A
Charles Dickens
B
W.B. Yeats
C
James Joyce
D
Jane Austen
উত্তরের বিবরণ
• W.B. Yeats কোনো উপন্যাসিক নন
উল্লিখিত অপশনগুলোর মধ্যে W.B. Yeats একজন কবি, নাট্যকার ও সাহিত্য সমালোচক। তিনি কখনোই উপন্যাস লিখেননি।
অন্যদিকে, Charles Dickens, James Joyce ও Jane Austen – এই তিনজনই বিখ্যাত ঔপন্যাসিক (novelist) ছিলেন।
W.B. Yeats
W.B. Yeats ছিলেন একজন আইরিশ কবি ও নাট্যকার। অনেকেই তাকে আয়ারল্যান্ডের জাতীয় কবি (National Poet) হিসেবে গণ্য করেন।
তার লেখাগুলো আয়ারল্যান্ডের সংস্কৃতি, ইতিহাস এবং রাজনীতির প্রভাব বহন করে।
নিজ দেশের প্রতি গভীর ভালোবাসা ও আবেগ তার কবিতায় ফুটে উঠেছে।
তিনি সাহিত্যে অসাধারণ অবদানের জন্য ১৯২৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন, যা তাকে প্রথম আইরিশ লেখক হিসেবে এই সম্মান এনে দেয়।
• W.B. Yeats-এর বিখ্যাত কিছু কবিতা
-
No Second Troy
-
A Prayer for My Daughter
-
The Tower
-
Sailing to Byzantium
-
The Second Coming
-
Easter 1916
-
The Man Who Dreamed of Fairyland
-
The Stolen Child
-
The Lake Isle of Innisfree
-
September 1913
-
An Irish Airman Foresees His Death
• তার রচিত কিছু জনপ্রিয় নাটক
-
The Countess Cathleen
-
The Hour Glass
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Calvary
-
At Hawk's Well
তথ্যসূত্র: Britannica

0
Updated: 2 days ago