Who wrote "Biographia Literaria"?
A
Lord Byron
B
P.B. Shelley
C
S.T. Coleridge
D
Charles Lamb
উত্তরের বিবরণ
• Biographia Literaria, in full Biographia Literaria; or Biographical Sketches of My Literary Life and Opinions, হচ্ছে Romantic Period এর বিখ্যাত কবি Samuel Taylor Coleridge এর অন্যতম সৃষ্টি।
- This is known as a critical autobiography.
- ১৮১৭ সালে এটি প্রকাশিত হয়।
• Biographia Literaria ছিল ইংরেজি রোমান্টিক যুগের সাহিত্য সমালোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যা দর্শন ও সাহিত্য সমালোচনাকে এক নতুন উপায়ে একত্রিত করে literary criticism এর এক নতুন ধারার জন্ম দিয়েছিল।
- সাহিত্য জগতে এর প্রভাব বেশ দীর্ঘস্থায়ী।
- Biographia Literaria is the most significant work of general literary criticism produced in the English Romantic period.
• S.T. Coleridge is an English lyrical poet, critic, and philosopher.
- His Lyrical Ballads, written with William Wordsworth, heralded the English Romantic movement.
• Other Notable works of S.T Coleridge:
- The Rime of the Ancient Mariner,
- Christabel,
- Kubla Khan,
- Frost at Midnight,
- Dejection: An Ode,
- On the Constitution of the Church and State.
Source: Britannica.com
0
Updated: 3 months ago
'Man and Superman' is written by:
Created: 2 months ago
A
George Bernard Shaw
B
Samuel Beckett
C
Oscar Wilde
D
Bertrand Russell
‘Man and Superman’ নাটকটির লেখক হলেন জর্জ বার্নার্ড শ (George Bernard Shaw)।
সংক্ষিপ্ত বিবরণ:
-
প্রকাশিত: ১৯০৩
-
ধরণ: Philosophical Comedy / Drama
-
বিষয়বস্তু: মানবজীবনের উদ্দেশ্য, বিবর্তন, প্রেম, বিবাহ এবং সামাজিক বাধা; মানুষের উচ্চতর আদর্শ ও নৈতিকতা
-
বিখ্যাত অংশ: Don Juan in Hell — যেখানে Shaw আত্মা, নরক ও সমাজনীতি নিয়ে দার্শনিক ভাবনা তুলে ধরেছেন
George Bernard Shaw (1856–1950):
-
Irish playwright, critic, এবং সমাজতান্ত্রিক চিন্তাবিদ
-
সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত (১৯২৫)
-
নাটকগুলোতে সামাজিক অবিচার, রাজনীতি ও ধর্মীয় দ্বন্দ্বের সমালোচনা স্পষ্টভাবে লক্ষ্য করা যায়
বিখ্যাত নাটকসমূহ:
-
Pygmalion
-
Man and Superman
-
Saint Joan
-
Major Barbara
-
Arms and the Man
উত্তর: George Bernard Shaw
0
Updated: 2 months ago
"Eric Arthur Blair" is the real name of which famous writer?
Created: 1 month ago
A
Ben Jonson
B
Edmund Spenser
C
George Orwell
D
George Eliot
Eric Arthur Blair হলো সুপরিচিত ইংরেজি সাহিত্যিক George Orwell-এর প্রকৃত নাম। তিনি আধুনিক যুগের একজন প্রভাবশালী লেখক, যিনি একাধারে novelist, essayist এবং critic হিসেবে খ্যাত। তাঁর রচনাগুলোতে রাজনৈতিক সচেতনতা, সামাজিক ব্যঙ্গ এবং মানবজীবনের গভীর বাস্তবতা প্রতিফলিত হয়েছে।
-
George Orwell আধুনিক যুগের একজন বিখ্যাত লেখক।
-
তিনি English novelist, essayist এবং critic ছিলেন।
-
তাঁর প্রকৃত নাম ছিল Eric Arthur Blair।
-
তিনি বিশেষভাবে পরিচিত তাঁর দুটি উপন্যাসের জন্য:
-
Animal Farm
-
Nineteen Eighty-four
-
উল্লেখযোগ্য রচনা:
-
A Clergyman’s Daughter
-
Animal Farm
-
Burmese Days
-
Down and Out in Paris and London
-
Homage to Catalonia
-
Keep the Aspidistra Flying
-
Nineteen Eighty-four
0
Updated: 1 month ago
What type of play is Arms and the Man?
Created: 1 month ago
A
Tragedy
B
Historical Drama
C
Romantic Comedy
D
None of above
Arms and the Man হলো জর্জ বার্নার্ড শ (George Bernard Shaw) রচিত একটি জনপ্রিয় romantic comedy নাটক। এটি প্রথম মঞ্চস্থ হয় ১৮৯৪ সালে এবং প্রকাশিত হয় ১৮৯৮ সালে। নাটকটির প্রেক্ষাপট হলো Bulgaria-এর Petkoff পরিবার। গল্পের কেন্দ্রবিন্দুতে একজন সৈনিক এবং একজন উচ্চশ্রেণীর মহিলা রয়েছে, যেখানে যুদ্ধ ও প্রেমের জটিলতা কৌতুকপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে। নাটকটি যুদ্ধের গৌরব বনাম বাস্তবতার বৈপরীত্য ফুটিয়ে তোলে এবং Shaw-এর নাট্যকর্মের একটি উল্লেখযোগ্য উদাহরণ।
প্রধান চরিত্রসমূহ:
-
Captain Bluntschli
-
Raina Petkoff
-
Major Sergius Saranoff
-
Major Petkoff
-
Catherine Petkoff
George Bernard Shaw (1856–1950)
-
পূর্ণ নাম: George Bernard Shaw
-
Irish নাট্যকার ও সাহিত্য সমালোচক, Modern period-এর অন্যতম প্রধান নাট্যকার
-
১৯২৫ সালে Nobel Prize in Literature লাভ করেন
-
Fabian Society-এর সক্রিয় সদস্য
-
উপাধি: The greatest modern English dramatist, Father of modern English literature
G.B. Shaw-এর প্রসিদ্ধ নাটকসমূহ:
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House (Comedy play)
-
Caesar and Cleopatra (Play/Tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama/play, Epilogue)
-
St. Joan of Arc
উৎস:
0
Updated: 1 month ago