'Restoration period' in English literature refers to -
A
1560
B
1660
C
1760
D
1866
উত্তরের বিবরণ
Restoration Period in English Literature (1660-1700)
-
ইংরেজি সাহিত্যে Restoration Period শুরু হয় ১৬৬০ সালে, যখন ইংল্যান্ডে রাজতন্ত্র পুনঃস্থাপিত হয়। এই যুগের শেষ হয় ১৭০০ সালে।
-
এটি The Neoclassical Period-এর একটি অংশ, অর্থাৎ এটি পুরো নব্য-ধ্রুপদী যুগের ভেতরের একটি ছোট সময়কাল।
-
এই সময়টিকে Restoration Period বলা হয় কারণ রাজা দ্বিতীয় চার্লস (Charles II) পুনরায় সিংহাসনে ফিরে আসার মাধ্যমে ইংরেজ রাজতন্ত্র পুনঃস্থাপিত হয়। এর সঙ্গে সঙ্গে সাহিত্যের ধারাও নতুনভাবে বিকশিত হয়।
-
এই যুগের সবচেয়ে প্রভাবশালী সাহিত্যিক ছিলেন John Dryden। তিনি ছিলেন একজন কবি, নাট্যকার ও সাহিত্য সমালোচক। তাঁর অবদানের জন্য এই সময়কে অনেক সময় "The Age of Dryden"-ও বলা হয়।
Restoration Period-এর গুরুত্বপূর্ণ লেখকরা হলেন
-
John Dryden
-
Samuel Butler
-
John Bunyan
-
William Wycherley
-
William Congreve
-
George Farquhar
Neoclassical Period (1660-1785) তিনটি ভাগে বিভক্ত
-
The Restoration Period (1660-1700)
-
The Augustan Age (1702-1745)
-
The Age of Sensibility (1745-1785)
তথ্যসূত্র: An ABC of English Literature - ড. এম. মফিজার রহমান

0
Updated: 1 month ago
Lord of the Flies is a/an -
Created: 1 week ago
A
play
B
novel
C
poem
D
short story
Lord of the Flies
-
লেখক: William Gerald Golding
-
প্রকাশ: 1954 (লেখকের প্রথম উপন্যাস)
-
মূল বিষয়: মানব প্রকৃতির অন্ধকার দিক, নীতি-নৈতিকতার পতন, বিশৃঙ্খলার মধ্যে বুদ্ধি ও যুক্তির গুরুত্ব
-
কাহিনী:
-
পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় ব্রিটিশ কিশোরদের একটি দ্বীপে পাঠানো হয়
-
প্লেন দুর্ঘটনায় প্রাপ্তবয়স্করা মারা যায়
-
শিশুদের মধ্যে ভয়, নিষ্ঠুরতা ও বর্বরতা জন্ম নেয়
-
ভাল-মন্দের দ্বন্দ্ব ও মানবতার লুকানো বর্বরতা প্রকাশিত হয়
-
-
এই উপন্যাস 1983 সালে লেখকের নোবেল পুরস্কার অর্জনে বিশেষ ভূমিকা রাখে
William Gerald Golding
-
British novelist, dramatist, poet
-
Nobel Prize in Literature: 1983
Other Novels:
-
Pincher Martin
-
Darkness Visible
-
Free Fall
-
The Spire
-
The Inheritors

0
Updated: 1 week ago
I waited for ____ hour at the bus stop.
Created: 3 weeks ago
A
a
B
an
C
the
D
No article
Article এর ব্যবহার:
-
Article ব্যবহারের ক্ষেত্রে সাধারণত শব্দের উচ্চারণ (pronunciation)-এর ওপর নির্ভর করতে হয়।
-
যদি কোনো শব্দের শুরুতে consonant letter থাকে, তবে তার আগে সাধারণত a ব্যবহৃত হয়।
-
তবে, কোনো consonant letter-এর উচ্চারণ vowel sound-এর মতো হলে সেখানে a নয়, বরং an ব্যবহৃত হয়। যেমন: an MA।
-
আবার, কোনো শব্দ h দিয়ে শুরু হলে এবং সেটির উচ্চারণ h-এর মতো শোনা গেলে তার আগে a বসে। কিন্তু যদি h উচ্চারিত না হয় বা অন্য কোনো vowel sound শোনা যায়, তবে তার আগে an বসে।
-
উদাহরণ: a horse, a historian, an honest man, an hour।
Complete sentence:
👉 I waited for an hour at the bus stop.

0
Updated: 3 weeks ago
'Man and Superman' is written by:
Created: 1 month ago
A
George Bernard Shaw
B
Samuel Beckett
C
Oscar Wilde
D
Bertrand Russell
‘Man and Superman’ নাটকটির লেখক হলেন জর্জ বার্নার্ড শ (George Bernard Shaw)।
সংক্ষিপ্ত বিবরণ:
-
প্রকাশিত: ১৯০৩
-
ধরণ: Philosophical Comedy / Drama
-
বিষয়বস্তু: মানবজীবনের উদ্দেশ্য, বিবর্তন, প্রেম, বিবাহ এবং সামাজিক বাধা; মানুষের উচ্চতর আদর্শ ও নৈতিকতা
-
বিখ্যাত অংশ: Don Juan in Hell — যেখানে Shaw আত্মা, নরক ও সমাজনীতি নিয়ে দার্শনিক ভাবনা তুলে ধরেছেন
George Bernard Shaw (1856–1950):
-
Irish playwright, critic, এবং সমাজতান্ত্রিক চিন্তাবিদ
-
সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত (১৯২৫)
-
নাটকগুলোতে সামাজিক অবিচার, রাজনীতি ও ধর্মীয় দ্বন্দ্বের সমালোচনা স্পষ্টভাবে লক্ষ্য করা যায়
বিখ্যাত নাটকসমূহ:
-
Pygmalion
-
Man and Superman
-
Saint Joan
-
Major Barbara
-
Arms and the Man
উত্তর: George Bernard Shaw

0
Updated: 1 month ago