বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?
A
১১০
B
১১৫
C
১১৭
D
১২০
উত্তরের বিবরণ
প্রশাসনিক ট্রাইব্যুনাল
বাংলাদেশের সংবিধানের ১১৭ নম্বর অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে। এই অনুচ্ছেদের ১ম ও ২য় দফা অনুযায়ী, সরকার চাইলে নির্দিষ্ট প্রশাসনিক বিষয়ে বিচার করার জন্য ট্রাইব্যুনাল গঠন করতে পারে।
বিচারবিভাগ:
সংবিধানের ষষ্ঠ ভাগে বিচারব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। এতে মোট তিনটি পরিচ্ছেদ রয়েছে:
-
সুপ্রীম কোর্ট (অনুচ্ছেদ ৯৪ থেকে ১১৩ পর্যন্ত)
-
অধস্তন আদালত (অনুচ্ছেদ ১১৪ থেকে ১১৬ পর্যন্ত)
-
প্রশাসনিক ট্রাইব্যুনাল (অনুচ্ছেদ ১১৭)
অন্যান্য গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১১০: অধস্তন আদালত থেকে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর করা যেতে পারে।
-
অনুচ্ছেদ ১১৫: অধস্তন আদালতের বিচারক নিয়োগের নিয়ম।
-
অনুচ্ছেদ ১২০: নির্বাচন কমিশনের অধীনস্থ কর্মচারীদের বিষয়ে আলোচনা করা হয়েছে।
উৎস: বাংলাদেশ সংবিধান
0
Updated: 3 months ago
বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
Created: 1 month ago
A
হাশেম খান
B
এ.কে.এম আব্দুর রউফ
C
আবুল বারক আলভী
D
সমরজিৎ রায় চৌধুরী
বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম হাতে লেখা সংবিধান, যা গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল এবং যার পৃষ্ঠা সংখ্যা ছিল ১০৯। সংবিধানের হস্তলিপির কাজ সম্পন্ন করেন এ কে এম আবদুর রউফ, যিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন।
সংবিধানের প্রচ্ছদে শীতলপাটির উপর লেখা আছে "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান"। এছাড়া, সংবিধানের অঙ্গসজ্জার কার্যক্রমের মূল তত্ত্বাবধান করেন শিল্পাচার্য জয়নাল আবেদীন।
-
কার্যকর হওয়ার তারিখ: ১৬ ডিসেম্বর ১৯৭২
-
প্রথম হাতে লেখা সংবিধান: গ্রন্থাকারে প্রকাশিত
-
পৃষ্ঠা সংখ্যা: ১০৯
-
হস্তলিপি প্রস্তুতকারী: এ কে এম আবদুর রউফ
-
প্রচ্ছদে লেখা: "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান"
-
অঙ্গসজ্জার তত্ত্বাবধায়ক: জয়নাল আবেদীন
0
Updated: 1 month ago
সংবিধান অনুযায়ী 'আমার সোনার বাংলা'র কত চরণ জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত?
Created: 2 months ago
A
প্রথম ৪ চরণ
B
প্রথম ৮ চরণ
C
প্রথম ১০ চরণ
D
সম্পূর্ণটি
সংবিধান:
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়।
-
সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
-
সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
-
সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
-
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়।
অনুচ্ছেদ ০৪: জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক
-
প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত: "আমার সোনার বাংলা" এর প্রথম দশ চরণ।
-
প্রজাতন্ত্রের জাতীয় পতাকা: সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত।
-
প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক:
-
উভয় পার্শ্বে ধান্যশীর্ষবেষ্টিত,
-
পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা,
-
শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পর-সংযুক্ত পত্র,
-
উভয় পার্শ্বে দুইটি করে তারকা।
-
-
উপরোক্ত দফাসমূহ-সাপেক্ষে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কিত বিধানাবলী আইনের দ্বারা নির্ধারিত হবে।
সূত্র: বাংলাদেশের সংবিধান
0
Updated: 2 months ago
বাংলাদেশের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কবে?
Created: 3 weeks ago
A
৪ নভেম্বর, ১৯৭২
B
১৬ ডিসেম্বর, ১৯৭২
C
১২ অক্টবর, ১৯৭২
D
১৮ জুলাই, ১৯৭২
বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনের মূলভিত্তি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দলিল। এটি দেশের জনগণের সার্বভৌম ক্ষমতা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি নির্ধারণ করে।
মূল তথ্যসমূহ:
-
বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় ১৯৭২ সালের ১২ অক্টোবর।
-
এটি ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়।
-
সংবিধান ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর (বিজয় দিবসে) কার্যকর করা হয়, যা বাংলাদেশের রাষ্ট্রীয় শাসনব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা নির্দেশ করে।
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
-
সংবিধানটি ১১টি ভাগ বা অধ্যায়ে বিভক্ত।
-
এতে রয়েছে ৭টি তফসিল।
-
সংবিধানের মূলনীতি ৪টি—যেগুলো রাষ্ট্রের আদর্শ ও দিকনির্দেশনা নির্ধারণ করে।
-
সংবিধানের শুরুতে একটি প্রস্তাবনা রয়েছে, যা জনগণের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের উদ্দেশ্য প্রকাশ করে।
0
Updated: 3 weeks ago