A
কোলন
B
সেমিকোলন
C
হাইফেন
D
ড্যাস
উত্তরের বিবরণ
হাইফেন এর জন্য থামার প্রয়োজন নেই। ইলেক বা লোপ চিহ্নের জন্যও থামার প্রয়োজন নেই। কমা – ১ (এক) বলতে যে সময় প্রয়োজন। সেমিকোলন – ১ বলার দ্বিগুণ সময়। দাঁড়ি – এক সেকেন্ড। প্রশ্নবোধক চিহ্ন – এক সেকেন্ড।

0
Updated: 1 day ago
সম্বোধন পদে কোন যতি চিহ্ন বসে?
Created: 2 days ago
A
কমা
B
ড্যাস
C
সেমিকোলন
D
হাইফেন
সম্বোধন পদে সাধারণত কমা (,) যতি চিহ্ন বসে। সম্বোধনের পরে কমা ব্যবহার করে বাক্যের মূল বক্তব্য থেকে সম্বোধনটিকে পৃথক করা হয়। উদাহরণস্বরূপ:
হে বন্ধু, তোমাকে দেখার অপেক্ষায় আছি।
প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ সহকারে পড়বে।

0
Updated: 2 days ago
কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে?
Created: 1 week ago
A
দাড়ি (।)
B
কোলন (:)
C
সেমিকোলন (;)
D
ড্যাস (-)

0
Updated: 1 week ago
উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
Created: 1 day ago
A
কোলন ড্যাশ
B
ড্যাশ
C
কোলন
D
সেমিকোলন
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) অনুসারে, কোলন ড্যাশ (:-) উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোলন এবং ড্যাশ চিহ্ন একসঙ্গে ব্যবহৃত হয়।

1
Updated: 1 day ago