A
John Webster
B
Ben Jonson
C
Christopher Marlowe
D
William Shakespeare
উত্তরের বিবরণ
‘Volpone’ – Ben Jonson-এর একটি বিখ্যাত কমেডি নাটক
-
‘Volpone’ হল ইংরেজি সাহিত্যের একটি পরিচিত কমেডি নাটক, যেটি লিখেছেন Ben Jonson।
-
এই নাটকটি Beast Fable হিসেবে পরিচিত।
-
Beast Fable বলতে এমন ধরনের ছোট গল্প বা ছড়া বোঝায়, যেখানে প্রাণীদের মানুষরূপে দেখানো হয় এবং সাধারণত একটি নীতিকথা বা শিক্ষা থাকে।
-
‘Volpone’ নাটকে বিভিন্ন প্রাণীকে মানুষের চরিত্রে উপস্থাপন করা হয়েছে, যেমন Volpone হলো এক চালাক খেঁকশিয়াল (fox), যে মানুষের মতো আচরণ করে।
‘Volpone’ নাটকের প্রধান চরিত্রগুলো
-
Volpone – নাটকের মূল চরিত্র, এক ধূর্ত ধনী ব্যক্তি
-
Mosca – Volpone-এর দালাল ও চতুর সহকারী
-
Celia – এক নির্যাতিত নারী চরিত্র
-
Bonario – এক সৎ ও সাহসী যুবক
-
Corvino, Voltore, Corbaccio – লোভী ও ধূর্ত কিছু চরিত্র যারা Volpone-এর ধনলাভের আশায় নানা ফাঁদে জড়িয়ে পড়ে
লেখক পরিচিতি: Ben Jonson
-
পূর্ণ নাম: Benjamin Jonson (১৫৭২–১৬৩৭)
-
তিনি ছিলেন একজন ইংরেজ নাট্যকার, কবি ও সমালোচক।
-
William Shakespeare-এর পর, James I-এর শাসনামলে তিনিই সবচেয়ে গুরুত্বপূর্ণ নাট্যকার হিসেবে বিবেচিত।
-
অনেকেই তাকে ইংরেজি কমেডি নাটকের জনক বলেন।
Ben Jonson-এর বিখ্যাত কিছু নাটক
-
Every Man in His Humour (১৫৯৮)
-
Volpone (১৬০৫)
-
Epicoene; or, The Silent Woman (১৬০৯)
-
The Alchemist (১৬১০)
-
Bartholomew Fair (১৬১৪)
তথ্যসূত্র: Britannica

0
Updated: 2 days ago
Which of the following writers belongs to the romantic period in English literature?
Created: 2 days ago
A
A. Tennyson
B
Alexander Pope
C
John Dryden
D
S.T. Coleridge
Among the options S.T. Coleridge belongs to the romantic period in English literature.
Samuel Taylor Coleridge
- তিনি একজন English lyrical poet, critic এবং philosopher.
- তাকে Poet of Supernaturalism বলা হয়।
- His Lyrical Ballads, written with William Wordsworth, heralded the English Romantic movement, and his Biographia Literaria (1817) is the most significant work of general literary criticism produced in the English Romantic period.
• Notable Works of Samuel Taylor Coleridge:
- Biographia Literaria; (Literary criticism/autobiography)
- Christabel; ( long narrative ballad)
- Dejection: An Ode;
- Frost at Midnight;
- Kubla Khan;
- Lyrical Ballads;
- On the Constitution of the Church and State;
- The Rime of the Ancient Marine.
• অন্যদিকে,
ক) A. Tennyson - belongs to the victorian period.
খ) Alexander Pope - belongs to the Augustan age/ The Neo-classical period.
গ) John Dryden - belongs to the Restoration/ The Neo-classical period.
Source: Encyclopedia Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

0
Updated: 2 days ago
Tennyson's ‘In Memoriam' is an elegy on the death of -
Created: 3 days ago
A
John Milton
B
John Keats
C
Arthur Henry Hallam
D
Sydney Smith
"In Memoriam" কবিতাটি লিখেছেন ইংল্যান্ডের বিখ্যাত কবি Alfred Lord Tennyson। এটি একটি Elegy বা শোকগাথা। কবি এই কবিতাটি লিখেছেন তাঁর প্রিয় বন্ধু Arthur Henry Hallam-এর মৃত্যুর পর, যিনি ২২ বছর বয়সে হঠাৎ মারা যান। তাঁর মৃত্যুতে তীব্র শোক পেয়ে কবি দীর্ঘ ১৭ বছর ধরে এই কবিতা লেখেন (১৮৩৩-১৮৫০)। এটি ১৮৫০ সালে নাম প্রকাশ না করে প্রকাশিত হয়।
এই কবিতাটিতে মোট ১৩১টি অংশ, একটি Prologue (ভূমিকা) এবং একটি Epilogue (সমাপ্তি) রয়েছে।
এই কবিতায় Tennyson তাঁর বন্ধুর মৃত্যুর পর শোকের বিভিন্ন ধাপ তুলে ধরেছেন। এটি শুধু ব্যক্তিগত শোক নয়, বরং ভিক্টোরিয়ান যুগের মানুষের ধর্মীয় বিশ্বাস ও আধুনিক বিজ্ঞানের (যেমন: বিবর্তন ও ভূতত্ত্ব) মধ্যে দ্বন্দ্ব বোঝাতেও সাহায্য করে।
কবিতার একটি বিখ্যাত লাইন হলো:
"Tis better to have loved and lost
Than never to have loved at all."
(ভালোবেসে হারানো ভালো, না ভালোবাসার চেয়ে।)
Alfred Lord Tennyson (১৮০৯–১৮৯২)
-
তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের প্রধান কবি, যাঁকে এই যুগের অন্যতম মুখ হিসেবে ধরা হয়।
-
তাঁর কবিতাগুলো সুরেলা ও আবেগপূর্ণ ভাষায় লেখা, এজন্য তাঁকে এক Lyric Poet হিসেবে প্রশংসা করা হয়।
-
১৮৫০ সালে তিনি Poet Laureate (রাষ্ট্রীয় কবি) হিসেবে নিযুক্ত হন।
Alfred Tennyson-এর কিছু বিখ্যাত কবিতা
-
The Charge of the Light Brigade
-
The Lady of Shalott
-
Crossing the Bar
-
In Memoriam A.H.H.
-
The Lotos-Eaters
-
Tithonus
-
Ulysses
-
Break, Break, Break
-
Mariana
-
The Kraken
-
Tears, Idle Tears
-
The Eagle
-
Oenone
-
Locksley Hall
-
Idylls of the King
-
Enoch Arden
-
The Two Voices
-
Godiva
-
The Princess
-
Lady Clara Vere de Vere, ইত্যাদি।
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 3 days ago
Sidney
criticizes bad poets but defends the art of poetry itself.
Created: 2 months ago
A
False
B
None
C
True
D
Both
Coming...

0
Updated: 2 months ago