____ testing is performed without a knowledge of the internal implementation.
A
White box
B
Black box
C
Unit
D
Integration
উত্তরের বিবরণ
Answer: খ)
Black box
Software testing can be classified based on whether the tester has knowledge
of the internal code:

0
Updated: 2 days ago
Direct Memory Access allows:
Created: 2 days ago
A
CPU to execute instructions while l/O transfers data directly to memory
B
Only CPU controlled data transfer
C
memory to execute instructions independently
D
Reducing cache hits
Direct Memory Access (DMA) হলো এমন একটি হার্ডওয়্যার বৈশিষ্ট্য যা I/O ডিভাইসগুলোকে (যেমন ডিস্ক, নেটওয়ার্ক কার্ড ইত্যাদি) প্রধান মেমরির সাথে CPU-এর ক্রমাগত সম্পৃক্ততা ছাড়াই সরাসরি ডেটা আদান-প্রদানের সুযোগ দেয়। এর ফলে সিস্টেমের সামগ্রিক পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
বিস্তারিতভাবে প্রক্রিয়াটি:
-
DMA Controller (DMAC) অল্প সময়ের জন্য CPU থেকে সিস্টেম বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
-
এটি I/O ডিভাইস ও মূল মেমরির মধ্যে সরাসরি ডেটা স্থানান্তর সম্পন্ন করে।
-
এই সময়ে CPU অন্য কাজ সম্পাদন করতে পারে, কারণ এটি ট্রান্সফার প্রক্রিয়ায় যুক্ত থাকে না।
-
ট্রান্সফার শেষ হলে DMA Controller একটি ইন্টারাপ্ট পাঠিয়ে CPU-কে অবহিত করে।
মূল সুবিধা:
-
CPU overhead কমায়, কারণ CPU কে প্রতিটি ডেটা ট্রান্সফারে জড়িত থাকতে হয় না।
-
সিস্টেমের কার্যক্ষমতা বৃদ্ধি করে, বিশেষত বড় আকারের ডেটা স্থানান্তরে।
-
এটি সাধারণত ডিস্ক, অডিও, ভিডিও এবং উচ্চ-গতির ডেটা ট্রান্সফারে ব্যবহৃত হয়।
ভুল বিকল্পগুলো:
-
(খ) শুধুমাত্র CPU নিয়ন্ত্রণে → এটি DMA-এর বিপরীত ধারণা।
-
(গ) মেমরি নির্দেশনা কার্যকর করে না; তা CPU-র কাজ।
-
(ঘ) DMA ক্যাশ মেমরির সাথে সম্পর্কিত নয়; এটি মেমরি ও I/O ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তর নিয়ে কাজ করে।

0
Updated: 2 days ago
During a phone conversation, which mode of communication takes place?
Created: 2 days ago
A
Simplex
B
Full-duplex
C
Half-duplex
D
Multiplex
Answer: খ)
Full-duplex 0
Updated: 2 days ago
Communication modes:
Assuming P1, P2, P3 have burst time (in ms) 6, 8, 3, respectively, which statement is true about SJF?
Created: 2 days ago
A
Waiting time of P1 is 3 ms
B
Turn-around time of P3 is 9 ms
C
Waiting time for P2 is 6 ms
D
Turn-around time of P1 is 8 ms
Answer: ক) Waiting time of P1 is 3 ms

0
Updated: 2 days ago