MDG- এর অন্যতম লক্ষ্য কি? 

Edit edit

A

দেশ থেকে পোলিও নির্মূল 

B

HIV/AIDS নির্মূল করা 

C

যক্ষ্মা নির্মূল করা 

D

ক্ষুধা ও দারিদ্র দূর করা

উত্তরের বিবরণ

img

MDG এর একটি প্রধান লক্ষ্য হলো ক্ষুধা ও দারিদ্র্য দূর করা।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (MDG)

  • MDG এর পুরো নাম Millennium Development Goals অর্থাৎ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা।

  • ২০০০ সালের ৬ থেকে ৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের একটি বড় সম্মেলন হয়, যার নাম UN Millennium Summit

  • এই সম্মেলনে জাতিসংঘ দারিদ্র্য নির্মূলের জন্য বিশেষ লক্ষ্য নির্ধারণ করে।

  • মোট ৮টি লক্ষ্য ঠিক করা হয় এবং এগুলো অর্জনের জন্য ১৫ বছর সময় দেওয়া হয়।

৮টি লক্ষ্য হলো:

১. চরম দারিদ্র্য ও ক্ষুধা দূর করা।
২. সকলের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা।
৩. নারী ও পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা।
৪. শিশু মৃত্যুর হার কমানো।
৫. মায়ের স্বাস্থ্যের উন্নতি।
৬. HIV/AIDS, ম্যালেরিয়া ও অন্যান্য মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই।
৭. পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
৮. বিশ্বজুড়ে উন্নয়নের জন্য অংশীদারিত্ব গড়ে তোলা।

উৎস: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।

Unfavorite

0

Updated: 2 days ago

Related MCQ

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD