“ডাউন সিনড্রোম” বলতে বুঝানো হয় –
A
গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ
B
ধানগাছের বিশেষ রোগ
C
নৈতিক অবক্ষয়ের লক্ষণ
D
ফলের অপরিণত বিকাশ
উত্তরের বিবরণ
ডাউন সিনড্রোম একটি জেনেটিক রোগ, যেখানে শিশুর ক্রোমোজোম সংখ্যায় অতিরিক্ত একটি ২১ নম্বর ক্রোমোজোমের ত্রিসংখ্যান) থাকে, যার ফলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়, তাই এটি গর্ভস্থ শিশুর অপরিণত বা ব্যতিক্রমী বিকাশ বোঝায়। তাই, সঠিক উত্তর: ক) গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ।

0
Updated: 1 day ago