The play 'Arms and the Man' is by-
A
James Joyce
B
Samuel Beckett
C
Arthur Miller
D
George Bernard Shaw
উত্তরের বিবরণ
Arms and the Man is a Famous comedy drama written by George Bernard Shaw.
১৮৮৫ সালে Surbo-Bulgarian War এর প্রেক্ষাপটে রচিত হয়েছে নাটকটি।
এই drama এর title টি সরাসরি Roman Poet Virgil এর Aeneid এর প্রথম লাইন থেকে নেয়া যেখানে যুদ্ধকে glorify করা হয়েছে।
তেমনি ভাবে Arms and the Man drama টিতে, indirectly Serbo-Bulgarian war এর প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়।
• Arms and the Man এর গুরুত্বপূর্ন চরিত্র সমূহ -
- Raina Petkoff (female protagonist),
- Captain Bluntschli (male protagonist),
- Major Siergius Saranoff (antagonist),
- Major Paul Petkoff (father),
- Catherine Petkoff (mother),
- Louka (maid),
- Nicola (male servant), etc.
• G. B. Shaw (1856-1950):
- তার পুরো নাম George Bernard Shaw.
- তিনি 'Modern period' এর নাট্যকার।
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।
- He was famous for his 'drama of ideas'.
• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play)
- Major Barbara (Social satire)
- Mrs. Warren's Profession;(play)
- Arms and the Man (Romantic comedy)
- Caesar and Cleopatra; (play/tragedy)
- Man and Superman; (Comedy play)
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue)
- St. Joan of Arc etc.
Source: Britannica and Live MCQ Lecture.
0
Updated: 3 months ago
The play famously adheres to the "Neoclassical Unities," which means:
Created: 1 month ago
A
The play has a single, unchanging mood.
B
The action takes place in one location over the course of a single day.
C
All the characters are related by blood or marriage.
D
Every scene ends with a rhyming couplet.
Neoclassical Unities হলো সাহিত্যিক কিছু নিয়ম যা Aristotle-এর Poetics থেকে উদ্ভূত এবং 17শ শতাব্দীতে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। এই নিয়মগুলো অনুযায়ী একটি নাটককে তিনটি মূল দিক মেনে গঠিত হতে হয়।
• Unity of Time: পুরো কাহিনী একটি সংক্ষিপ্ত, ধারাবাহিক সময়কালের মধ্যে ঘটতে হবে, সাধারণত ২৪ ঘণ্টার বেশি নয়।
• Unity of Place: নাটকের দৃশ্য একটি নির্দিষ্ট স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে।
• Unity of Action: নাটকটি একটি প্রধান গল্পের উপর কেন্দ্রীভূত হবে, কম সংখ্যক উপগল্প থাকবে।
Shakespeare-এর মধ্যে "The Tempest" হলো এমন একটি নাটক যা এই নিয়মগুলোর সাথে খুব কাছাকাছি মানানসই।
• Time: নাটকের ঘটনাগুলো প্রায় "real-time"-এ ঘটে, জাহাজ ডুবির মুহূর্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত কেবল কয়েক ঘণ্টার মধ্যে।
• Place: পুরো গল্পটি Prospero-এর জাদুকরী দ্বীপেই সংঘটিত।
এই সংক্ষিপ্ত এবং সীমিত কাঠামো নাটকটিকে ফোকাসড এবং তীব্র করে তোলে, কারণ সব চরিত্র একই স্থানে সংক্ষিপ্ত সময়ের জন্য আটকে থাকে, যা তাদেরকে তাদের অতীত এবং একে অপরের সঙ্গে মুখোমুখি হতে বাধ্য করে।
0
Updated: 1 month ago
How does Hamlet’s relationship with his mother contribute to the conflict?
Created: 1 month ago
A
It is the source of comic relief
B
It intensifies his feelings of betrayal and moral outrage
C
It makes him decide to leave Denmark
D
It motivates him to reconcile with Claudius
হ্যামলেটের মা, গার্ট্রুডের সঙ্গে সম্পর্ক নাটকের দ্বন্দ্বকে গভীর করে। মা দ্রুত পুনর্বিবাহ করেছেন, যা হ্যামলেটকে বিশ্বাসঘাতকতা এবং হতাশার অনুভূতি দেয়।
এই ব্যক্তিগত আঘাত তার নৈতিক ক্রোধ এবং প্রতিশোধের ইচ্ছা বাড়ায়।গার্ট্রুডের আচরণ হ্যামলেটকে মানসিকভাবে অস্থির এবং ক্রুদ্ধ করে। এটি তার প্রতিশোধ পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
মায়ের প্রতি হতাশা তার চরিত্রকে দার্শনিক এবং সংবেদনশীল বানায়। সম্পর্কের দ্বন্দ্ব নাটকের প্রধান সংঘাতের উৎস।ফলস্বরূপ, হ্যামলেটের মায়ের সঙ্গে সম্পর্ক ট্র্যাজেডির কেন্দ্রবিন্দুতে অবস্থান করে।
0
Updated: 1 month ago
How does Claudius reveal his guilt?
Created: 1 month ago
A
Through his reaction during “The Mousetrap” play
B
By consulting with Polonius
C
By confessing to Hamlet directly
D
By writing a letter to Laertes
ক্লডিয়াসের অপরাধ “The Mousetrap” নাটকের মাধ্যমে প্রকাশ পায়। হ্যামলেট তার পিতার হত্যার দৃশ্য নাটকের মধ্যে পুনঃউপস্থাপন করে। ক্লডিয়াসের অস্বস্তি, নাটক বন্ধ করার চেষ্টা এবং অনিয়ন্ত্রিত প্রতিক্রিয়া তার অপরাধকে স্পষ্ট করে।
নাটকটি মনস্তাত্ত্বিক প্রমাণ হিসেবে কাজ করে। ক্লডিয়াসের ভয় তার অপরাধের স্বীকৃতি দেয়। এটি নাটকের টেনশন এবং সাসপেন্স বাড়ায়।
শেক্সপিয়ার দেখিয়েছেন চরিত্রের প্রতিক্রিয়া প্রমাণের চেয়ে শক্তিশালী হতে পারে। ফলস্বরূপ, ক্লডিয়াসের অপরাধ নিশ্চিত হওয়ার পরে হ্যামলেট প্রতিশোধের পথে এগোতে পারে।
0
Updated: 1 month ago