সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত ক্রিকেট টেষ্ট ম্যাচে কোন ক্রিকেটার ডাবল সেঞ্চুরী করেছেন?
A
তামিম ইকবাল
B
মেহেদী হাসান মিরাজ
C
সাকিব আল হাসান
D
ইমরুল কায়েস
উত্তরের বিবরণ
সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছেন মেহেদী হাসান মিরাজ। তিনি চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১০৪ রান করেন এবং একই ম্যাচে ৫ উইকেট নিয়ে দুর্লভ অলরাউন্ড কৃতিত্ব অর্জন করেন

0
Updated: 1 day ago
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন?
Created: 2 months ago
A
লিটন দাস
B
মুশফিকুর রহিম
C
সাকিব আল হাসান
D
মাহমুদুল্লাহ রিয়াদ
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ:
-
স্বাগতিক দেশ: ভারত
-
অংশগ্রহণকারী দেশ: ১০টি (অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড, আফগানিস্তান)
-
মোট ম্যাচ: ৪৮টি | ভেন্যু: ১০টি
-
উদ্বোধন: ৫ অক্টোবর ২০২৩ | ফাইনাল: ১৯ নভেম্বর ২০২৩
-
মাস্কটের নাম: ব্লেজ ও টঙ্ক
ফলাফল:
-
চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)
-
রানার্সআপ: ভারত
-
সবচেয়ে বেশি রান: বিরাট কোহলি (ভারত) – ৭৬৫ রান (১০ ম্যাচ)
-
সবচেয়ে বেশি উইকেট: মোহাম্মদ সামি (ভারত) – ২৪ উইকেট (৭ ম্যাচ)
-
ম্যান অব দ্য টুর্নামেন্ট: বিরাট কোহলি
-
ম্যান অব দ্য ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)
বাংলাদেশের পারফরম্যান্স:
-
৯টি ম্যাচে ২টি জয়
-
সর্বোচ্চ রান সংগ্রাহক: মাহমুদউল্লাহ রিয়াদ (৩২৮ রান)
-
সর্বোচ্চ উইকেট সংগ্রাহক: শরিফুল ইসলাম (১০ উইকেট)

0
Updated: 2 months ago
মূল্য সংযোজন কর একটি-
Created: 6 days ago
A
প্রত্যক্ষ কর
B
পরোক্ষ কর
C
পরিপূরক কর
D
সমপূরক কর
মূল্য সংযোজন কর বা ভ্যাট একটি পরোক্ষ করের উদাহরণ। পরোক্ষ কর হলো এমন কর যার করঘাত প্রাথমিক বোঝা) এক ব্যক্তির ওপর পড়লেও করপাত চূড়ান্ত ভার) অন্য ব্যক্তির ওপর সরে যায়। অর্থাৎ কর মূলত একজন ব্যক্তির কাছ থেকে আদায় হলেও, তার ফলে চূড়ান্ত অর্থনৈতিক বোঝা অন্য কেউ বহন করে।

0
Updated: 6 days ago
Who is the current President of the Bangladesh Cricket Board? (August 2025)
Created: 2 months ago
A
Nizam Uddin Chowdhury
B
Nazmul Abedeen Fahim
C
Kazi Inam Ahmed
D
Aminul Islam Bulbul
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB / বিসিবি)
-
পূর্ণরূপ: Bangladesh Cricket Board
-
প্রতিষ্ঠা: ১৯৭২
-
সদর দপ্তর: ঢাকা
-
আন্তর্জাতিক সদস্যপদ:
-
১৯৭৭: ICC সহযোগী সদস্য
-
২৬ জুন, ২০০০: ICC পূর্ণ সদস্য
-
-
বর্তমান সভাপতি: আমিনুল ইসলাম বুলবুল (আগস্ট, ২০২৫)
-
দায়িত্ব: বাংলাদেশে ক্রিকেটের সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা

0
Updated: 2 months ago