তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে?
A
১৯৫৬
B
১৯৬২
C
১৯৬৬
D
১৯৬৮
উত্তরের বিবরণ
তৎকালীন পাকিস্তানে ১৯৬২ সালে শিক্ষা কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়, যা পূর্ব পাকিস্তানে ব্যাপক আন্দোলনের জন্ম দেয়। এই প্রতিবেদনটি শিক্ষা খাতে বৈষম্য সৃষ্টি করে এবং বাংলা ভাষার গুরুত্বকে খাটো করে দেখায়, যার ফলে শিক্ষার্থীরা এর বিরুদ্ধে আন্দোলনে নামে। তাই, সঠিক উত্তর: খ) ১৯৬২।

0
Updated: 1 day ago
বাষট্টির শিক্ষা আন্দোলনের সূত্রপাত ঘটে -
Created: 5 months ago
A
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
B
জগন্নাথ কলেজে
C
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
D
ঢাকা কলেজে
বাষট্টির শিক্ষা আন্দোলন:
- আইয়ুব খান শিক্ষা সংস্কারের উদ্দেশ্যে ১৯৫৮ সালের ৩০ ডিসেম্বর একটি শিক্ষা কমিশন গঠন করেছিলেন।
- তদানীন্তন শিক্ষা সচিব এস.এম. শরীফকে সভাপতি করে গঠিত ১১ জন সদস্যবিশিষ্ট এই কমিশন 'শরিফ কমিশন' নামে অভিহিত।
- কমিশন ১৯৫৯ সালের ২৬ আগস্ট তার সুপারিশ পেশ করে। কমিশনের উল্লেখযোগ্য সুপারিশ ছিল নিম্নরূপ:
• তিন বছরের বি.এ কোর্স পদ্ধতি চালু করা (এর আগে ছিল দু'বছরের বি.এ পাস কোর্স)।
• স্কুল-কলেজের সংখ্যা সীমিত রাখা।
• শিক্ষা ব্যয়ের শতকরা ৮০ ভাগ অভিভাবককে বহন করতে হবে।
• ৬ষ্ঠ শ্রেণি হতে ডিগ্রি স্তর পর্যন্ত ইংরেজিকে বাধ্যতামূলক করা হবে।
- কমিশনের এই রিপোর্টের বিরুদ্ধে ছাত্রসমাজ বিক্ষুব্ধ হয়।
- ঢাকা কলেজে সর্বপ্রথম আন্দোলনের সূত্রপাত ঘটে।
- ঐ কলেজের ছাত্ররা 'ডিগ্রি স্টুডেন্টস ফোরাম' নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করে।
- এই সংগঠনের নামে ঢাকা শহরের অন্যান্য কলেজের ছাত্ররা আন্দোলন পরিচালনা করে।
- পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলনে যোগ দেয়।
- তখন সংগঠনের নাম পরিবর্তন করে করা হয় 'ইস্ট পাকিস্তান স্টুডেন্টস ফোরাম'।
- এক পর্যায়ে আন্দোলনের নেতৃত্ব ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের যৌথ নেতৃত্বের হাতে চলে যায়।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 5 months ago