বাক্যে কোন যতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই?
A
কোলন
B
সেমিকোলন
C
হাইফেন
D
ড্যাস
উত্তরের বিবরণ
হাইফেন এর জন্য থামার প্রয়োজন নেই। ইলেক বা লোপ চিহ্নের জন্যও থামার প্রয়োজন নেই। কমা – ১ (এক) বলতে যে সময় প্রয়োজন। সেমিকোলন – ১ বলার দ্বিগুণ সময়। দাঁড়ি – এক সেকেন্ড। প্রশ্নবোধক চিহ্ন – এক সেকেন্ড।

0
Updated: 1 month ago
বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
ধাতু বোঝাতে
B
অর্থমূলক
C
ব্যাখ্যামূলক
D
উৎপন্ন বোঝাতে
সাহিত্যিক লেখায় বন্ধনী চিহ্ন (যেমন, ()) সাধারণত বিশেষ তথ্য, ব্যাখ্যা, মন্তব্য বা পরিসংখ্যান যোগ করার জন্য ব্যবহৃত হয়, যা মূল বক্তব্যকে সমর্থন বা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে সাহায্য করে।

0
Updated: 1 month ago
বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়?
Created: 4 weeks ago
A
২ সেকেন্ড
B
১ সেকেন্ড
C
৩ সেকেন্ড
D
৪ সেকেন্ড
বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন থাকলে, 'এক সেকেন্ড' থামতে হয়। এরুপ - জিজ্ঞাসা চিহ্ন, কোলন, কোলন ড্যাস ও ড্যাস চিহ্নেও '১' এক সেকেন্ড' থামতে হয়।

0
Updated: 4 weeks ago
বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয়?
Created: 2 days ago
A
১ বলার যে সময় লাগে
B
এক সেকেন্ডে
C
১ বলার দ্বিগুণ সময়
D
থামার প্রয়োজন নাই
বাংলা ব্যাকরণে সেমিকোলন (;) ব্যবহার করা হয় পূর্ণচ্ছেদের (।) চেয়ে ছোট এবং কমার (,) চেয়ে বড় বিরতি বোঝাতে।
-
কমা (,) এ থামা হয় ছোট সময়ের জন্য, প্রায় ১ বলার সময়।
-
সেমিকোলন (;) এ থামা হয় কমার তুলনায় দ্বিগুণ সময়, অর্থাৎ ১ বলার দ্বিগুণ সময়।
-
পূর্ণচ্ছেদ (।) এ থামা হয় আরও বেশি সময়, প্রায় এক সেকেন্ড।
তাই, সেমিকোলনে থামতে হয় কমার থেকে একটু বেশি, কিন্তু পূর্ণচ্ছেদের থেকে কম সময়।

0
Updated: 2 days ago