Updated: 1 month ago