A
John Milton
B
S.T. Coleridge
C
John Keats
D
Lord Byron
উত্তরের বিবরণ
Adonais
-
Adonais হলো বিখ্যাত ইংরেজি কবি P. B. Shelley-এর লেখা একটি কবিতা।
-
এটি একটি pastoral elegy বা গ্রামীণ পরিবেশভিত্তিক শোকগাথা, যেখানে কারও মৃত্যুকে কেন্দ্র করে শোক প্রকাশ করা হয়।
-
এই কবিতাটি তিনি লিখেছিলেন তার প্রিয় বন্ধু John Keats-এর মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য।
-
Adonais নামটি এসেছে গ্রীক পুরাণ থেকে; সেখানে তিনি ছিলেন এক তরুণ বীর।
-
কবিতাটিতে দেখা যায়, Keats-এর মৃত্যুতে শুধু মানুষ নয়, প্রকৃতি ও দেবতাদেরকেও শোক প্রকাশে আহ্বান করা হয়েছে।
-
এই কবিতাটি অনেক সময় John Milton এর বিখ্যাত elegy "Lycidas"-এর সাথে তুলনা করা হয়।
P. B. Shelley
-
Percy Bysshe Shelley ছিলেন একজন ইংরেজ রোমান্টিক যুগের কবি।
-
তিনি ভালোবাসা ও সমাজের ন্যায়বিচার নিয়ে কবিতা লিখতেন।
-
তার স্ত্রীর নাম ছিল Mary Shelley, যিনি “Frankenstein” উপন্যাসের লেখিকা।
Shelley-এর কিছু বিখ্যাত রচনা
-
Adonais (শোকগাথা কবিতা)
-
Mont Blanc
-
Ode to the West Wind
-
Ozymandias
-
Peter Bell the Third
-
Prometheus Unbound (নাটক)
-
Queen Mab
-
Rosalind and Helen
-
The Cenci (নাটক)
-
The Cloud
-
The Masque of Anarchy
উৎস: Encyclopedia Britannica

0
Updated: 2 days ago
The play 'Candida' is by-
Created: 2 days ago
A
James Joyce
B
Shakespeare
C
G. B. Shaw
D
Arthur Miller
নাটক ‘Candida’ কে রচনা করেছেন G. B. Shaw
-
‘Candida’ নাটকটি বিখ্যাত নাট্যকার জর্জ বার্নার্ড শ’র লেখা। এই নাটকে মূল চরিত্র তিনটি—Candida, তার স্বামী ধর্মযাজক James Mavor Morell, এবং তরুণ কবি Eugene Marchbanks।
-
কবি Marchbanks মনে করে Candida তার দাম্পত্য জীবনে সুখী নয় এবং সে Candida-র প্রেমে পড়ে।
-
ফলে নাটকটি এক ধরনের ত্রিভুজ প্রেমের গল্প হয়ে দাঁড়ায়, যেখানে Candida-ই কেন্দ্রীয় চরিত্র।
-
এটি মূলত একটি হাস্যরসাত্মক নাটক বা কমেডি।
• মূল চরিত্র
-
Candida
-
Reverend James Mavor Morell
-
Eugene Marchbanks
-
Miss Proserpine Garnett
-
Reverend Alexander (Lexy) Mill
-
Mr. Burgess
• G. B. Shaw (1856–1950)
-
তার পূর্ণ নাম George Bernard Shaw।
-
তিনি একজন আইরিশ (Irish) নাট্যকার এবং সাহিত্য সমালোচক ছিলেন।
-
Shaw আধুনিক যুগের (Modern Period) একজন গুরুত্বপূর্ণ নাট্যকার।
-
তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তিনি 'Drama of Ideas' বা চিন্তাশীল নাটকের জন্য বিখ্যাত।
• G. B. Shaw-এর কিছু বিখ্যাত নাটক
-
Pygmalion – একটি রোমান্টিক নাটক
-
Major Barbara – একটি সামাজিক ব্যঙ্গ নাটক
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man – একটি রোমান্টিক কমেডি
-
Heartbreak House
-
Caesar and Cleopatra
-
Man and Superman – একটি কমেডি নাটক
-
The Doctor’s Dilemma – একটি ব্যঙ্গাত্মক নাটক
-
St. Joan of Arc
তথ্যসূত্র: An ABC of English Literature - Dr. M. Mofizar Rahman, Encyclopedia Britannica, এবং Live MCQ Lecture.

0
Updated: 2 days ago
Riders to the Sea is-
Created: 2 days ago
A
an epic poem
B
a novella
C
a one-act play
D
a theatrical adaptation of a poem
'Riders to the Sea', a one-act play by John Millington Synge.
- John Millington Synge was an Irish dramatist.
- সুতরাং, The one-act play 'Riders to the Sea' is written by an - Irish writer.
• 'Riders to the Sea'
- ১৯০৩ সালে এই playটি প্রকাশিত হয়।
- Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland and is based on a tale Synge heard there.
- It won critical acclaim as one of dramatic literature’s greatest one-act plays.
- Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland.
- Synge মুলত আরান দ্বীপপুঞ্জে শোনা একটি গল্পের উপর ভিত্তি করে তার এই play টি রচনা করেছিলেন।
• Maurya নামক একজন বৃদ্ধ মহিলার জীবনের কঠিন দুঃখ -দুর্দশা এবং বেদনার চিত্র বর্ণিত হয়েছে এই নাটকে , যিনি তার ছোট ছেলে Bartley ছাড়া, পরিবারের সকল পুরুষ সদস্যদের কে সাগরের ঝড়ের মাঝে বিভিন্ন সময়ে হারিয়ে ফেলেছেন.
- কিন্তু শেষ সময়ে দেখা যায় তার ছোট ছেলেটিও সাগরে ডুবেই মারা যায়।
- এই Maurya চরিত্রটিকে সাহিত্য জগতের অন্যতম most ill- fated character হিসেবে বিবেচনা করা হয়।
• Characters from the play -
- Maurya
- Bartley (the youngest son of the family.)
- Cathleen
- Nora (Nora is the daughter of Maurya)
- The Priest.
• John Millington Synge
- তিনি ছিলেন আইরিশ সাহিত্যের নবজাগরণের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, মহান একজন কাব্যিক নাট্যকার যিনি আরান দ্বীপপুঞ্জ এবং পশ্চিম আইরিশ সমুদ্র তীরের কঠোর গ্রামীণ অবস্থাকে পরিশীলিত কারুকার্যের সাথে চিত্রিত করেছেন।
- প্রথমে তিনি একজন 'musician' হবার ইচ্ছা করলেও 1894 সালে তিনি একজন সঙ্গীতজ্ঞ হওয়ার পরিকল্পনা ত্যাগ করেন এবং এর পরিবর্তে English Literature এ মনোনিবেশ করেন।
• উল্লেখযোগ্য সাহিত্য কর্ম -
- In the Shadow of the Glen (1903)
- Riders to the Sea (1904),
- The Well of the Saints (1905),
- The Playboy of the Western World (1907),
- The Tinker's Wedding (1907),
- Deirdre of the Sorrows (1910).
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman and Britannica.

0
Updated: 2 days ago
Sidney believes poetry can make people:
Created: 2 months ago
A
More emotional
B
Good and wise
C
Selfish
D
Superstitious
Sidney বিশ্বাস করতেন যে কবিতা মানুষকে ভালো ও বুদ্ধিমান করতে পারে। কবিতা তাদের মনকে স্পর্শ করে এবং ভালো কাজ করতে উৎসাহিত করে। এটি শিক্ষাদান করে এবং মানুষের চরিত্র গঠনে সাহায্য করে। তাই কবিতা মানুষকে শুধুমাত্র আনন্দ দেয় না, বরং তাদের ভালো ও বুদ্ধিমান বানায়।

0
Updated: 2 months ago