'The Sun Also Rises' is a novel written by-
A
Charles Dickens
B
Herman Melville
C
Earnest Hemingway
D
Thomas Hardy
উত্তরের বিবরণ
The Sun Also Rises (উপন্যাস)
-
'The Sun Also Rises' উপন্যাসটি Ernest Hemingway এর লেখা। এটি তার প্রথম গুরুত্বপূর্ণ উপন্যাস, যা তাকে একজন সফল ঔপন্যাসিক হিসেবে পরিচিত করে তোলে।
-
প্রকাশকাল: ১৯২৬ সাল।
-
বিকল্প নাম: Fiesta নামে উপন্যাসটি লন্ডনে প্রকাশিত হয়েছিল।
-
উপন্যাসটিতে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের তরুণ সমাজ—যাদের “Lost Generation” বলা হয়—তাদের জীবনের বিশৃঙ্খলা, হতাশা এবং যুদ্ধ-পরবর্তী মানসিক অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে।
-
কাহিনী মূলত স্পেন ও প্যারিস-কে ঘিরে আবর্তিত হয়েছে।
মূল চরিত্রসমূহ:
-
Jake Barnes – উপন্যাসের প্রধান চরিত্র, যুদ্ধের কারণে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত।
-
Lady Brett Ashley – স্বাধীনচেতা এবং Jake-এর প্রেমিকা।
-
Robert Cohn – এক সাবেক বক্সার ও Jake-এর বন্ধু।
-
Bill Gorton – হাস্যরসপ্রিয় চরিত্র এবং Jake-এর বন্ধু।
-
Mike Campbell – Brett-এর প্রেমিক।
-
Pedro Romero – তরুণ ও প্রতিভাবান বুলফাইটার।
-
Montoya – স্পেনের বুলফাইটিং হোটেলের মালিক।
-
Frances Clyne – Robert Cohn-এর বান্ধবী।
Ernest Hemingway সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য
-
জন্ম: ১৮৯৯, ইলিনয়, আমেরিকা।
-
পেশা: প্রধানত ঔপন্যাসিক হিসেবে খ্যাতি অর্জন করেন।
-
তার সংক্ষিপ্ত, সহজ এবং প্রভাবশালী লেখার ধরণ ২০ শতকের ইংরেজি সাহিত্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।
তার বিখ্যাত উপন্যাসসমূহ
-
The Sun Also Rises
-
A Farewell to Arms
-
The Old Man and the Sea
-
Green Hills of Africa
উল্লেখযোগ্য যে, "The Sun is Rising" শিরোনামে John Donne-এর একটি বিখ্যাত কবিতাও রয়েছে, যা এই উপন্যাসের সঙ্গে সম্পর্কিত নয়।
তথ্যসূত্র:Encyclopedia Britannica
0
Updated: 3 months ago
"Barabas" and "Abigail" are characters in which famous play?
Created: 1 month ago
A
The Jew of Malta
B
Doctor Faustus
C
The Duchess of Malfi
D
Volpone
উত্তর হবে The Jew of Malta, যেখানে চরিত্র Barabas এবং Abigail দেখা যায়।
The Jew of Malta
-
এটি ৫ অঙ্কের একটি Tragedy, যা Blank Verse-এ রচিত Revenge Tragedy।
-
প্রথম প্রকাশিত হয় ১৬৩৩ সালে।
-
ধারণা করা হয়, Shakespeare এ নাটকটি পড়ে তাঁর The Merchant of Venice রচনা করেছেন।
সারসংক্ষেপ
-
নাটকটি মূলত ইহুদি ধনাধ্যায়ী Barabas-এর প্রতিশোধের কাহিনি।
-
মাল্টার খ্রিস্টান গভর্নর তুর্কিদের দাবিকৃত শুল্ক আদায়ের জন্য মাল্টার ইহুদি ব্যক্তিদের সম্পত্তির অর্ধেক জব্দ করেন।
-
Barabas প্রতিবাদ করলেও তার সম্পদ পুরোপুরি জব্দ হয়ে যায়।
-
প্রতিশোধ নিতে Barabas শত্রুদের ধ্বংসের পরিকল্পনা করেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেই বিশ্বাসঘাতকতার শিকার হন এবং সেই মৃত্যু ভোগ করেন যা তিনি শত্রুদের জন্য পরিকল্পনা করেছিলেন।
প্রধান চরিত্রসমূহ
-
Barabas (প্রধান চরিত্র)
-
Abigail
-
Ithamore
-
Machevill
-
Katherine ইত্যাদি
Christopher Marlowe
-
তিনি Elizabethan Period-এর একজন কবি এবং নাট্যকার।
-
পরিচিতি: “Father of English Tragedy” এবং University Wit।
উল্লেখযোগ্য রচনাসমূহ
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great
-
Dido, Queen of Carthage (প্রথম নাটক)
0
Updated: 1 month ago
Which period is "William Wordsworth" associated with?
Created: 1 month ago
A
Neoclassical Period
B
Romantic Period
C
Victorian Period
D
Modern Period
সঠিক উত্তর হলো Romantic Period।
-
William Wordsworth
-
জন্ম: April 7, 1770, Cockermouth, Cumberland, England
-
সাহিত্য জীবনের শুরুতে The French Revolution দ্বারা অনুপ্রাণিত, যা তার কবিতায় প্রকাশ পেয়েছে
-
তার কিছু উল্লেখযোগ্য কাজ: London 1802 এবং ট্র্যাজেডি The Borderers, যেখানে French Revolution-এর প্রভাব লক্ষ্য করা যায়
-
তাকে বলা হয় The Father of the Romantic Age
-
A Preface to Lyrical Ballads (Samuel Taylor Coleridge-এর সঙ্গে যৌথ প্রকাশনা) ইংরেজি সাহিত্যে Romantic যুগের সূচনা করে
-
Lake Poet নামে পরিচিত, কারণ তার বাল্যকাল কেটেছে England-এর Lake District এলাকায়
-
১৮৪৩ সালে Poet Laureate হিসেবে সম্মানিত হন
-
-
Notable Works:
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey
-
Lyrical Ballads
-
Michael
-
Ode: Intimations of Immortality
-
Peter Bell
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
The Ruined Cottage
-
The Solitary Reaper
-
Rainbow
-
Lucy poems, ইত্যাদি
-
-
উপাধি:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
-
0
Updated: 1 month ago
'Walking is beneficial to a healthy life.' Here 'walking' is a/an-
Created: 1 month ago
A
participle
B
gerund
C
infinitive
D
verbal noun
'Walking is beneficial to a healthy life.' এই বাক্যে "walking" হলো একটি Gerund, কারণ এটি বাক্যের subject হিসেবে ব্যবহার হয়েছে এবং noun-এর মতো কাজ করছে, যদিও এর মূল শব্দটি একটি verb। Gerund হলো এমন একটি verb form যা noun-এর কাজও করতে পারে, অর্থাৎ এটি verb এবং noun-এর সমন্বয়।
-
Gerund:
-
Verb-এর সাথে -ing যুক্ত হলে এবং noun-এর মতো ব্যবহার হলে তাকে Gerund বলা হয়।
-
এটি একটি double part of speech, যা একই সঙ্গে noun এবং verb-এর বৈশিষ্ট্য ধারণ করে।
-
-
Gerund ব্যবহৃত হয়:
-
Subject বা object হিসেবে
-
Preposition-এর object হিসেবে
-
Verb-এর complement হিসেবে
-
Compound noun হিসেবে
-
-
Other options:
-
Participle: সাধারণত verb-এর -ing আকার যা adjective-এর কাজ করে।
-
উদাহরণ: The walking man is my father. → এখানে "walking" মানে "যে হাঁটছে", এটি adjective-এর কাজ করছে।
-
-
Infinitive: verb-এর to + base form (যেমন to walk), যা এখানে প্রযোজ্য নয় কারণ "walking" infinitive নয়।
-
Verbal Noun: verb + -ing এর পূর্বে the এবং পরে of থাকলে এটি Verbal Noun।
-
উদাহরণ: The writing of a good letter is very different. → এখানে writing Verbal Noun, কারণ এর পূর্বে "the" এবং পরে "of" আছে।
-
-
এইভাবে, প্রদত্ত বাক্যে "walking" subject হওয়ায় এবং noun-এর মতো ব্যবহার হওয়ায় এটি স্পষ্টভাবে Gerund।
0
Updated: 1 month ago