A
1560
B
1660
C
1760
D
1866
উত্তরের বিবরণ
Restoration Period in English Literature (1660-1700)
-
ইংরেজি সাহিত্যে Restoration Period শুরু হয় ১৬৬০ সালে, যখন ইংল্যান্ডে রাজতন্ত্র পুনঃস্থাপিত হয়। এই যুগের শেষ হয় ১৭০০ সালে।
-
এটি The Neoclassical Period-এর একটি অংশ, অর্থাৎ এটি পুরো নব্য-ধ্রুপদী যুগের ভেতরের একটি ছোট সময়কাল।
-
এই সময়টিকে Restoration Period বলা হয় কারণ রাজা দ্বিতীয় চার্লস (Charles II) পুনরায় সিংহাসনে ফিরে আসার মাধ্যমে ইংরেজ রাজতন্ত্র পুনঃস্থাপিত হয়। এর সঙ্গে সঙ্গে সাহিত্যের ধারাও নতুনভাবে বিকশিত হয়।
-
এই যুগের সবচেয়ে প্রভাবশালী সাহিত্যিক ছিলেন John Dryden। তিনি ছিলেন একজন কবি, নাট্যকার ও সাহিত্য সমালোচক। তাঁর অবদানের জন্য এই সময়কে অনেক সময় "The Age of Dryden"-ও বলা হয়।
Restoration Period-এর গুরুত্বপূর্ণ লেখকরা হলেন
-
John Dryden
-
Samuel Butler
-
John Bunyan
-
William Wycherley
-
William Congreve
-
George Farquhar
Neoclassical Period (1660-1785) তিনটি ভাগে বিভক্ত
-
The Restoration Period (1660-1700)
-
The Augustan Age (1702-1745)
-
The Age of Sensibility (1745-1785)
তথ্যসূত্র: An ABC of English Literature - ড. এম. মফিজার রহমান

0
Updated: 2 days ago
Sidney believed that poetry teaches better than:
Created: 2 months ago
A
Music and art
B
Mathematics
C
Philosophy and history
D
Religion
Sidney বিশ্বাস করতেন যে কবিতা দর্শন (philosophy) এবং ইতিহাসের চেয়ে বেশি ভালো শেখায়। কারণ দর্শন অনেক সময় কঠিন এবং Abstract (ধারণাগত) হয়, যা সাধারণ মানুষ বুঝতে পারে না। ইতিহাস শুধু সত্য ঘটনা বলে, কিন্তু ভালো বা খারাপ আচরণের স্পষ্ট শিক্ষা দেয় না। তবে কবিতা গল্প এবং চরিত্রের মাধ্যমে সহজে এবং ভালোভাবে শিক্ষা দেয়। কবিতা মানুষকে ভালো হতে এবং বদলাতে সাহায্য করে, যা দর্শন এবং ইতিহাস একসাথে করতে পারে না। তাই Sidney-এর মতে, কবিতা দর্শন এবং ইতিহাসের চেয়ে ভালো শিক্ষাদান করে।

0
Updated: 2 months ago
The play 'Candida' is by-
Created: 2 days ago
A
James Joyce
B
Shakespeare
C
G. B. Shaw
D
Arthur Miller
নাটক ‘Candida’ কে রচনা করেছেন G. B. Shaw
-
‘Candida’ নাটকটি বিখ্যাত নাট্যকার জর্জ বার্নার্ড শ’র লেখা। এই নাটকে মূল চরিত্র তিনটি—Candida, তার স্বামী ধর্মযাজক James Mavor Morell, এবং তরুণ কবি Eugene Marchbanks।
-
কবি Marchbanks মনে করে Candida তার দাম্পত্য জীবনে সুখী নয় এবং সে Candida-র প্রেমে পড়ে।
-
ফলে নাটকটি এক ধরনের ত্রিভুজ প্রেমের গল্প হয়ে দাঁড়ায়, যেখানে Candida-ই কেন্দ্রীয় চরিত্র।
-
এটি মূলত একটি হাস্যরসাত্মক নাটক বা কমেডি।
• মূল চরিত্র
-
Candida
-
Reverend James Mavor Morell
-
Eugene Marchbanks
-
Miss Proserpine Garnett
-
Reverend Alexander (Lexy) Mill
-
Mr. Burgess
• G. B. Shaw (1856–1950)
-
তার পূর্ণ নাম George Bernard Shaw।
-
তিনি একজন আইরিশ (Irish) নাট্যকার এবং সাহিত্য সমালোচক ছিলেন।
-
Shaw আধুনিক যুগের (Modern Period) একজন গুরুত্বপূর্ণ নাট্যকার।
-
তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তিনি 'Drama of Ideas' বা চিন্তাশীল নাটকের জন্য বিখ্যাত।
• G. B. Shaw-এর কিছু বিখ্যাত নাটক
-
Pygmalion – একটি রোমান্টিক নাটক
-
Major Barbara – একটি সামাজিক ব্যঙ্গ নাটক
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man – একটি রোমান্টিক কমেডি
-
Heartbreak House
-
Caesar and Cleopatra
-
Man and Superman – একটি কমেডি নাটক
-
The Doctor’s Dilemma – একটি ব্যঙ্গাত্মক নাটক
-
St. Joan of Arc
তথ্যসূত্র: An ABC of English Literature - Dr. M. Mofizar Rahman, Encyclopedia Britannica, এবং Live MCQ Lecture.

0
Updated: 2 days ago
Iambic Pentameter is most closely associated with which writer?
Created: 13 hours ago
A
William Blake
B
William Shakespeare
C
Samuel Beckett
D
Charles Dickens

0
Updated: 13 hours ago