A
A Jew
B
A Roman
C
A Turk
D
A Moor
উত্তরের বিবরণ
উইলিয়াম শেক্সপিয়ারের “Othello” নাটক
“Othello” একটি ট্র্যাজেডি ধরণের নাটক। এটি একটি মুর (অর্থাৎ আফ্রিকান বংশোদ্ভূত) ভেনিস সেনার জেনারেল Othello-কে কেন্দ্র করে লেখা হয়েছে। তার স্ত্রীর নাম Desdemona, যিনি একজন ভেনিশিয়ান সম্ভ্রান্ত ব্যক্তি Brabantio-র কন্যা।
▪ মূল থিম:
নাটকটির মূল বিষয় হলো — ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র আর ঈর্ষা।
▪ গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ:
-
Othello – নাটকের নায়ক, ভেনিসের মুর জেনারেল।
-
Desdemona – ওথেলোর স্ত্রী এবং ব্রাবানশিও-র মেয়ে।
-
Iago – নাটকের খলনায়ক (villain), ওথেলোর সঙ্গী এবং বিশ্বাসঘাতক।
-
Cassio – ওথেলোর বিশ্বস্ত লেফটেন্যান্ট।
-
Emilia – ইয়াগোর স্ত্রী এবং দেশডিমোনার সহচরী।
-
Brabantio – দেশডিমোনার বাবা, একজন সেনেটর।
-
Roderigo – এক ধনী ভেনিশিয়ান, যিনি দেশডিমোনাকে ভালোবাসেন।
-
Duke of Venice – ভেনিস শহরের রাজনৈতিক ও সামরিক প্রধান।
▪ নাটকের মূল ঘটনা
Iago খুব ধূর্তভাবে Othello-কে বোঝায় যে তার স্ত্রী Desdemona নাকি Cassio-র সাথে বিশ্বাসঘাতকতা করেছে।
এই মিথ্যা কথায় বিশ্বাস করে Othello এতটাই ঈর্ষান্বিত ও ক্ষিপ্ত হয়ে ওঠে যে, সে Desdemona-কে হত্যা করে। পরে যখন সত্য প্রকাশ পায়, তখন Othello অনুতপ্ত হয়ে নিজেই আত্মহত্যা করে। শেষে Iago-র ষড়যন্ত্র সকলের সামনে চলে আসে।
▪ একটি মানসিক রোগের নাম এই নাটকের চরিত্র Othello-র নাম অনুসারে রাখা হয়েছে:
এই রোগের নাম Othello Syndrome, যেখানে কেউ তার সঙ্গীর প্রতি অকারণে অতিরিক্ত সন্দেহ পোষণ করে।
▪ বিখ্যাত কিছু উক্তি
-
“She loved me for the dangers I had passed, And I loved her that she did pity them.”
(সে আমাকে ভালোবেসেছিল আমার বিপদের জন্য, আর আমি তাকে ভালোবেসেছিলাম কারণ সে আমার জন্য সহানুভূতি দেখিয়েছিল।) -
“O, beware, my lord, of jealousy: It is the green-eyed monster which doth mock The meat it feeds on.”
(হে প্রভু, ঈর্ষা থেকে সাবধান! এটি একসবুজ চোখের দানব, যা নিজেরই শিকারকে নিয়ে উপহাস করে।) -
“I kissed thee ere I killed thee: no way but this, Killing myself, to die upon a kiss.”
(তোমাকে চুমু খেয়েছিলাম তোমাকে মারার আগে, আর এখন চুমুর মধ্য দিয়েই নিজেকে শেষ করলাম।) -
“Then must you speak Of one that loved not wisely but too well.”
(তখন তোমাকে বলতে হবে, সে ভালোবাসতে জানতো না বুদ্ধিমানের মতো, বরং অতিরিক্ত ভালোবেসেছিল।)Source: Britannica and SparkNotes.

0
Updated: 2 days ago
"To be, or not be, that is the question" _____ is a famous dialogue from -
Created: 2 days ago
A
Othello
B
Romeo and Juliet
C
Hamlet
D
Macbeth
• "To be, or not to be, that is the question"
এই বিখ্যাত উক্তিটি উইলিয়াম শেক্সপিয়রের লেখা 'হ্যামলেট' নাটক থেকে নেওয়া হয়েছে।
-
এটি মূল চরিত্র হ্যামলেটের একটি বিখ্যাত স্বগতোক্তি (soliloquy), যেখানে সে জীবনের অর্থ এবং বেঁচে থাকা না থাকা নিয়ে গভীরভাবে ভাবছে।
• শেক্সপিয়রের লেখা ট্র্যাজেডিগুলোর মধ্যে 'Hamlet' অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় একটি ট্র্যাজেডি।
-
এই নাটকটি মোট ৫টি অধ্যায় (act) নিয়ে গঠিত এবং এটি ১৫৯৯ থেকে ১৬০১ সালের মধ্যে লেখা হয়।
-
প্রথম প্রকাশ ঘটে ১৬০৩ সালে।
-
নাটকে দেখা যায়, প্রিন্স হ্যামলেট জার্মানি থেকে নিজ দেশে ফেরে তার বাবার মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নিতে। সেখানে সে জানতে পারে যে, তার চাচা ক্লডিয়াস তার মা গার্ট্রুডকে বিয়ে করেছে এবং তার বাবার খুন করেছে।
-
এরপর হ্যামলেট তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে নানা পরিকল্পনা করতে থাকে এবং নাটকের কাহিনি ধীরে ধীরে এগিয়ে যায়।
-
নাটকের ভিলেন বা প্রধান প্রতিপক্ষ হলো ক্লডিয়াস।
-
নাটকের শেষাংশে হ্যামলেটের মৃত্যু ঘটে, যার মাধ্যমে নাটকটির সমাপ্তি হয়।
• হ্যামলেট নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ:
-
হ্যামলেট: মূল নায়ক, ডেনমার্কের রাজপুত্র।
-
ওফেলিয়া: হ্যামলেটের ভালোবাসার মানুষ।
-
ক্লডিয়াস: হ্যামলেটের চাচা এবং রাজা, নাটকের ভিলেন।
-
গার্ট্রুড: হ্যামলেটের মা।
-
হোরেশিও: হ্যামলেটের বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ বন্ধু।
-
পোলোনিয়াস: ওফেলিয়ার বাবা।
-
লার্টিস: ওফেলিয়ার ভাই।
• হ্যামলেট নাটকের কিছু বিখ্যাত উক্তি:
-
“Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.”
(ধার দিও না, ধার নাও না; কারণ ধার অনেক সময় বন্ধুত্বও নষ্ট করে) -
“To be or not to be, that is the question.”
-
“Frailty, thy name is woman.”
-
“Brevity is the soul of wit.”
-
“Listen to many, speak to a few.”
-
“Though this be madness, yet there is method in't.”
-
“Conscience doth make cowards of us all.”
-
“There is divinity that shapes our end.”
তথ্যসূত্র: Britannica

0
Updated: 2 days ago
Who wrote The Tempest?
Created: 12 hours ago
A
William Shakespeare
B
Christopher Marlowe
C
Ben Jonson
D
John Milton

0
Updated: 12 hours ago
Shakespeare is known mostly for his-
Created: 2 months ago
A
Poetry
B
Novels
C
Autobiography
D
Plays
William Shakespeare: A Literary Legend
-
উইলিয়াম শেক্সপিয়ার তাঁর নাটকের জন্য সর্বাধিক পরিচিত।
-
তিনি একজন ইংরেজ নাট্যকার ছিলেন, যিনি জন্মগ্রহণ করেন ২৩ এপ্রিল, ১৫৬৪ খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন একই দিনে, ২৩ এপ্রিল, ১৬১৬ খ্রিস্টাব্দে।
-
তাঁর জন্মস্থান ছিল স্ট্রাটফোর্ড-আপন-এভন।
-
সময়কাল ১৫৯০ থেকে ১৬১৬ খ্রিস্টাব্দ পর্যন্ত "Shakespearean Period" নামে পরিচিত।
-
শেক্সপিয়ারকে "The Bard of Avon", "National Poet of England" এবং "The Great Dramatist of All Time" হিসেবে সম্বোধন করা হয়।
-
ড. স্যামুয়েল জনসন তাঁকে Poet of Human Nature আখ্যা দিয়েছেন।
-
তাঁর সাহিত্য জীবনে তিনি ১৫৪টি সনেট এবং ৩৭টি নাটক রচনা করেন।
-
তাঁর সাহিত্যকর্মগুলোর মধ্যে নাটকসমূহ সবচেয়ে বেশি পঠিত ও পরিচিত।
-
এই নাটকগুলো প্রধানত দুই ভাগে বিভক্ত—Tragedy এবং Comedy।
গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মসমূহ
◼ Tragedy (বিষাদনাট্য):
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Titus Andronicus
-
Timon of Athens
-
Antony and Cleopatra
-
Coriolanus
-
Romeo and Juliet
◼ Comedy (প্রহসনধর্মী নাটক):
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
Love's Labour's Lost
-
The Comedy of Errors
-
The Taming of the Shrew
-
Much Ado About Nothing
-
All's Well That Ends Well
-
A Midsummer Night's Dream
-
The Merry Wives of Windsor
-
The Two Gentlemen of Verona
◼ Tragi-comedy (দ্বৈত স্বভাবের নাটক):
-
The Merchant of Venice
-
The Winter’s Tale
-
Cymbeline
-
Troilus and Cressida
-
Measure for Measure
◼ Historical Plays (ঐতিহাসিক নাটক):
-
Julius Caesar (Tragedy + Historical)
-
Henry IV Part I & II
-
Henry V
-
Henry VI Part I, II & III
-
Henry VIII
-
King John
-
Richard II
-
Richard III
উল্লেখযোগ্য কবিতা:
-
Sonnet 18: Shall I Compare Thee to a Summer’s Day?
-
The Rape of Lucrece (দীর্ঘ বর্ণনামূলক কবিতা)
-
Venus and Adonis (দীর্ঘ বর্ণনামূলক কবিতা)
-
A Lover’s Complaint
-
The Phoenix and the Turtle
সূত্র: Britannica, Live MCQ Lecture, এবং An ABC of English Literature — ড. এম মফিজার রহমান।

0
Updated: 2 months ago