Fraility the name is women. Here 'Fraility' is:
A
A noun
B
An adjective
C
An adverb
D
A verb
উত্তরের বিবরণ
এখানে যে লাইনটি উল্লেখ করা হয়েছে, সেটি ইংরেজি সাহিত্যের বিখ্যাত নাট্যকার William Shakespeare-এর ট্র্যাজেডি নাটক Hamlet থেকে নেওয়া একটি বিখ্যাত উক্তি।
• মূল উক্তিটি হলো – “Frailty, thy name is woman.”
অর্থাৎ, প্রশ্নে "Fraility" বানানটি ভুল লেখা হয়েছে। সঠিক বানান হবে Frailty।
• এই উক্তিতে ব্যবহৃত Frailty শব্দটি হলো একটি Noun (বিশেষ্য)।
• Frailty [noun] (uncountable)
English অর্থ: শারীরিক বা মানসিক দুর্বলতা।
বাংলা অর্থ: ভঙ্গুরতা, নশ্বরতা, ক্ষণস্থায়িত্ব, নৈতিক দুর্বলতা বা ছোটখাটো দোষত্রুটি।
• উদাহরণ:
Though ill for most of her life, physical frailty never stopped her from working.
(তিনি জীবনের বেশিরভাগ সময় অসুস্থ ছিলেন, কিন্তু শারীরিক দুর্বলতা কখনও তাকে কাজ করতে বাধা দেয়নি।)
তথ্যসূত্র: বাংলা একাডেমি অ্যাক্সেসিবল ডিকশনারি

0
Updated: 1 month ago
"Great Expectations" is a/an-
Created: 3 weeks ago
A
Victorian novel
B
Romantic novel
C
Augustan novel
D
Modern novel
Great Expectations
Writer: Charles Dickens
-
Great Expectations একটি Victorian novel, যা Charles Dickens রচনা করেছেন।
-
উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৮৬০ সালে এবং এটি Dickens-এর অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচিত।
-
কাহিনী শুরু হয় Kent শহর থেকে।
-
উপন্যাসে ১৮ শতকের গোড়ার ইংল্যান্ডের চিত্র ফুটে উঠেছে—একটি সময় যখন দেশ অর্থনৈতিকভাবে অগ্রসর হচ্ছিল, তবে তখনও সমাজে শ্রেণিবৈষম্য ও অসুখী মানুষের অস্তিত্ব ছিল।
-
Dickens সমাজে বিদ্যমান class division, social ambition ও moral corruption-এর সমালোচনা করেছেন।
Theme & Storyline
-
কাহিনী মূলত সামাজিক শ্রেণি ও উচ্চাকাঙ্ক্ষাকে কেন্দ্র করে।
-
প্রধান চরিত্র Pip (Philip Pirrip), একজন এতিম, যে সাধারণ জীবন থেকে উঠে ভদ্রলোক হতে চায়।
-
সে এক রহস্যময় আর্থিক সহায়তা পায়, যা তার জীবনের গতিপথ পাল্টে দেয়।
-
Pip-এর আত্ম-অন্বেষণ ও নৈতিক বিকাশের মাধ্যমে Dickens দেখিয়েছেন—সামাজিক মর্যাদা ও সম্পদ প্রকৃত সুখ বা নৈতিক মূল্য নিশ্চিত করে না।
-
উপন্যাসটি Victorian সমাজের কঠোর শ্রেণিবিন্যাস ও সম্পদের দুর্নীতিগ্রস্ত প্রভাবকে প্রকাশ করে।
Main Characters
-
Pip (Philip Pirrip) – Protagonist
-
Joe Gargery – Pip-এর ভগ্নীপতি ও পিতৃস্থানীয় চরিত্র
-
Abel Magwitch – রহস্যময় সহায়ক
-
Estella Havisham – Pip-এর ভালোবাসার মানুষ
-
Miss Havisham – Estella-র অভিভাবিকা
Charles Dickens (1812–1870)
-
Victorian যুগের অন্যতম জনপ্রিয় ও খ্যাতিমান ঔপন্যাসিক।
-
পূর্ণ নাম: Charles John Huffam Dickens।
-
জীবদ্দশায়ই তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তাঁর উপন্যাসগুলোর মাধ্যমে।
-
তাঁর রচনায় সাধারণ মানুষের সংগ্রাম, দারিদ্র্য, সামাজিক বৈষম্য এবং মানবিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।
Notable Works
-
A Christmas Carol
-
David Copperfield
-
Great Expectations
-
A Tale of Two Cities
-
Bleak House
-
Our Mutual Friend
-
Hard Times
Sources:
-
Britannica
-
SparkNotes

0
Updated: 3 weeks ago
In which Shakespearean play do the characters "Isabella" and "Claudio" appear?
Created: 2 weeks ago
A
All's Well That Ends Well
B
A Comedy of Errors
C
As You Like It
D
Measure for Measure
Measure for Measure
-
লিখেছেন William Shakespeare।
-
এটি একটি 5-act Dark Comedy, প্রায় 1603–04 সালে লেখা এবং 1623 সালের প্রথম ফলিওতে প্রকাশিত।
সংক্ষেপে গল্প:
-
Duke of Vienna তার ক্ষমতা অস্থায়ীভাবে Angelo কে দেন।
-
Angelo কঠোর আইন প্রয়োগ করে Claudio কে মৃত্যুদণ্ড দেন, কারণ সে তার প্রেমিকা Juliet কে গর্ভবতী করেছে।
-
Isabella, Claudio এর বোন ও একজন novice nun, ভাইকে বাঁচানোর জন্য Angelo এর কাছে অনুরোধ করে।
-
Angelo প্রস্তাব দেয়: Claudio কে মুক্ত করতে হলে Isabella কে তার সতীত্ব ত্যাগ করতে হবে। Isabella রাজি হয় না।
-
Duke ছদ্মবেশে ঘটনা পর্যবেক্ষণ করেন। শেষ পর্যন্ত, সত্য প্রকাশ পায়, Claudio মুক্ত হয়, এবং Angelo এর অন্যায় প্রকাশ পায়।
-
Duke Isabella কে বিয়ের প্রস্তাব দেন, এবং নাটকটি ন্যায়বিচারের মাধ্যমে শেষ হয়।
প্রধান চরিত্রসমূহ:
-
Isabella
-
Vincentio (Duke)
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone
William Shakespeare
-
জন্ম: 26 এপ্রিল 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: 23 এপ্রিল 1616, Stratford-upon-Avon
-
ডাকনাম: Bard of Avon / Swan of Avon
-
প্রখ্যাত ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
-
মোট 37 নাটক লিখেছেন।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Antony and Cleopatra, Romeo and Juliet
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream, Much Ado About Nothing
-
Historical play: Julius Caesar, Henry IV (Parts I & II), Henry V, Richard III, King John
Source: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman; Britannica

0
Updated: 2 weeks ago
Choose the synonym of “Alleviate”:
Created: 1 month ago
A
Intensify
B
Magnify
C
Reduce
D
Complicate
Correct Answer
গ) Reduce ✅
Explanation:
-
Alleviate (Verb)
-
Bangla Meaning: লাঘব করা, উপশম করা।
-
English Meaning: relieve, lessen.
-
-
Reduce
-
Bangla Meaning: কমানো, হ্রাস করা।
-
English Meaning: to diminish in size, amount, extent, or number.
-
Other Options
ক) Intensify → তীব্রতর বা অধিক গাঢ়তর করা।
খ) Magnify → অতিরঞ্জিত করা; গুরুত্ব বা তীব্রতা বৃদ্ধি করা।
ঘ) Complicate → জটিল বা কঠিন করা।
Source: Accessible Dictionary, Merriam-Webster Dictionary, Cambridge Dictionary

0
Updated: 1 month ago