সূর্য হতে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে কত সময় লাগে?
A
৭ মিনিট
B
৮ মিনিট
C
৯ মিনিট
D
১০ মিনিট
উত্তরের বিবরণ
সূর্য থেকে আলো ১,৪৯,৬০০,০০০ কিলোমিটার পথ প্রতি সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার গতিতে অতিক্রম করে গড়ে ৮ মিনিট ২০ সেকেন্ডে পৃথিবীতে পৌঁছায়, তাই সবচেয়ে কাছের সঠিক অপশন হলো ৮ মিনিট।

0
Updated: 1 day ago
পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ কোনটি?
Created: 1 day ago
A
লৌহ
B
ইস্পাত
C
হীরক
D
পাথর
পৃথিবীর সবচেয়ে কঠিন খনিজ পদার্থ হলো হীরক ডায়মন্ড)। এটি কার্বনের একটি স্ফটিক রূপ এবং মোহস কঠিনতা স্কেলে এর মান সর্বোচ্চ ১০, যা একে সবচেয়ে কঠিন করে তোলে।

0
Updated: 1 day ago
চিকনগুনিয়া রোগটি কোন মাধ্যম বাহিত রোগ?
Created: 6 days ago
A
পানিবাহিত
B
পতঙ্গবাহিত
C
বায়ুবাহিত
D
রক্তবাহিত
চিকনগুনিয়া একটি পতঙ্গবাহিত রোগ। এটি প্রধানত এডিস জাতীয় মশার মাধ্যমে ছড়ায়, বিশেষ করে Aedes aegypti এবং Aedes albopictus প্রজাতির মাধ্যমে। এই ভাইরাসজনিত রোগে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা এবং অস্থিসন্ধিতে তীব্র ব্যথা হয়ে থাকে।

0
Updated: 6 days ago
What happens to light when it reaches the event horizon of a black hole?
Created: 2 weeks ago
A
It accelerates out
B
It bends and escapes
C
It reflects back
D
It gets trapped
যখন কোনো আলো ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের কাছে পৌঁছায়, তখন এটি চরম মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবের সম্মুখীন হয়। ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ এতই প্রবল যে আলোও পালাতে পারে না। একবার আলো বা পদার্থ ইভেন্ট হরাইজনের ভেতরে ঢুকে গেলে তা চিরতরে ব্ল্যাক হোলের মধ্যে আটকে যায়। আলো এখানে আটকে গেলেও তার গতি কমে না, কিন্তু পথ সম্পূর্ণভাবে ব্ল্যাক হোলের কেন্দ্রে আকৃষ্ট হয়। ফলে ইভেন্ট হরাইজন অতিক্রম করা আলো কোনোভাবেই বের হতে পারে না, প্রতিফলিত হয় না এবং বাইরে ছড়াতে পারে না।
সঠিক উত্তর: ঘ) It gets trapped।
কৃষ্ণবিবর (Black hole) সম্পর্কিত তথ্য:
-
১৯৬৯ সালে মার্কিন বিজ্ঞানী জন হুইলার কৃষ্ণবিবর আবিষ্কার করেন।
-
তিন সৌর ভরের সমান বা বেশি ভরের নক্ষত্র সুপার নোভা বিস্ফোরণের পর এর অভ্যন্তরে সংকুচিত হতে থাকে।
-
সংকোচনের কারণে আয়তন প্রায় শূন্য এবং ঘনত্ব প্রায় অসীম, ফলে মহাকর্ষ ক্ষেত্র এত প্রবল হয় যে কোনো আলো বা সংকেত বের হতে পারে না।
-
এই অবস্থাকে কৃষ্ণবিবর (Black hole) বলা হয়।
-
বাস্তবে মহাকর্ষ g-এর মান এত বেশি হয় যে ফোটন কণাও এর পৃষ্ঠ থেকে মুক্ত হতে বা বেরিয়ে আসতে পারে না।

0
Updated: 2 weeks ago