বাক্যে কোন যতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই?
A
কোলন
B
সেমিকোলন
C
হাইফেন
D
ড্যাস
উত্তরের বিবরণ
হাইফেন এর জন্য থামার প্রয়োজন নেই। ইলেক বা লোপ চিহ্নের জন্যও থামার প্রয়োজন নেই। কমা – ১ (এক) বলতে যে সময় প্রয়োজন। সেমিকোলন – ১ বলার দ্বিগুণ সময়। দাঁড়ি – এক সেকেন্ড। প্রশ্নবোধক চিহ্ন – এক সেকেন্ড।
0
Updated: 3 months ago
বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়?
Created: 2 months ago
A
২ সেকেন্ড
B
১ সেকেন্ড
C
৩ সেকেন্ড
D
৪ সেকেন্ড
বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন থাকলে, 'এক সেকেন্ড' থামতে হয়। এরুপ - জিজ্ঞাসা চিহ্ন, কোলন, কোলন ড্যাস ও ড্যাস চিহ্নেও '১' এক সেকেন্ড' থামতে হয়।
0
Updated: 2 months ago
বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু?
Created: 4 weeks ago
A
এক বলার দ্বিগুণ সময়
B
এক সেকেন্ড
C
থামার প্রয়োজন নেই
D
এক বলতে যে সময় প্রয়োজন
বিস্ময় চিহ্নের বিরতিকাল- ‘এক সেকেন্ড’। বাক্যে যতিচিহ্ন অনুসারে থামার পরিমাণ: কমা বা পাদচ্ছেদ এবং উদ্ধরণ চিহ্ন থাকলে — ‘এক’ উচ্চারণে যত সময় লাগে সেই পরিমাণ সময় থামতে হয়। সেমিকোলন বা অর্ধচ্ছেদ থাকলে — ‘এক’ বলার দ্বিগুণ সময় থামতে হয়।
হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন ও ব্রাকেট থাকলে — থামার প্রয়োজন হয় না। দাড়ি বা পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাস, ড্যাস ইত্যাদি চিহ্ন থাকলে – এক সেকেন্ড থামতে হয়।
0
Updated: 4 weeks ago
দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
ড্যাশ
B
কমা
C
দাঁড়ি
D
কোলন
ড্যাশ ( - )
-
সাধারণত দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে এবং ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে-পরে ড্যাশ ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
বাংলাদেশ দল জয়লাভ করেছে – বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বসিত।
-
ঐ লোকটি – যিনি গতকাল এসেছিলেন – তিনি আমার মামা।
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২۱ ও ২০১৯ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago