P.B. Shelley's 'Adonais' is an elegy on the death of-
A
John Milton
B
S.T. Coleridge
C
John Keats
D
Lord Byron
উত্তরের বিবরণ
Adonais
-
Adonais হলো বিখ্যাত ইংরেজি কবি P. B. Shelley-এর লেখা একটি কবিতা।
-
এটি একটি pastoral elegy বা গ্রামীণ পরিবেশভিত্তিক শোকগাথা, যেখানে কারও মৃত্যুকে কেন্দ্র করে শোক প্রকাশ করা হয়।
-
এই কবিতাটি তিনি লিখেছিলেন তার প্রিয় বন্ধু John Keats-এর মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য।
-
Adonais নামটি এসেছে গ্রীক পুরাণ থেকে; সেখানে তিনি ছিলেন এক তরুণ বীর।
-
কবিতাটিতে দেখা যায়, Keats-এর মৃত্যুতে শুধু মানুষ নয়, প্রকৃতি ও দেবতাদেরকেও শোক প্রকাশে আহ্বান করা হয়েছে।
-
এই কবিতাটি অনেক সময় John Milton এর বিখ্যাত elegy "Lycidas"-এর সাথে তুলনা করা হয়।
P. B. Shelley
-
Percy Bysshe Shelley ছিলেন একজন ইংরেজ রোমান্টিক যুগের কবি।
-
তিনি ভালোবাসা ও সমাজের ন্যায়বিচার নিয়ে কবিতা লিখতেন।
-
তার স্ত্রীর নাম ছিল Mary Shelley, যিনি “Frankenstein” উপন্যাসের লেখিকা।
Shelley-এর কিছু বিখ্যাত রচনা
-
Adonais (শোকগাথা কবিতা)
-
Mont Blanc
-
Ode to the West Wind
-
Ozymandias
-
Peter Bell the Third
-
Prometheus Unbound (নাটক)
-
Queen Mab
-
Rosalind and Helen
-
The Cenci (নাটক)
-
The Cloud
-
The Masque of Anarchy
উৎস: Encyclopedia Britannica
0
Updated: 3 months ago
'Mirabell' is the male protagonist of-
Created: 1 month ago
A
As You Like It
B
A Pair of Blue Eyes
C
The Way of the World
D
Pride and Prejudice
“Mirabell” হলো William Congreve-এর নাটক The Way of the World এর বিখ্যাত পুরুষ প্রধান চরিত্র।
-
The Way of the World:
-
William Congreve রচিত 5 acts বিশিষ্ট একটি নাটক।
-
প্রথম প্রকাশিত 1700 সালে।
-
এটি Comedy of Manners ধারার নাটক, যা তৎকালীন সমাজব্যবস্থা, রীতিনীতি এবং বিশেষ করে প্রেম ও বিবাহ সম্পর্কিত বিষয়গুলোকে উপহাসের মাধ্যমে উপস্থাপন করে।
-
কাহিনী কেন্দ্র করে Millamant এবং Mirabell-এর প্রচেষ্টা, Millamant-এর aunt-এর অনুমতি নিয়ে তাদের বিবাহ সম্পন্ন করার জন্য।
-
নাটকে বিভিন্ন ভুল বোঝাবুঝি, ষড়যন্ত্র এবং হাস্যরসের মাধ্যমে গল্প এগিয়ে চলে।
-
-
Main Characters:
-
Mirabell (male protagonist)
-
Millamant (female protagonist)
-
Fainall, Marwood, Lady Wishfort, Mrs. Arabella Fainall, Petulant ইত্যাদি।
-
-
William Congreve (1670–1729):
-
Restoration Period-এর একজন স্বনামধন্য নাট্যকার।
-
বিশেষভাবে পরিচিত Comedy of Manners-এর জন্য।
-
তার নাটকে চমৎকার comic dialogue, লিঙ্গসংক্রান্ত ব্যঙ্গ ও সমাজের ভণ্ডামি ফুটে ওঠে।
-
-
Famous Plays:
-
Love for Love
-
The Way of the World
-
The Double Dealer
-
The Old Bachelor
-
0
Updated: 1 month ago
"Sense and Sensibility" was written by -
Created: 1 month ago
A
Charles Dickens
B
G. B. Shaw
C
Emily Bronte
D
Jane Austen
Sense and Sensibility হলো Jane Austen–এর রচিত অন্যতম জনপ্রিয় সামাজিক রোমান্টিক উপন্যাস। এটি প্রথম প্রকাশিত হয় ১৮১১ সালে। কাহিনিটি মূলত দুই বোন Elinor Dashwood এবং Marianne Dashwood–এর জীবন, প্রেম, সামাজিক বাঁধা এবং ব্যক্তিগত পরিপক্কতার মধ্য দিয়ে অগ্রসর হয়।
সারসংক্ষেপ
-
পিতার মৃত্যুর পর Dashwood পরিবার সম্পত্তি হারায়, কারণ সে সময় ইংরেজ সমাজে নারীরা উত্তরাধিকারী হতে পারত না।
-
এই অবস্থায় Elinor ও Marianne জীবনের কঠিন বাস্তবতা, প্রেম এবং সামাজিক সীমাবদ্ধতার মুখোমুখি হয়।
-
Elinor প্রেমে পড়ে Edward Ferrars–এর, যিনি পারিবারিক ও সামাজিক দ্বিধায় আবদ্ধ ছিলেন।
-
Marianne প্রেমে পড়ে আকর্ষণীয় কিন্তু বিশ্বাসঘাতক John Willoughby–এর।
-
শেষ পর্যন্ত Marianne উপলব্ধি করে প্রকৃত ভালোবাসা মানে দায়িত্বশীলতা ও সততা, এবং সে বাস্তববাদী ও সৎ Colonel Brandon–কে গ্রহণ করে।
Some Famous Quotes from the Novel
-
Money can only give happiness where there is nothing else to give it.
-
To wish was to hope, and to hope was to expect.
-
Know your own happiness.
Jane Austen (1775–1817)
-
তিনি একজন খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক।
-
তিনি উপন্যাসকে আধুনিক চরিত্র প্রদান করেছিলেন, যেখানে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের গল্পকে সাহিত্যিক মর্যাদায় উন্নীত করেন।
-
তাঁর উপন্যাসগুলো ছিল "Novel of Manners" ধারার অন্তর্গত, যা সামাজিক আচার–আচরণ, প্রেম ও মানবসম্পর্ককে কেন্দ্র করে রচিত।
-
মৃত্যুর পরও তাঁর রচনাগুলো দুই শতাব্দীরও বেশি সময় ধরে পাঠকপ্রিয়তা ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছে।
Some Notable Works
-
Sense and Sensibility
-
Pride and Prejudice
-
Mansfield Park
-
Emma
-
Persuasion
-
Northanger Abbey
0
Updated: 1 month ago
Shakespeare was not a/an-
Created: 1 month ago
A
Actor
B
Novelist
C
Playwright
D
Poet
William Shakespeare – Poet, Dramatist, Actor (Not a Novelist)
১. পরিচিতি
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
পরিচিতি:
-
English poet, dramatist, actor
-
Bard of Avon
-
English National Poet
-
Dr. Samuel Johnson-এর মতে, Poet of Human Nature
-
-
মোট সাহিত্যকর্ম: ১৫৪টি Sonnet, ৩৭টি Drama
২. উল্লেখযোগ্য কাজসমূহ
Tragedy:
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
Comedy:
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
A Midsummer Night’s Dream
Famous Poems / Long Poems:
-
Shall I Compare Thee to a Summer’s Day (Sonnet 18)
-
The Rape of Lucrece
-
Venus and Adonis
৩. গুরুত্বপূর্ণ তথ্য
-
Shakespeare কখনো কোনো নভেল লিখেননি।
-
তার প্রধান সাফল্য নাটক ও কবিতার মাধ্যমে।
0
Updated: 1 month ago