Othello is a Shakespeare's play about-
A
A Jew
B
A Roman
C
A Turk
D
A Moor
উত্তরের বিবরণ
উইলিয়াম শেক্সপিয়ারের “Othello” নাটক
“Othello” একটি ট্র্যাজেডি ধরণের নাটক। এটি একটি মুর (অর্থাৎ আফ্রিকান বংশোদ্ভূত) ভেনিস সেনার জেনারেল Othello-কে কেন্দ্র করে লেখা হয়েছে। তার স্ত্রীর নাম Desdemona, যিনি একজন ভেনিশিয়ান সম্ভ্রান্ত ব্যক্তি Brabantio-র কন্যা।
▪ মূল থিম:
নাটকটির মূল বিষয় হলো — ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র আর ঈর্ষা।
▪ গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ:
-
Othello – নাটকের নায়ক, ভেনিসের মুর জেনারেল।
-
Desdemona – ওথেলোর স্ত্রী এবং ব্রাবানশিও-র মেয়ে।
-
Iago – নাটকের খলনায়ক (villain), ওথেলোর সঙ্গী এবং বিশ্বাসঘাতক।
-
Cassio – ওথেলোর বিশ্বস্ত লেফটেন্যান্ট।
-
Emilia – ইয়াগোর স্ত্রী এবং দেশডিমোনার সহচরী।
-
Brabantio – দেশডিমোনার বাবা, একজন সেনেটর।
-
Roderigo – এক ধনী ভেনিশিয়ান, যিনি দেশডিমোনাকে ভালোবাসেন।
-
Duke of Venice – ভেনিস শহরের রাজনৈতিক ও সামরিক প্রধান।
▪ নাটকের মূল ঘটনা
Iago খুব ধূর্তভাবে Othello-কে বোঝায় যে তার স্ত্রী Desdemona নাকি Cassio-র সাথে বিশ্বাসঘাতকতা করেছে।
এই মিথ্যা কথায় বিশ্বাস করে Othello এতটাই ঈর্ষান্বিত ও ক্ষিপ্ত হয়ে ওঠে যে, সে Desdemona-কে হত্যা করে। পরে যখন সত্য প্রকাশ পায়, তখন Othello অনুতপ্ত হয়ে নিজেই আত্মহত্যা করে। শেষে Iago-র ষড়যন্ত্র সকলের সামনে চলে আসে।
▪ একটি মানসিক রোগের নাম এই নাটকের চরিত্র Othello-র নাম অনুসারে রাখা হয়েছে:
এই রোগের নাম Othello Syndrome, যেখানে কেউ তার সঙ্গীর প্রতি অকারণে অতিরিক্ত সন্দেহ পোষণ করে।
▪ বিখ্যাত কিছু উক্তি
-
“She loved me for the dangers I had passed, And I loved her that she did pity them.”
(সে আমাকে ভালোবেসেছিল আমার বিপদের জন্য, আর আমি তাকে ভালোবেসেছিলাম কারণ সে আমার জন্য সহানুভূতি দেখিয়েছিল।) -
“O, beware, my lord, of jealousy: It is the green-eyed monster which doth mock The meat it feeds on.”
(হে প্রভু, ঈর্ষা থেকে সাবধান! এটি একসবুজ চোখের দানব, যা নিজেরই শিকারকে নিয়ে উপহাস করে।) -
“I kissed thee ere I killed thee: no way but this, Killing myself, to die upon a kiss.”
(তোমাকে চুমু খেয়েছিলাম তোমাকে মারার আগে, আর এখন চুমুর মধ্য দিয়েই নিজেকে শেষ করলাম।) -
“Then must you speak Of one that loved not wisely but too well.”
(তখন তোমাকে বলতে হবে, সে ভালোবাসতে জানতো না বুদ্ধিমানের মতো, বরং অতিরিক্ত ভালোবেসেছিল।)Source: Britannica and SparkNotes.

0
Updated: 1 month ago
What is Lady Macbeth’s main tactic to persuade Macbeth to kill Duncan?
Created: 1 month ago
A
She offers him wealth
B
She promises secrecy
C
She questions his manhood
D
She bribes the guards
Lady Macbeth Macbeth-এর সাহস ও পুরুষত্ব নিয়ে প্রশ্ন তোলে, বলে যে যদি সে রাজা হতে চায় তবে তাকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। এই মানসিক চাপ Macbeth-কে Duncan হত্যায় রাজি করায়।

0
Updated: 1 month ago
What is the witches’ prophecy for Macbeth at the beginning of the play?
Created: 1 month ago
A
He will be king
B
He will be betrayed by Banquo
C
He will die in battle
D
He will rule England
তিন ডাইনির ভবিষ্যদ্বাণী ছিল Macbeth প্রথমে থেন অফ কডর হবে, পরে রাজা হবে। এই ভবিষ্যদ্বাণীই তার লোভ ও উচ্চাকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে। নাটকের ট্র্যাজেডির সূচনা এখান থেকেই।

0
Updated: 1 month ago
Why do the witches greet Macbeth with three different titles in Act I?
Created: 1 month ago
A
To highlight his past, present, and future status
B
To show his political importance at different times
C
To prepare him for his destined kingship
D
To link him to Banquo’s fate
ডাইনিরা “Thane of Glamis,” “Thane of Cawdor,” ও “King hereafter” বলে Macbeth-এর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একসঙ্গে তুলে ধরে। এটি তার উত্থান ও পতনের ইঙ্গিত দেয়। অন্য বিকল্পগুলো আংশিক সত্য, কিন্তু মূল উদ্দেশ্য ছিল সময়ের ধারাবাহিকতায় তার পরিচয় প্রকাশ করা।

0
Updated: 1 month ago