A
defame
B
abuse
C
respect
D
accuse
উত্তরের বিবরণ
Venerate
ইংরেজিতে অর্থ: অত্যন্ত শ্রদ্ধা করা।
বাংলায় অর্থ: গভীর শ্রদ্ধা বা ভক্তি করা; আরাধনা করা।
অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ:
ক) defame – কোনো ব্যক্তির সম্পর্কে মিথ্যা কুৎসা ছড়ানো।
খ) abuse – অন্যায় ব্যবহার বা অমর্যাদা করা।
গ) respect – শ্রদ্ধা করা।
ঘ) accuse – কাউকে দোষারোপ করা।
তাহলে, বুঝতে পারছি:
Venerate এর অর্থ হলো ‘শ্রদ্ধা করা’ বা ‘ভক্তি করা’।
সূত্র: Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 days ago
What is the meaning of 'White Elephant'?
Created: 1 day ago
A
An elephant of white colour
B
A hoarder
C
A black marketer
D
A very costly or troublesome possession
White elephant অর্থ হলো এমন কিছু জিনিস যা খুবই দামী বা অনেক টাকা খরচ হয়, কিন্তু আসলে তার কোনো উপকার বা কাজের প্রয়োজন হয় না। অর্থাৎ, দামী হলেও কাজের কোনো ফলাফল বা সুবিধা দেয় না।
বাংলায়:
দামী কিন্তু কাজে লাগে না এমন কিছু।
উদাহরণ: সরকারের এই বিভাগটা অনেক টাকা খরচ করে, কিন্তু কাজের কিছু করে না। এটি একটি ‘white elephant’

0
Updated: 1 day ago
The meaning of the word 'obese' is-
Created: 1 week ago
A
very fat
B
ugly
C
tardy
D
obnoxious
Obese (Adjective)
English Definition: Excessively overweight in a manner that poses a health risk; severely fat.
Bengali Definition: অতিরিক্ত স্থূল বা এমন মোটা, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
• Example Sentence:
-
She wasn’t just a little overweight — her condition was medically classified as obese.
• অন্যান্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Ugly: দেখতে খুবই খারাপ; আকর্ষণহীন; অসুন্দর; কুরূপ।
-
Tardy: সময়মতো না আসা; ধীরগতির; দেরিতে উপস্থিত বা সম্পন্ন হওয়া।
-
Obnoxious: অত্যন্ত বিরক্তিকর বা জঘন্য আচরণ; নোংরা বা অগ্রহণযোগ্য স্বভাবের।
তথ্যসূত্র: কেমব্রিজ ডিকশনার, অ্যাক্সেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি.

0
Updated: 1 week ago
The word 'electorate' means-
Created: 6 days ago
A
election office
B
a body of voters
C
many elections
D
candidates
Electorate (noun)
English Meaning: All the people who have the right to vote / A group of people allowed to vote.
Bengali Meaning: ভোট দেওয়ার অধিকারপ্রাপ্ত সব মানুষ; নির্বাচকমণ্ডলী।
Example Sentence: বর্তমান ভোটিং পদ্ধতি জনগণের ইচ্ছাকে ঠিকভাবে প্রকাশ করে না।
সঠিক উত্তর: ভোট দেওয়ার অধিকার আছে এমন একটি জনগোষ্ঠী।
অন্যান্য বিকল্প:
ক) election office – নির্বাচন অফিস
গ) many elections – অনেক নির্বাচন
ঘ) candidates – প্রার্থীরা
তথ্যসূত্র: Merriam-Webster Dictionar, Accessible Dictionary.

0
Updated: 6 days ago