বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে?
A
মুহম্মদ শহীদুল্লাহ
B
দীনেশচন্দ্র সেন
C
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
D
সুকুমার সেন
উত্তরের বিবরণ
'বাংলা ভাষার ইতিবৃত্ত' (১৯৬৫) গ্রন্থের রচয়িতা ড. মুহম্মদ শহীদুল্লাহ । তাঁর ভাষা বিষয়ক অন্যান্য গ্রন্থসমূহ হলো - 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান '(১৯৬৫), 'ভাষা ও সাহিত্য' (১৯৩১), 'বাংলা সাহিত্যের কথা' (১ম খণ্ড - ১৯৫৩, ২য় খণ্ড - ১৯৬৫), 'বাংলা ব্যাকরণ' (১৯৫৮) ।
0
Updated: 3 months ago
'দুধেভাতে উৎপাত' গল্পগ্রন্থের রচয়িতা-
Created: 3 months ago
A
শওকত ওসমান
B
জ্যোতিপ্রকাশ দত্ত
C
আখতারুজ্জামান ইলিয়াস
D
হাসান আজিজুল হক
• ‘দুধভাতে উৎপাত’ গল্পগ্রন্থ:
- আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ 'দুধভাতে উৎপাত'।
- এটি ১৯৮৫ সালে প্রকাশিত হয়।
- আখতারুজ্জামান ইলিয়াসের 'দুধভাতে উৎপাত' গল্পগ্রন্থের ‘মিলির হাতে স্টেনগান’ গল্পটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত।
- এই গল্পগ্রন্থে মোট চারটি গল্প রয়েছে। যথা -
• মিলির হাতে স্টেনগান,
• দুধভাতে উৎপাত,
• পায়ের নিচে জল,
• দখল।
--------------------------
• আখতারুজ্জামান ইলিয়াস:
- ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার গোহাটি গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম।
- তিনি ছিলেন মূলত কথাসাহিত্যিক।
- তাঁর পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস।
- তিনি বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন।
- এদেশের প্রগতিশীল ও মানবতাবাদী সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের প্রতিও তাঁর পরোক্ষ সমর্থন ছিল।
- তাঁর লেখায় সমাজবাস্তবতা ও কালচেতনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।
- বাংলা ভাষা ও বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ‘বাংলা একাডেমি পুরস্কার’ (১৯৮২), 'খোয়াবনামা' উপন্যাসের জন্য ‘সাদত আলী আখন্দ পুরস্কার’ (১৯৯৫) ও কলকাতার ‘আনন্দ পুরস্কার’ (১৯৯৬) লাভ করেন।
- তিনি ১৯৯৭ সালের ৪ জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত উপন্যাস:
- চিলেকোঠার সেপাই,
- খােয়াবনামা।
• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- অন্য ঘরে অন্য স্বর,
- খোঁয়ারি,
- দুধভাতে উৎপাত,
- দোজখের ওম।
উৎস: বাংলা ভাষা ও জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ‘দুধভাতে উৎপাত’ গল্পগ্রন্থ ও বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
'কাঁঠালপাড়া'য় জন্মগ্রহণ করেন কোন লেখক?
Created: 2 months ago
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
সুভাষ মুখোপাধ্যায়
C
কাজী ইমদাদুল হক
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
তিনি ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
-
বঙ্কিমচন্দ্র ছিলেন একজন ঔপন্যাসিক, সাংবাদিক এবং বাংলা নবজাগরণের অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
-
তাকে বাংলা উপন্যাসের পিতা বলা হয়।
-
তার প্রথম কাব্যগ্রন্থ ‘ললিতা তথা মানস’ ১৮৫৬ সালে প্রকাশিত হয়।
-
প্রথম উপন্যাস ‘রাজমোহনস ওয়াইফ’ ইংরেজিতে লিখিত।
-
বাংলা সাহিত্যের প্রথম সফল উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ ১৮৬৫ সালে তিনি রচনা করেন।
-
তার বিখ্যাত ত্রয়ী উপন্যাস হলো — আনন্দমঠ, দেবী চৌধুরানী, এবং সীতারাম।
-
তিনি ১৮৯৪ সালে মারা যান।
তার অন্যান্য উপন্যাসের মধ্যে আছে:
কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ ইত্যাদি।
তার লেখা প্রবন্ধের কিছু নাম:
লোকরহস্য, কমলাকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, সাম্য, কৃষ্ণচরিত্র, ধর্মতত্ত্ব অনুশীলন ইত্যাদি।
অন্য কিছু উল্লেখযোগ্য লেখক:
-
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন।
-
সুভাষ মুখোপাধ্যায় (১৯১৯-২০০৩) কবি ও রাজনীতিবিদ, ১৯১৯ সালের ১২ ফেব্রুয়ারি নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্ম।
-
কাজী ইমদাদুল হক ১৮৮২ সালে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
0
Updated: 2 months ago
'কড়ি ও কোমল' - গ্রন্থটি কোন প্রকার সাহিত্য?
Created: 1 month ago
A
উপন্যাস
B
নাটক
C
গল্পগ্রন্থ
D
কাব্যগ্রন্থ
কাব্যগ্রন্থ: কড়ি ও কোমল
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশ: ১৮৮৬
-
বৈশিষ্ট্য:
-
তারুণ্যের উচ্ছলতা
-
নারী দেহের প্রতি আকর্ষণ
-
মৃত্যুর রহস্যময়তার প্রতি আকর্ষণ
-
-
প্রভাব: রবীন্দ্রনাথের বৌদি কাদম্বরীর আত্মহত্যার কারণে সৃষ্টি হওয়া বিরাগ কাব্যগ্রন্থে প্রতিফলিত
-
উল্লেখযোগ্য কবিতা: চুম্বন, বাহু, চরণ, কেন, মোহ
অন্যান্য রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পুনশ্চ
-
জন্মদিনে
-
পত্রপূট
-
সেঁজুতি
-
শেষলেখা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
0
Updated: 1 month ago