'Venerate' Means-
A
defame
B
abuse
C
respect
D
accuse
উত্তরের বিবরণ
Venerate
ইংরেজিতে অর্থ: অত্যন্ত শ্রদ্ধা করা।
বাংলায় অর্থ: গভীর শ্রদ্ধা বা ভক্তি করা; আরাধনা করা।
অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ:
ক) defame – কোনো ব্যক্তির সম্পর্কে মিথ্যা কুৎসা ছড়ানো।
খ) abuse – অন্যায় ব্যবহার বা অমর্যাদা করা।
গ) respect – শ্রদ্ধা করা।
ঘ) accuse – কাউকে দোষারোপ করা।
তাহলে, বুঝতে পারছি:
Venerate এর অর্থ হলো ‘শ্রদ্ধা করা’ বা ‘ভক্তি করা’।
সূত্র: Accessible Dictionary by Bangla Academy
0
Updated: 3 months ago
"She was on cloud nine" means-
Created: 3 weeks ago
A
She was very happy.
B
She was very sad.
C
She was very nervous.
D
She was very confused.
"She was on cloud nine" এই বাক্যটির অর্থ হলো, সে অত্যন্ত খুশি ছিল। এটি একটি অভিব্যক্তি যা আনন্দ বা উত্তেজনার অবস্থাকে বোঝাতে ব্যবহৃত হয়।
Be on cloud nine
-
English Meaning: be extremely happy and excited; delighted, or in a state of bliss
-
Bangla Meaning: অত্যন্ত খুশি হওয়া
Example: After winning the competition, she was on cloud nine.
-
Bangla: প্রতিযোগিতায় জেতার পর, সে অত্যন্ত খুশি হয়েছিল।
0
Updated: 3 weeks ago
The word 'plurality' means-
Created: 5 months ago
A
The letter 'S'
B
Chaos and confusion
C
Men and women
D
The holding of more than one office at a time
Plurality (noun)
Plural: pluralities
English Meaning:
-
A state or condition where there are many different kinds or types of something; variety or multiplicity.
-
The quality of being plural or made up of more than one; for example, "a plurality of worlds" implies multiple worlds. In grammar, it refers to forms indicating more than one (as in plural verbs).
-
In politics or official context, it can also mean the holding of more than one office at the same time.
Bangla Meaning:
১। [Uncountable noun] বিভিন্নতা বা বহুত্ব; [Countable noun] অনেক সংখ্যক কিছু; (ভোট ইত্যাদির ক্ষেত্রে) সংখ্যাগরিষ্ঠতা বা অধিকাংশ।
২। [Uncountable noun] একাধিক পদ বা দায়িত্ব একসাথে ধারণ করার অবস্থা (বহুপদাধিকার); [Countable noun] যুগ্মভাবে ধারণ করা পদ বা দায়িত্ব (যুগ্মাধিকার)।
Example Usage:
-
The plurality of cultures in a cosmopolitan city enriches its identity.
-
He was criticized for holding a plurality of offices in the administration.
Sources:
-
Cambridge Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy
0
Updated: 5 months ago
The meaning of the word "Medieval" is -
Created: 1 month ago
A
Related to the Middle Ages
B
Modern or contemporary
C
Futuristic
D
Ancient but pre-Middle Ages
Medieval (Adjective & Noun)
-
English Meaning: Relating to the Middle Ages; having passed its time of use or usefulness
-
Bangla Meaning: মধ্যযুগীয় (খ্রিষ্টীয় ১১০০-১৫০০ অব্দ; উপমহাদেশে ১২০০ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দে)
-
Synonyms:
-
Archaic: প্রাচীন; সেকেলে
-
Rusty: পুরনো হওয়ার দরুন রং ওঠা; রং-চটা; নোংরা; মলিন
-
Antiquated: অপ্রচলিত; সেকেলে; পুরনো ধ্যানধারণা ও চালচলনবিশিষ্ট
-
-
Antonyms:
-
Contemporary: সমকালীন; সমসাময়িক
-
Modern: বর্তমান বা সাম্প্রতিক কাল সম্বন্ধী; আধুনিক
-
Recent: সাম্প্রতিক; অধুনাতন; ইদানীন্তন
-
-
Other Forms:
-
Medievalism (Noun): মধ্যযুগীয় ধ্যান-ধারণা বা রীতিনীতি
-
Medievalist (Noun): মধ্যযুগ অধ্যয়নকারী ব্যক্তি
-
-
Example Sentences:
-
The castle is a fine example of medieval architecture.
-
Some of his ideas seem almost medieval in today's world.
-
0
Updated: 1 month ago