‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
A
কাজী নজরুল ইসলাম
B
ঈশ্বরচন্দ্র গুপ্ত
C
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D
প্রমথ চৌধুরী
উত্তরের বিবরণ
‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা। তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন। ১৮৩৯ সাল থেকে এটি দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। এছাড়াও তিনি আরও কিছু পত্রিকা সম্পাদনা করেন: সংবাদ রত্নাবলী, পাষণ্ডপীড়ণ, সংবাদ সাধুরঞ্জন ।

0
Updated: 1 month ago
'কল্লোল' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
Created: 1 week ago
A
সুধীন্দ্রনাথ দত্ত
B
দীনেশরঞ্জন দাস
C
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
D
প্রেমেন্দ্র মিত্র
'কল্লোল' পত্রিকা:
-
প্রকাশকাল: ১৯২৩ খ্রিষ্টাব্দে কলকাতা থেকে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত।
-
প্রথম সম্পাদক: দীনেশরঞ্জন দাস
-
সাহিত্যিক গুরুত্ব: রবীন্দ্র-রোমান্টিক ধারার বিরুদ্ধধারা হিসেবে আধুনিক সাহিত্যের সূচনার ক্ষেত্রে পত্রিকার ভূমিকা অনস্বীকার্য।
-
প্রকাশকাল: সাত বছর ধরে প্রকাশিত হয়।
-
অন্যান্য সম্পাদক: অচিন্ত্যকুমার সেনগুপ্ত, শৈলজানন্দ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, মানিক বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র প্রমুখ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
Created: 2 weeks ago
A
মুনীর চৌধুরী
B
হাসান হাফিজুর রহমান
C
শামসুর রাহমান
D
গাজীউল হক
‘একুশে ফেব্রুয়ারি’ সাহিত্য সংকলন
‘একুশে ফেব্রুয়ারি’ ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি প্রথম সাহিত্য সংকলন। এটি কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নকশা ও ইতিহাস—মোট ৬টি বিভাগের মাধ্যমে প্রকাশিত হয়, তাই এটিকে ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকা হিসাবেও দেখা যায়।
-
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য ঢাকায় যে আত্মদান করা হয়েছিল, তার স্মরণে ১৯৫৩ সালের মার্চে হাসান হাফিজুর রহমান ‘একুশে ফেব্রুয়ারি’ নামে সংকলনটি সম্পাদনা করেন।
-
প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান। সম্পাদক ও প্রকাশক উভয়েই বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
-
সংকলনে মোট ২২ জন লেখকের লেখা অন্তর্ভুক্ত ছিল।
-
আবদুল গাফ্ফার চৌধুরীর লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান প্রথমবার এই সংকলনে প্রকাশিত হয়।
-
প্রকাশের মাত্র তিন সপ্তাহের মধ্যে পাকিস্তানের তৎকালীন সরকার সংকলনটি বাজেয়াপ্ত করে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
'সবুজপত্র' প্রকাশিত হয় কোন সালে?
Created: 3 weeks ago
A
১৯০৯
B
১৯১০
C
১৯১৪
D
১৯২১
সবুজপত্র পত্রিকা
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতি প্রথম প্রবর্তন করেন প্রমথ চৌধুরী। তিনি ১৯১৪ সালে (বৈশাখ ১৩২১ বঙ্গাব্দ) মাসিক ‘সবুজপত্র’ পত্রিকা প্রকাশ শুরু করেন, যা প্রায় ১৩ বছর ধরে প্রকাশিত হয়েছিল। এই পত্রিকার মাধ্যমেই বাংলা সাহিত্যে চলিত রীতি প্রতিষ্ঠা পায়।
প্রমথ চৌধুরী
-
বাংলা ভাষার সাধু ও চলিত রূপ নিয়ে প্রথম তুলনামূলক আলোচনা করেন প্রমথ চৌধুরী।
-
তিনি ছিলেন চলিত গদ্যের প্রবর্তক ও একাধারে বিদ্রূপাত্মক প্রাবন্ধিক।
-
তাঁর ছদ্মনাম ছিল ‘বীরবল’।
-
১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত ‘বীরবলের হালখাতা’ নামক প্রবন্ধে প্রথম তিনি চলিত রীতির ব্যবহার করেন।
-
বাংলা কাব্যে তিনিই প্রথম ইতালীয় সনেট রূপ প্রবর্তন করেন।
-
তাঁর সম্পাদনায় প্রকাশিত ‘সবুজপত্র’ (১৯১৪) বাংলা গদ্যে এক নতুন যুগের সূচনা করে।
প্রবন্ধগ্রন্থসমূহ
-
নানা কথা
-
আমাদের শিক্ষা
-
রায়তের কথা
-
প্রবন্ধ সংগ্রহ
-
বীরবলের হালখাতা
-
তেল-নুন-লকড়ি
গল্পগ্রন্থসমূহ
-
চার ইয়ারী কথা
-
নীললোহিত
-
আহুতি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 3 weeks ago