Who is known as 'the poet of nature' in English literature?
A
Lord Tennyson
B
John Milton
C
William Wordsworth
D
John Keats
উত্তরের বিবরণ
William Wordsworth (১৭৭০-১৮৫০) ছিলেন প্রকৃতির কবি হিসেবে খ্যাত। তিনি রোমান্টিক যুগের একজন প্রধান কবি।
-
তিনি মূলত প্রকৃতির কবি হিসেবে পরিচিত।
-
১৮৪৩ থেকে ১৮৫০ সাল পর্যন্ত ইংল্যান্ডের ‘Poet Laureate’ হিসেবে দায়িত্ব পালন করেন।
-
William Wordsworth ও Samuel Taylor Coleridge একসাথে Lyrical Ballads নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন, যা রোমান্টিক যুগের শুরু হিসেবে বিবেচিত।
-
এই যৌথ প্রকাশনায় William Wordsworth এর অবদান সবচেয়ে বেশি থাকায় তাকে রোমান্টিক যুগের জনক বা The Father of Romantic Age বলা হয়।
তার কিছু উপাধি:
-
Poet of Nature (প্রকৃতির কবি)
-
Poet of Childhood (শৈশবের কবি)
-
Lake Poet (হ্রদের কবি)
William Wordsworth এর বিখ্যাত কবিতা:
-
The Solitary Reaper
-
Peter Bell
-
The Recluse
-
The World is too Much with Us
-
Tintern Abbey
-
Rainbow
-
To The Cuckoo
-
Laodamia
-
Lucy Poems
-
The Daffodils
-
Ode on Immortality
-
The Excursion
-
Michael ইত্যাদি
একমাত্র নাটক:
-
The Borderers
উৎস: An ABC of English Literature - Dr M Mofizar Rahman ও Britannica

0
Updated: 1 month ago
Who reveals Wickham’s true character to Elizabeth?
Created: 2 weeks ago
A
Lady Catherine
B
Mr. Bennet
C
Mr. Darcy (through a letter)
D
Colonel Fitzwilliam
Wickham শুরুতে Elizabeth-কে Darcy সম্পর্কে ভুল তথ্য দেয়। Elizabeth বিশ্বাস করে Darcy নিষ্ঠুর। কিন্তু Darcy তার প্রথম প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর Elizabeth-কে একটি চিঠি লেখে। সেই চিঠিতে Wickham-এর সত্য প্রকাশ করে—Wickham Darcy-এর বোন Georgiana-কে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল।
এই চিঠিই Elizabeth-এর জীবনের টার্নিং পয়েন্ট। সে বুঝতে পারে Darcy আসলে এতটা খারাপ নয় এবং তার নিজের বিচার-ক্ষমতাও প্রশ্নবিদ্ধ। এভাবেই prejudice ভাঙতে শুরু হয়।

0
Updated: 2 weeks ago
Plural form of 'Corpus' -
Created: 3 weeks ago
A
Corpora
B
Corpuses
C
Corpuss
D
A & B
Corpus
-
English meaning: a collection of written or spoken texts.
-
Bangla meaning: কোনো বিশেষ বিষয়ের উপর লিখিত রচনাসমূহের সংগ্রহ; অধ্যয়নযোগ্য বস্তুর সমাহৃতি।
-
Plural: corpora / corpuses
-
Example sentence: All the dictionary examples are taken from a corpus of billions of words.
Source: Cambridge & Accessible Dictionary
নোট: ক) Corpora ও খ) Corpuses—উভয়ই সঠিক।

0
Updated: 3 weeks ago
I have a ____ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal! - Complete this quote.
Created: 1 month ago
A
desire
B
dream
C
wish
D
hope
উক্তি: "I have a dream that one day this nation will live out the true meaning of its creed: 'We hold these truths to be self-evident, that all men are created equal.'"
-
উদ্ধৃতির উৎস: “I Have a Dream” ভাষণ, ১৯৬৩
-
বক্তা: Martin Luther King Jr.
-
সঠিক উত্তর: খ) dream
বিস্তারিত আলোচনা:
-
Martin Luther King Jr. ছিলেন একজন আফ্রিকান-আমেরিকান সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা।
-
তিনি ১৫ জানুয়ারি ১৯২৯ সালে জর্জিয়ায় জন্মগ্রহণ করেন।
-
১৯৬৩ সালের ২৮ আগস্ট, ওয়াশিংটন ডিসিতে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের অংশ হিসেবে এই বিখ্যাত ভাষণ দেন।
-
ভাষণে তিনি একটি সমান, বর্ণবাদমুক্ত সমাজের স্বপ্ন (dream) নিয়ে কথা বলেন।
-
১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
-
১৯৬৮ সালে ৪ এপ্রিল, মেম্ফিস, টেনেসিতে তিনি নিহত হন।
সারসংক্ষেপ:
এই উক্তি Martin Luther King Jr.-এর “dream” বা স্বপ্নকে প্রতিফলিত করে, যা মানুষের সমতা, ন্যায় এবং সামাজিক মুক্তির প্রতি তাঁর দৃঢ় আকাঙ্ক্ষা প্রকাশ করে।

0
Updated: 1 month ago