Riders to the Sea is-
A
an epic poem
B
a novella
C
a one-act play
D
a theatrical adaptation of a poem
উত্তরের বিবরণ
'Riders to the Sea', a one-act play by John Millington Synge.
- John Millington Synge was an Irish dramatist.
- সুতরাং, The one-act play 'Riders to the Sea' is written by an - Irish writer.
• 'Riders to the Sea'
- ১৯০৩ সালে এই playটি প্রকাশিত হয়।
- Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland and is based on a tale Synge heard there.
- It won critical acclaim as one of dramatic literature’s greatest one-act plays.
- Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland.
- Synge মুলত আরান দ্বীপপুঞ্জে শোনা একটি গল্পের উপর ভিত্তি করে তার এই play টি রচনা করেছিলেন।
• Maurya নামক একজন বৃদ্ধ মহিলার জীবনের কঠিন দুঃখ -দুর্দশা এবং বেদনার চিত্র বর্ণিত হয়েছে এই নাটকে , যিনি তার ছোট ছেলে Bartley ছাড়া, পরিবারের সকল পুরুষ সদস্যদের কে সাগরের ঝড়ের মাঝে বিভিন্ন সময়ে হারিয়ে ফেলেছেন.
- কিন্তু শেষ সময়ে দেখা যায় তার ছোট ছেলেটিও সাগরে ডুবেই মারা যায়।
- এই Maurya চরিত্রটিকে সাহিত্য জগতের অন্যতম most ill- fated character হিসেবে বিবেচনা করা হয়।
• Characters from the play -
- Maurya
- Bartley (the youngest son of the family.)
- Cathleen
- Nora (Nora is the daughter of Maurya)
- The Priest.
• John Millington Synge
- তিনি ছিলেন আইরিশ সাহিত্যের নবজাগরণের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, মহান একজন কাব্যিক নাট্যকার যিনি আরান দ্বীপপুঞ্জ এবং পশ্চিম আইরিশ সমুদ্র তীরের কঠোর গ্রামীণ অবস্থাকে পরিশীলিত কারুকার্যের সাথে চিত্রিত করেছেন।
- প্রথমে তিনি একজন 'musician' হবার ইচ্ছা করলেও 1894 সালে তিনি একজন সঙ্গীতজ্ঞ হওয়ার পরিকল্পনা ত্যাগ করেন এবং এর পরিবর্তে English Literature এ মনোনিবেশ করেন।
• উল্লেখযোগ্য সাহিত্য কর্ম -
- In the Shadow of the Glen (1903)
- Riders to the Sea (1904),
- The Well of the Saints (1905),
- The Playboy of the Western World (1907),
- The Tinker's Wedding (1907),
- Deirdre of the Sorrows (1910).
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman and Britannica.

0
Updated: 1 month ago
Lord of the Flies is a/an -
Created: 1 week ago
A
play
B
novel
C
poem
D
short story
Lord of the Flies
-
লেখক: William Gerald Golding
-
প্রকাশ: 1954 (লেখকের প্রথম উপন্যাস)
-
মূল বিষয়: মানব প্রকৃতির অন্ধকার দিক, নীতি-নৈতিকতার পতন, বিশৃঙ্খলার মধ্যে বুদ্ধি ও যুক্তির গুরুত্ব
-
কাহিনী:
-
পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় ব্রিটিশ কিশোরদের একটি দ্বীপে পাঠানো হয়
-
প্লেন দুর্ঘটনায় প্রাপ্তবয়স্করা মারা যায়
-
শিশুদের মধ্যে ভয়, নিষ্ঠুরতা ও বর্বরতা জন্ম নেয়
-
ভাল-মন্দের দ্বন্দ্ব ও মানবতার লুকানো বর্বরতা প্রকাশিত হয়
-
-
এই উপন্যাস 1983 সালে লেখকের নোবেল পুরস্কার অর্জনে বিশেষ ভূমিকা রাখে
William Gerald Golding
-
British novelist, dramatist, poet
-
Nobel Prize in Literature: 1983
Other Novels:
-
Pincher Martin
-
Darkness Visible
-
Free Fall
-
The Spire
-
The Inheritors

0
Updated: 1 week ago
Hemingway's "For Whom the Bell Tolls" is -
Created: 3 weeks ago
A
novel
B
poem
C
play
D
short story
For Whom the Bell Tolls (উপন্যাস)
-
লেখক: Ernest Hemingway
-
প্রকাশকাল: ১৯৪০
-
ধরণ: Novel
-
প্রেক্ষাপট: স্পেনের Segovia শহর, Spanish Civil War-এর পটভূমিতে
-
প্রধান চরিত্রসমূহ:
-
Robert Jordan
-
Maria
-
Pablo
-
Pilar
-
✦ Ernest Hemingway (১৮৯৯–১৯৬১)
-
পরিচয়: American novelist এবং short-story writer
-
পুরস্কার: ১৯৫৪ সালে The Old Man and the Sea উপন্যাসের জন্য Nobel Prize in Literature
-
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
For Whom the Bell Tolls
-
The Old Man and The Sea
-
A Farewell to Arms
-
The Sun Also Rises
-
Death in the Afternoon
-
উল্লেখ্য: ‘For Whom the Bell Tolls’ নামে একটি কবিতা লিখেছিলেন John Donne, তবে Hemingway-এর কাহিনীটি উপন্যাস।

0
Updated: 3 weeks ago
"All that glitters is not gold" is a quotation from _______
Created: 1 day ago
A
Francis Bacon's works
B
Ben Jonson's works
C
William Shakespeare's works
D
Robert Herrick's works
“All that glitters is not gold” – Shakespeare
১. Source
-
Quotation from William Shakespeare’s The Merchant of Venice
-
The Merchant of Venice is a five-act comedy/tragedy-comedy written around 1596–97.
২. Summary of the Play
-
Central theme: Money, friendship, love, justice, and mercy.
-
Main plot:
-
Bassanio needs money to woo Portia, a wealthy heiress.
-
His friend Antonio wants to help, but his wealth is tied up in ships.
-
Antonio borrows from Shylock, a Jewish moneylender, under the condition that if he fails to repay, Shylock may take a pound of Antonio’s flesh.
-
Antonio’s ships are lost, and he cannot repay.
-
Shylock demands the flesh in court, seeking revenge for repeated mistreatment by Christians.
-
Portia, disguised as a male lawyer, intervenes and cleverly points out that Shylock can take the flesh but cannot shed blood, as the contract does not allow it.
-
Shylock is defeated, and his wealth is confiscated.
-
৩. Main Characters
-
Antonio – The merchant
-
Shylock – Jewish moneylender
-
Portia – Heroine, lawyer in disguise
-
Bassanio – Friend of Antonio, suitor of Portia
-
Jessica – Shylock’s daughter
৪. Notable Quotes
-
“All that glitters is not gold.”
-
“The devil can cite Scripture for his purpose.”
-
“It is a wise father that knows his own child.”
-
“Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.”

0
Updated: 1 day ago