The play 'Candida' is by-
A
James Joyce
B
Shakespeare
C
G. B. Shaw
D
Arthur Miller
উত্তরের বিবরণ
নাটক ‘Candida’ কে রচনা করেছেন G. B. Shaw
-
‘Candida’ নাটকটি বিখ্যাত নাট্যকার জর্জ বার্নার্ড শ’র লেখা। এই নাটকে মূল চরিত্র তিনটি—Candida, তার স্বামী ধর্মযাজক James Mavor Morell, এবং তরুণ কবি Eugene Marchbanks।
-
কবি Marchbanks মনে করে Candida তার দাম্পত্য জীবনে সুখী নয় এবং সে Candida-র প্রেমে পড়ে।
-
ফলে নাটকটি এক ধরনের ত্রিভুজ প্রেমের গল্প হয়ে দাঁড়ায়, যেখানে Candida-ই কেন্দ্রীয় চরিত্র।
-
এটি মূলত একটি হাস্যরসাত্মক নাটক বা কমেডি।
• মূল চরিত্র
-
Candida
-
Reverend James Mavor Morell
-
Eugene Marchbanks
-
Miss Proserpine Garnett
-
Reverend Alexander (Lexy) Mill
-
Mr. Burgess
• G. B. Shaw (1856–1950)
-
তার পূর্ণ নাম George Bernard Shaw।
-
তিনি একজন আইরিশ (Irish) নাট্যকার এবং সাহিত্য সমালোচক ছিলেন।
-
Shaw আধুনিক যুগের (Modern Period) একজন গুরুত্বপূর্ণ নাট্যকার।
-
তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তিনি 'Drama of Ideas' বা চিন্তাশীল নাটকের জন্য বিখ্যাত।
• G. B. Shaw-এর কিছু বিখ্যাত নাটক
-
Pygmalion – একটি রোমান্টিক নাটক
-
Major Barbara – একটি সামাজিক ব্যঙ্গ নাটক
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man – একটি রোমান্টিক কমেডি
-
Heartbreak House
-
Caesar and Cleopatra
-
Man and Superman – একটি কমেডি নাটক
-
The Doctor’s Dilemma – একটি ব্যঙ্গাত্মক নাটক
-
St. Joan of Arc
তথ্যসূত্র: An ABC of English Literature - Dr. M. Mofizar Rahman, Encyclopedia Britannica, এবং Live MCQ Lecture.
1
Updated: 3 months ago
"What time is it?"
In this sentence, 'What' is a/an-
Created: 4 weeks ago
A
Adverb
B
Pronoun
C
Adjective
D
Preposition
"What time is it?"
-
এই বাক্যে 'What' হলো একটি Adjective
-
কারণ What এখানে 'time' নামক noun-কে modify করছে
-
Adjective হিসেবে What মানুষ বা বস্তু উভয়কে নির্দেশ করতে পারে
-
-
Interrogative Adjective
-
যখন interrogative pronoun (যেমন: What, Which, Whose ইত্যাদি) adjective হিসেবে কাজ করে, তখন তাকে Interrogative Adjective বলা হয়
-
অর্থাৎ, এই pronoun-গুলো noun-এর পূর্বে বসে প্রশ্নের উদ্দেশ্যে noun-কে modify করে, তখন এরা adjective হিসেবে ব্যবহৃত হয়
-
Interrogative Adjective হলো এক প্রকার Pronominal Adjective
-
-
More Examples:
-
Which book do you want?
-
What colour do you like best?
-
0
Updated: 4 weeks ago
What form of literature does Lyrical Ballads exemplify?
Created: 1 month ago
A
Fairy Tales
B
Historical Accounts
C
Scientific Writings
D
Poems
Lyrical Ballads হলো একটি কবিতার সংকলন, যা ১৭৯৮ সালে প্রকাশিত হয় উইলিয়াম ওয়ার্ডসওর্থ এবং স্যামুয়েল টেইলার কোলরিজের যৌথ প্রচেষ্টায়। এর মাধ্যমে ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা ঘটে। এই সংকলনে প্রকৃতির সৌন্দর্য, সাধারণ মানুষের জীবন এবং মানবিক আবেগকে কেন্দ্র করে কবিতা রচিত হয়েছে। ভাষা ছিল সহজ ও সাধারণ, যাতে পাঠকের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা যায়। এ কারণে এটি কল্পকাহিনী, ইতিহাস বা বৈজ্ঞানিক লেখা নয়, বরং একটি পূর্ণাঙ্গ কবিতা সংকলন।
-
Lyrical Ballads একটি কবিতার সংকলন।
-
এটি প্রকাশ করেন William Wordsworth এবং S. T. Coleridge যৌথভাবে।
-
১৭৯৮ সালে এর প্রকাশনার মধ্য দিয়ে ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা ঘটে।
-
সংকলনে মোট ২৩টি কবিতা রয়েছে, এর মধ্যে ১৯টি ওয়ার্ডসওর্থের এবং ৪টি কোলরিজের।
-
এটি Subject ও Style-এর দিক থেকে ইংরেজি সাহিত্যে এক যুগান্তকারী পরিবর্তন আনে।
-
কবিতাগুলোতে প্রকৃতি, মানবিক আবেগ এবং জীবনের সরলতার প্রতি গভীর দৃষ্টি দেওয়া হয়েছে।
-
এখানে প্রথাগত ও জটিল শৈলী বাদ দিয়ে সহজ ভাষা ব্যবহার করা হয়েছে, যাতে সাধারণ মানুষের আবেগকে সরাসরি প্রকাশ করা যায়।
-
এই সংকলনের মাধ্যমে কবিরা সাহিত্যে নতুন ধারা সৃষ্টি করেন এবং রোমান্টিক আন্দোলনের ভিত্তি স্থাপন করেন।
-
এর বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে Wordsworth-এর “Lines Written in Early Spring”, “Tintern Abbey” এবং Coleridge-এর “The Rime of the Ancient Mariner”।
0
Updated: 1 month ago
Among the Romantic poets, John Keats is the most-
Created: 3 weeks ago
A
Manuspective
B
Reflective
C
Subjective
D
Objective
জন কিটস (John Keats) রোমান্টিক কবিদের মধ্যে অন্যতম যিনি তাঁর কবিতায় গভীরভাবে ব্যক্তিগত অনুভূতি (personal sensation), আবেগ (emotion) এবং কল্পনাশক্তি (imagination)-এর প্রকাশ ঘটিয়েছেন।
-
কিটসের কবিতার প্রধান বৈশিষ্ট্য হলো subjectivity, অর্থাৎ তিনি বাইরের জগতের চেয়ে নিজের ভেতরের অনুভূতি, ভাবনা ও অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিয়েছেন।
-
তাঁর “Negative Capability” ধারণাটি এই বিষয়টিই বোঝায়—একজন কবি তখনই মহান, যখন সে অনিশ্চয়তা ও রহস্যকে মেনে নিয়ে নিজের ব্যক্তিগত অনুভূতির মাধ্যমে তা প্রকাশ করতে পারে।
-
তাই কিটসের কবিতায় প্রকৃতি বা সৌন্দর্যের বর্ণনা থাকলেও, প্রতিটি চিত্রই মূলত তাঁর নিজের মনের গভীর ভাবনা ও সংবেদনশীলতার প্রতিফলন।
এই কারণেই বলা হয়, রোমান্টিক কবিদের মধ্যে John Keats সবচেয়ে বেশি Subjective কবি, যিনি নিজের আত্মজগতের অনুভূতিকে শিল্পে রূপ দিয়েছেন।
0
Updated: 3 weeks ago