Which one below retrieves emails from a server?
A
SMTP
B
SNMP
C
RIP
D
POP3
উত্তরের বিবরণ
POP3 (Post Office Protocol version 3) হলো এমন একটি ইমেইল প্রোটোকল যা বিশেষভাবে ইমেইল সার্ভার থেকে ক্লায়েন্ট ডিভাইসে ইমেইল আহরণের (retrieval) জন্য ব্যবহৃত হয়। এটি ব্যবহারকারীদের তাদের মেইল সার্ভারে সংরক্ষিত বার্তাগুলো ডাউনলোড করে স্থানীয়ভাবে সংরক্ষণ করতে দেয়। সাধারণত POP3 ব্যবহারের সময় ইমেইলগুলো সার্ভার থেকে মুছে ফেলা হয়, যদিও কিছু কনফিগারেশনে এগুলো সার্ভারে রেখে দেওয়া সম্ভব।
POP3-এর কাজের প্রক্রিয়া সরল—ব্যবহারকারী যখন মেইল অ্যাপ্লিকেশন (যেমন Outlook, Thunderbird ইত্যাদি) চালু করেন, তখন ক্লায়েন্ট POP3 প্রোটোকলের মাধ্যমে সার্ভারের সাথে সংযোগ স্থাপন করে, নতুন ইমেইলগুলো ডাউনলোড করে এবং ব্যবহারকারীকে অফলাইনে সেগুলো পড়ার সুযোগ দেয়। এটি সীমিত ইন্টারনেট সংযোগযুক্ত পরিবেশে বিশেষভাবে কার্যকর।
অন্য বিকল্পগুলো ভুল কারণ:
-
ক) SMTP (Simple Mail Transfer Protocol): এটি ইমেইল পাঠানোর জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ ক্লায়েন্ট থেকে সার্ভারে বা এক সার্ভার থেকে অন্য সার্ভারে বার্তা প্রেরণে। SMTP কোনোভাবেই ইমেইল আহরণে ব্যবহৃত হয় না।
-
খ) SNMP (Simple Network Management Protocol): এটি নেটওয়ার্ক ডিভাইস পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা (যেমন রাউটার, সুইচ ইত্যাদি) করার জন্য ব্যবহৃত হয়। ইমেইল যোগাযোগের সাথে এর কোনো সম্পর্ক নেই।
-
গ) RIP (Routing Information Protocol): এটি একটি রাউটিং প্রোটোকল, যা নেটওয়ার্কের মধ্যে রাউটারগুলোর মধ্যে রুট তথ্য আদান-প্রদান করে। এটি ডেটা প্যাকেট কোন পথে পাঠানো হবে তা নির্ধারণে ব্যবহৃত হয়, কিন্তু ইমেইল প্রেরণ বা আহরণের কাজে ব্যবহৃত হয় না।
অতএব, ইমেইল retrieval বা আহরণের জন্য ব্যবহৃত সঠিক প্রোটোকল হলো POP3, কারণ এটি বিশেষভাবে ক্লায়েন্ট ডিভাইসে সার্ভার থেকে ইমেইল ডাউনলোড করার জন্য তৈরি করা হয়েছে।
সঠিক উত্তর: ঘ) POP3

0
Updated: 2 days ago
ই-মেইল ঠিকানায় @ চিহ্নের পূর্ববর্তী অংশ কোন তথ্য নির্দেশ করে?
Created: 1 month ago
A
ইউজার আইডি
B
ডোমেইন নেম
C
সার্ভার নেম
D
কোনটিই নয়
ই-মেইল ইউজার আইডি
-
@ চিহ্নের পূর্ববর্তী অংশকে ইউজার আইডি বলা হয়
-
নির্দিষ্ট একজন ব্যবহারকারীকে চিহ্নিত করতে ব্যবহৃত
-
উদাহরণ: [email protected] → “fahim123” হলো ইউজার আইডি
ইমেইল
-
১৯৭১ সালে রেমন্ড স্যামুয়েল টমলিসন ARPANET-এর মাধ্যমে প্রথম ই-মেইল চালু করেন
-
ডিজিটাল বার্তা বিনিময়ের পদ্ধতি
-
ইমেইল ঠিকানায় @ চিহ্ন থাকা আবশ্যক
-
গঠিত: ইউজার আইডি + ডোমেইন নেম, যেমন: [email protected]
-
বার্তা আদান-প্রদানে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার
ইমেইলের গুরুত্বপূর্ণ অংশ
-
CC (Carbon Copy): একাধিক প্রাপকের কাছে পাঠানো, সকল প্রাপক দেখতে পান
-
BCC (Blind Carbon Copy): একাধিক প্রাপকের কাছে পাঠানো, এক প্রাপক অন্যদের দেখতে পায় না
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি

0
Updated: 1 month ago
ই-মেইল ঠিকানায় @ চিহ্নের পূর্ববর্তী অংশ কোন তথ্য নির্দেশ করে?
Created: 1 month ago
A
ইউজার আইডি
B
ডোমেইন নেম
C
সার্ভার নেম
D
কোনটিই নয়
ই-মেইল ইউজার আইডি
-
@ চিহ্নের পূর্ববর্তী অংশকে ইউজার আইডি বলা হয়
-
নির্দিষ্ট একজন ব্যবহারকারীকে চিহ্নিত করতে ব্যবহৃত
-
উদাহরণ: [email protected] → “fahim123” হলো ইউজার আইডি
ইমেইল
-
১৯৭১ সালে রেমন্ড স্যামুয়েল টমলিসন ARPANET-এর মাধ্যমে প্রথম ই-মেইল চালু করেন
-
ডিজিটাল বার্তা বিনিময়ের পদ্ধতি
-
ইমেইল ঠিকানায় @ চিহ্ন থাকা আবশ্যক
-
গঠিত: ইউজার আইডি + ডোমেইন নেম, যেমন: [email protected]
-
বার্তা আদান-প্রদানে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার
ইমেইলের গুরুত্বপূর্ণ অংশ
-
CC (Carbon Copy): একাধিক প্রাপকের কাছে পাঠানো, সকল প্রাপক দেখতে পান
-
BCC (Blind Carbon Copy): একাধিক প্রাপকের কাছে পাঠানো, এক প্রাপক অন্যদের দেখতে পায় না
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি

0
Updated: 1 month ago
সাধারণত ই-মেইল পাঠানোর জন্য কোন নেটওয়ার্ক প্রোটোকল ব্যবহার করা হয়?
Created: 4 weeks ago
A
POP3
B
IMAP
C
SMTP
D
HTTPS
ই-মেইল ও প্রটোকলসমূহ
-
ই-মেইল পরিচিতি:
-
১৯৭১ সালে আরপানেটের মাধ্যমে প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
-
ই-মেইল হলো একজন প্রেরকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে বার্তা বা ডিজিটাল মেসেজ নির্ভরযোগ্যভাবে বিনিময় করার পদ্ধতি।
-
ই-মেইল ঠিকানায় অবশ্যই @ চিহ্ন থাকতে হবে।
-
ই-মেইল ঠিকানা গঠিত হয় ইউজার আইডি এবং ডোমেইন নেম দ্বারা। উদাহরণ:
[email protected]
→abc
= ইউজার আইডি,def.com
= ডোমেইন নেম।
-
-
ই-মেইল প্রটোকল:
-
POP (Post Office Protocol):
-
ব্যবহারকারীর ইনকামিং মেইল গ্রহণের জন্য ব্যবহৃত।
-
সর্বাধিক ব্যবহৃত সংস্করণ হলো POP3।
-
-
SMTP (Simple Mail Transfer Protocol):
-
ই-মেইল প্রেরণের জন্য ব্যবহৃত।
-
প্রেরকের মেইল সার্ভার থেকে গ্রাহকের মেইল সার্ভারে বার্তা পৌঁছাতে SMTP ব্যবহার করা হয়।
-
-
IMAP (Internet Message Access Protocol):
-
ব্যবহারকারীকে মেইল বক্সে প্রবেশ এবং মেইল পড়ার সুবিধা দেয়, কিন্তু মূল বার্তা সার্ভারে থাকে।
-
-

0
Updated: 4 weeks ago