লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কী?
A
রিপন কমিশন
B
হাণ্টার কমিশন
C
নাথান কমিশন
D
লর্ড কমিশন
উত্তরের বিবরণ
১৮৮২ সালে ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড রিপনের উদ্যোগে গঠিত শিক্ষা কমিশনের নাম ছিল হাণ্টার কমিশন। এই কমিশনের সভাপতি ছিলেন স্যার উইলিয়াম উইলসন হাণ্টার। এটি মূলত ভারতের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং তদারকি নিয়ে কাজ করে।

0
Updated: 1 day ago