'Restoration period' in English literature refers to -
A
1560
B
1660
C
1760
D
1866
উত্তরের বিবরণ
Restoration Period in English Literature (1660-1700)
-
ইংরেজি সাহিত্যে Restoration Period শুরু হয় ১৬৬০ সালে, যখন ইংল্যান্ডে রাজতন্ত্র পুনঃস্থাপিত হয়। এই যুগের শেষ হয় ১৭০০ সালে।
-
এটি The Neoclassical Period-এর একটি অংশ, অর্থাৎ এটি পুরো নব্য-ধ্রুপদী যুগের ভেতরের একটি ছোট সময়কাল।
-
এই সময়টিকে Restoration Period বলা হয় কারণ রাজা দ্বিতীয় চার্লস (Charles II) পুনরায় সিংহাসনে ফিরে আসার মাধ্যমে ইংরেজ রাজতন্ত্র পুনঃস্থাপিত হয়। এর সঙ্গে সঙ্গে সাহিত্যের ধারাও নতুনভাবে বিকশিত হয়।
-
এই যুগের সবচেয়ে প্রভাবশালী সাহিত্যিক ছিলেন John Dryden। তিনি ছিলেন একজন কবি, নাট্যকার ও সাহিত্য সমালোচক। তাঁর অবদানের জন্য এই সময়কে অনেক সময় "The Age of Dryden"-ও বলা হয়।
Restoration Period-এর গুরুত্বপূর্ণ লেখকরা হলেন
-
John Dryden
-
Samuel Butler
-
John Bunyan
-
William Wycherley
-
William Congreve
-
George Farquhar
Neoclassical Period (1660-1785) তিনটি ভাগে বিভক্ত
-
The Restoration Period (1660-1700)
-
The Augustan Age (1702-1745)
-
The Age of Sensibility (1745-1785)
তথ্যসূত্র: An ABC of English Literature - ড. এম. মফিজার রহমান
0
Updated: 3 months ago
Major Barbara was written by -
Created: 2 months ago
A
Christopher Marlowe
B
Ernest Hemingway
C
W. B. Yeats
D
G. B. Shaw
✦ Major Barbara (নাটক)
-
লেখক: George Bernard Shaw
-
ধরণ: Social Satire
-
সংখ্যা অধ্যায়: ৩ (3 Acts)
-
লিখিতকাল: ১৯০৫
-
প্রকাশকাল: ১৯০৭
-
কাহিনি সংক্ষেপ:
-
কেন্দ্রীয় চরিত্র: Barbara Undershaft
-
লন্ডনের Salvation Army-তে Major হিসেবে কাজ করে দরিদ্রদের সাহায্য করে।
-
✦ George Bernard Shaw (১৮৫৬–১৯৫০)
-
পরিচয়: আইরিশ Playwright এবং Critic
-
খ্যাতি:
-
The greatest modern English dramatist
-
The father of modern English literature
-
-
পুরস্কার: ১৯২৫ সালে Nobel Prize in Literature
✦ বিখ্যাত নাটকসমূহ
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra (Play/Tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama/play, Epilogue)
-
St. Joan of Arc
0
Updated: 2 months ago
Which is the most important part of a letter?
Created: 2 months ago
A
The address of the receiver
B
Body of the Letter
C
Heading
D
The signature of the writer
Parts of a Letter
-
Heading (শিরোনাম)
-
লেখকের পূর্ণ ঠিকানা ও তারিখ চিঠির ডানদিকে, উপরের অংশে লেখা হয়।
-
-
Salutation (সম্ভাষণ/সম্বোধন)
-
যে ব্যক্তিকে চিঠি লেখা হচ্ছে তাকে সম্বোধন করে লেখা হয়।
-
অবস্থান: বামদিকে, Heading থেকে নিচে, Capital Letter দিয়ে শুরু, শেষে কমা।
-
উদাহরণ:
-
আত্মীয়: My dear Father,
-
বন্ধু: My dear Karim,
-
অপরিচিত: Sir, Madam,
-
ব্যবসায়ী/সরকারি: Dear Sir, Gentlemen,
-
-
-
Subject (চিঠির মূল বিষয়)
-
সম্ভাষণের নিচে, সাধারণত মার্জিনে সংক্ষেপে মূল বক্তব্য উল্লেখ করতে হয়।
-
-
Body of the Letter (মূল অংশ)
-
চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
-
বিস্তারিত বক্তব্য থাকে; একটি বা একাধিক Paragraph-এ লেখা হয়।
-
প্রতিটি Paragraph Capital Letter দিয়ে শুরু হয়।
-
সম্ভাষণের নিচে সামান্য ডানদিকে সরিয়ে শুরু করতে হয়।
-
-
Subscription (বিদায় বক্তব্য)
-
মূল চিঠি শেষ হওয়ার পরে, শেষ লাইনের ঠিক নিচে এবং ডানদিকে লেখকের দস্তখতের উপরে লেখা হয়।
-
উদাহরণ:
-
আত্মীয়: Your affectionate son,
-
বন্ধু: Yours sincerely,
-
অপরিচিত: Yours truly, Yours faithfully,
-
শিক্ষক: Your most obedient pupil,
-
-
-
Signature (দস্তখত/স্বাক্ষর)
-
Subscription-এর নিচে, ডানদিকে লেখকের স্বাক্ষর করা হয়।
-
-
Superscription (প্রাপকের ঠিকানা)
-
প্রাপকের পূর্ণ নাম, উপাধি এবং ঠিকানা লেখা হয়।
-
Source: BBS Program, Bangladesh Open University
0
Updated: 2 months ago
Which word is an antonym of "obdurate"?
Created: 1 month ago
A
Obstinate
B
Tractable
C
Obvious
D
Obscurity
Obdurate একটি adjective, যা বোঝায় কোনো ব্যক্তি বা তার আচরণ অত্যন্ত একগুঁয়ে, অনমনীয় এবং অন্যের পরামর্শ বা দাবি অগ্রাহ্য করে। এটি সাধারণত stubborn বা uncompromising স্বভাবকে নির্দেশ করে।
-
Obdurate (adjective)
English Meaning: Extremely determined to act in a particular way and not to change despite what anyone else says
Bangla Meaning: (আনুষ্ঠানিক) একগুঁয়ে; অনমনীয়; অনুশোচনাহীন -
Correct Answer (Antonym): Tractable (সহজে নিয়ন্ত্রণযোগ্য)
-
Synonyms: Stubborn (একগুঁয়ে; জেদি), Obstinate (একগুঁয়ে; জেদি), Uncompromising (আপসহীন; অনমনীয়; অটল), Cussed (বেয়াড়া; হতচ্ছাড়া), Refractory (অদম্য; নিয়ন্ত্রণ অযোগ্য)
-
Antonyms: Amenable (বাধ্য; অনুগত), Complaisant (সৌজন্যপূর্ণ), Malleable (যে কোনো অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়া যায়; নমনীয়), Tractable (সহজে নিয়ন্ত্রণযোগ্য), Docile (নিরীহ; বিনয়ী)
-
Other Forms:
-
Obdurately (adverb)
-
Obduracy (noun)
-
-
Other Options:
-
Obvious (স্পষ্ট; পরিষ্কার; সোজা)
-
Obscurity (অখ্যাতি)
-
-
Example Sentences:
-
The president remains obdurate on immigration.
-
The child's misery would move even the most obdurate heart.
-
-
Source:
0
Updated: 1 month ago