কোন Neurotransmetter এর মাত্রাধিক্যের কারনে হতে Schizophrenia পারে?
A
Norepinephrine
B
Serotonin
C
Epinephrine
D
Dopamine
উত্তরের বিবরণ
ডোপামিন একটি গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার, যা মস্তিষ্কের স্নায়ু সংকেত আদান–প্রদানে ভূমিকা রাখে। এর মাত্রাধিক্য হলে স্নায়ুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়ে যায়, ফলে সিজোফ্রেনিয়ার মতো মানসিক ব্যাধি দেখা দিতে পারে।
-
অতিরিক্ত ডোপামিন নিঃসরণ চিন্তা ও আচরণে বিকৃতি ঘটায়।
-
এটি ভ্রান্ত ধারণা, হ্যালুসিনেশন ও বিশৃঙ্খল চিন্তার কারণ হতে পারে।
-
এই তত্ত্বকে ডোপামিন হাইপোথিসিস বলা হয়, যা সিজোফ্রেনিয়ার প্রধান জৈবিক ব্যাখ্যা হিসেবে বিবেচিত।

0
Updated: 2 days ago