A
discriminate
B
disintegrate
C
differentiate
D
dislocate
উত্তরের বিবরণ
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক) Discriminate
English Meaning: make an unjust or prejudicial distinction in the treatment of different categories of people, especially on the grounds of ethnicity, sex, age, or disability.
Bangla Meaning: পার্থক্য নিরূপণ করতে পারা; বিচার করা।
খ) Disintegrate
English Meaning: break up into small parts as the result of impact or decay, lose strength or cohesion and gradually fail.
Bangla Meaning: নানা অংশে বিভক্ত; খণ্ডিত করা বা হওয়া।
গ) Differentiate
English Meaning: recognize or ascertain what makes (someone or something) different.
Bangla Meaning: পার্থক্য করা; পার্থক্য দেখানো।
ঘ) Dislocate
English Meaning: disturb the normal position of (a bone in a joint).
Bangla Meaning: স্থানচ্যুত করা; অস্থি স্থানচ্যুত করা।
• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - শূন্যস্থানে disintegrate শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- - অষ্টাদশ শতকে মোগল সম্রাজ্য ভেঙে খান খান হয়ে গেছিলো বুঝাতে disintegrate হবে।
- Complete sentence: In the 18th Century the Mughal Empire begun to disintegrate.
- Bangla Meaning; 18 শতকে মুঘল সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 days ago
Fraility the name is women. Here 'Fraility' is:
Created: 2 days ago
A
A noun
B
An adjective
C
An adverb
D
A verb
এখানে যে লাইনটি উল্লেখ করা হয়েছে, সেটি ইংরেজি সাহিত্যের বিখ্যাত নাট্যকার William Shakespeare-এর ট্র্যাজেডি নাটক Hamlet থেকে নেওয়া একটি বিখ্যাত উক্তি।
• মূল উক্তিটি হলো – “Frailty, thy name is woman.”
অর্থাৎ, প্রশ্নে "Fraility" বানানটি ভুল লেখা হয়েছে। সঠিক বানান হবে Frailty।
• এই উক্তিতে ব্যবহৃত Frailty শব্দটি হলো একটি Noun (বিশেষ্য)।
• Frailty [noun] (uncountable)
English অর্থ: শারীরিক বা মানসিক দুর্বলতা।
বাংলা অর্থ: ভঙ্গুরতা, নশ্বরতা, ক্ষণস্থায়িত্ব, নৈতিক দুর্বলতা বা ছোটখাটো দোষত্রুটি।
• উদাহরণ:
Though ill for most of her life, physical frailty never stopped her from working.
(তিনি জীবনের বেশিরভাগ সময় অসুস্থ ছিলেন, কিন্তু শারীরিক দুর্বলতা কখনও তাকে কাজ করতে বাধা দেয়নি।)
তথ্যসূত্র: বাংলা একাডেমি অ্যাক্সেসিবল ডিকশনারি

0
Updated: 2 days ago
Complete the following sentence. If I had known you were coming-
Created: 2 weeks ago
A
I would go to the station.
B
I had gone to the station.
C
I would have gone to the station.
D
I would be going to the station.
• শূন্যস্থান পূরণ: I would have gone to the station.
-
পূর্ণ বাক্য: If I had known you were coming, I would have gone to the station.
• এ ধরনের বাক্য Third Conditional এর উদাহরণ।
-
কারণ, এর প্রথম অংশে রয়েছে: If + subject + past perfect
-
তাই দ্বিতীয় অংশে হবে: subject + would/could/might + have + past participle + বাকির অংশ
🔹 Structure (গঠন):
If + Subject + Past Perfect, Subject + would/could/might + have + Past Participle + Extension

0
Updated: 2 weeks ago
'Paediatric' relates to the treatment of:
Created: 1 day ago
A
Adults
B
Children
C
Women
D
Old people
Pediatrics (শিশুচিকিৎসা)
অর্থ: শিশুর চিকিৎসা বা শিশুদের স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা শাখা।
বাংলায়: শিশুচিকিৎসা।
অন্য চিকিৎসা বিশেষজ্ঞদের নাম:
-
নারীদের বিশেষজ্ঞকে বলে: Gynecologist (স্ত্রীরোগ বিশেষজ্ঞ)
-
বয়স্কদের বিশেষজ্ঞকে বলে: Geriatrics (বৃদ্ধ চিকিৎসক)
আরো কিছু চিকিৎসা শাখার নাম ও অর্থ:
-
Orthopedics: হাড় ও জয়েন্টের সমস্যার চিকিৎসা বা অধ্যয়ন।
-
Neurology: মস্তিষ্ক ও নার্ভের রোগের অধ্যয়ন ও চিকিৎসা।
-
Cardiology: হৃদযন্ত্রের রোগের চিকিৎসা ও অধ্যয়ন।
তথ্যসূত্র: Cambridge Dictionary

0
Updated: 1 day ago