‘পানি’ শব্দের প্রতিশব্দ কোনটি?
A
বারিধি
B
নলিনী
C
অপ
D
পয়ঃ
উত্তরের বিবরণ
পানি শব্দের প্রতিশব্দ: জল, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, অম্বু, অম্ভঃ ইত্যাদি। ‘বারিধি’ শব্দের সমার্থক শব্দ ‘সাগর’। ‘নলিনী’ শব্দের সমার্থক শব্দ পদ্মফুল।
0
Updated: 3 months ago
কোনটি সমার্থ শব্দের বাহুল্যজনিত অশুদ্ধি?
Created: 1 month ago
A
কদাপি
B
প্রয়োজনীয়তা
C
অধীন
D
আয়ত্ত
‘প্রয়োজনীয়তা’ সমার্থক শব্দের বাহুল্যজনিত অপপ্রয়োগ
-
এই শব্দের শুদ্ধরূপ: প্রয়োজন
অন্যদিকে, আয়ত্ত, অধীন, কদাপি—এই শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago
নিচের কোন শব্দটি সমার্থক শব্দের বাহুল্যজনিত অপপ্রয়োগ?
Created: 1 month ago
A
একমাত্র
B
সম্মুখবর্তী
C
কেবলমাত্র
D
সমৃদ্ধশালী
‘কেবলমাত্র’ শব্দটি অপপ্রয়োগ।
-
এটি ঘটে সমার্থক শব্দের বাহুল্যজনিত কারণে।
-
এখানে ‘কেবল’ এবং ‘মাত্র’ দুটি একই অর্থের শব্দ একত্রে ব্যবহৃত হয়েছে।
-
একই কারণে কেবলমাত্র অশুদ্ধ।
অন্যদিকে, অপশনের অন্যান্য শব্দগুলোর শুদ্ধ প্রয়োগ হয়েছে।
0
Updated: 1 month ago
কোনটি ‘পানি’ শব্দের সমার্থক শব্দ?
Created: 4 weeks ago
A
সবিতা
B
সলিল
C
সাগর
D
সৈকত
সমার্থক শব্দ হলো সেই শব্দ যা অর্থে একে অপরের সমান বা কাছাকাছি।
-
পানি মানে জল।
-
সলিল মানেও জল বা পানি।
-
অন্যগুলো:
-
সবিতা = সূর্য বা রোদ
-
সাগর = বিশাল জলরাশি, পানি হলেও ‘সাধারণ পানি’ নয়, বৃহৎ জলাভূমি বোঝায়
-
সৈকত = সমুদ্র তীর, পানি নয়
-
সুতরাং, ‘পানি’ শব্দের সবচেয়ে সঠিক সমার্থক শব্দ হলো সলিল।
0
Updated: 4 weeks ago