______ combines multiple signals over a single medium by assigning different time slots.
A
FDM
B
TDM
C
WDM
D
SDM
উত্তরের বিবরণ
Answer: খ)
TDM (Time Division Multiplexing)
Explanation:
Multiplexing is a technique to combine multiple signals over a single
communication medium.

0
Updated: 2 days ago
______ replaces the page that has not been used for the longest time:
Created: 2 days ago
A
MRU
B
LRU
C
FIFO
D
LIFO
LRU (Least Recently Used) হলো একটি বহুল ব্যবহৃত page replacement algorithm, যা virtual memory management-এ পেজ স্যাপিংয়ের সময় কোন পেজটি মেমরি থেকে সরাতে হবে তা নির্ধারণ করে।
মূল তথ্যসমূহ:
-
মূল ধারণা: যে পেজটি সবচেয়ে দীর্ঘ সময় ধরে ব্যবহৃত হয়নি, সেটিই ভবিষ্যতেও শিগগিরই ব্যবহৃত হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম—এই নীতির ভিত্তিতেই LRU কাজ করে।
-
কার্যপ্রণালি:
-
মেমরিতে প্রতিটি পেজের ব্যবহারের সময় ট্র্যাক করা হয়।
-
যখন নতুন পেজ লোড করার দরকার হয় এবং জায়গা ফুরিয়ে যায়, তখন সবচেয়ে আগে ব্যবহৃত পেজটি (least recently used) মুছে ফেলা হয়।
-
-
ব্যবহারক্ষেত্র: এটি operating system-এর paging mechanism-এ ব্যবহৃত হয়, কারণ এটি বাস্তব ব্যবহারের ধারা (access pattern) অনুযায়ী বেশ কার্যকর।
ভুল বিকল্পসমূহ:
-
ক) MRU (Most Recently Used): সবচেয়ে সম্প্রতি ব্যবহৃত পেজটি মুছে ফেলে; এটি LRU-এর বিপরীত নীতি অনুসরণ করে।
-
গ) FIFO (First In First Out): পেজ ব্যবহারের সময় বিবেচনা না করে, প্রথমে প্রবেশ করা পেজটি মুছে ফেলে।
-
ঘ) LIFO (Last In First Out): সবচেয়ে সম্প্রতি যোগ করা পেজটি মুছে ফেলে; এটি বাস্তব ব্যবস্থায় খুব কম ব্যবহৃত হয়।
অতএব, সবচেয়ে দীর্ঘ সময় ধরে ব্যবহৃত হয়নি এমন পেজ প্রতিস্থাপন করে যে অ্যালগরিদমটি কাজ করে, সেটি হলো খ) LRU (Least Recently Used)।

0
Updated: 2 days ago
A primary key:
Created: 2 days ago
A
Can have NULL
B
Uniquely identifies each row
C
Must be a foreign key
D
Can have duplicates
Primary key হলো একটি ডাটাবেস টেবিলের এমন কলাম (বা কলামসমষ্টি) যা প্রতিটি সারিকে অনন্যভাবে শনাক্ত (uniquely identify) করে। এটি ডেটার অখণ্ডতা (data integrity) বজায় রাখতে এবং টেবিলের প্রতিটি রেকর্ডকে স্বতন্ত্র রাখার জন্য অপরিহার্য।
বিস্তারিতভাবে:
-
Uniqueness: কোনো দুইটি সারির primary key-এর মান কখনো এক হতে পারে না।
-
No NULL allowed: প্রতিটি সারিতে primary key-এর মান অবশ্যই থাকতে হবে, অর্থাৎ NULL অনুমোদিত নয়।
-
Reference: অন্য টেবিলে এটি foreign key হিসেবে উল্লেখ করা যেতে পারে, তবে এটি বাধ্যতামূলক নয়।
-
No Duplicates: primary key ডুপ্লিকেট মান গ্রহণ করে না, ফলে প্রতিটি রেকর্ডকে নির্ভুলভাবে চিহ্নিত করা যায়।
ভুল বিকল্পগুলো:
-
(ক) NULL থাকতে পারে → ভুল; primary key কখনো NULL হয় না।
-
(গ) অবশ্যই foreign key হতে হবে → এটি বাধ্যতামূলক নয়।
-
(ঘ) ডুপ্লিকেট থাকতে পারে → ভুল; primary key সর্বদা ইউনিক হয়।
অতএব, primary key-এর মূল কাজ হলো প্রতিটি সারিকে অনন্যভাবে শনাক্ত করা।

0
Updated: 2 days ago
The minimum number of NAND gates required to implement an OR gate is:
Created: 2 days ago
A
1
B
2
C
3
D
4
Answer: গ)
3
Explanation:

0
Updated: 2 days ago