In the 18th Century the Mughal Empire begun to-
A
discriminate
B
disintegrate
C
differentiate
D
dislocate
উত্তরের বিবরণ
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক) Discriminate
English Meaning: make an unjust or prejudicial distinction in the treatment of different categories of people, especially on the grounds of ethnicity, sex, age, or disability.
Bangla Meaning: পার্থক্য নিরূপণ করতে পারা; বিচার করা।
খ) Disintegrate
English Meaning: break up into small parts as the result of impact or decay, lose strength or cohesion and gradually fail.
Bangla Meaning: নানা অংশে বিভক্ত; খণ্ডিত করা বা হওয়া।
গ) Differentiate
English Meaning: recognize or ascertain what makes (someone or something) different.
Bangla Meaning: পার্থক্য করা; পার্থক্য দেখানো।
ঘ) Dislocate
English Meaning: disturb the normal position of (a bone in a joint).
Bangla Meaning: স্থানচ্যুত করা; অস্থি স্থানচ্যুত করা।
• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - শূন্যস্থানে disintegrate শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- - অষ্টাদশ শতকে মোগল সম্রাজ্য ভেঙে খান খান হয়ে গেছিলো বুঝাতে disintegrate হবে।
- Complete sentence: In the 18th Century the Mughal Empire begun to disintegrate.
- Bangla Meaning; 18 শতকে মুঘল সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করে।
Source: Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 3 months ago
Which one of the following is a common gender?
Created: 1 month ago
A
king
B
sovereign
C
emperor
D
Queen
Sovereign
English meaning: a king or queen.
Bangla meaning: সার্বভৌম ক্ষমতার অধিকারী শাসক, যেমন রাজা, রানি বা সম্রাট।
• Sovereign শব্দটি রাজা বা রাণী যে কারো জন্যই ব্যবহার করা হয়ে থাকে।
- তাই, Sovereign শব্দটি হলো common gender.
• অন্যদিকে,
• Emperor (রাজা): Masculine gender, যার Feminine gender হলো Empress (রানী).
• king (রাজা) Masculine gender, যার Feminine gender হলো Queen (রানী)।
Source: Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 1 month ago
The sun went down. The underlined word is used here as a/an:
Created: 2 months ago
A
preposition
B
adverb
C
noun
D
conjunction
‘Down’ শব্দের ব্যবহার এবং এর Parts of Speech
প্রদত্ত বাক্য:
-
The sun went down.
এখানে ‘down’ শব্দটি Adverb হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ এটি went (verb) কে modify করছে।
‘Down’ শব্দটি বিভিন্ন বাক্যে ভিন্ন ভিন্ন parts of speech হিসেবে ব্যবহার করা যেতে পারে:
-
Adverb হিসেবে:
-
উদাহরণ: Down went the Titanic. বা The Titanic went down.
-
ব্যাখ্যা: এখানে down ক্রিয়া (went) এর গতি বা অবস্থান নির্দেশ করছে, তাই এটি adverb।
-
-
Adjective হিসেবে:
-
উদাহরণ: The down train is late today.
-
ব্যাখ্যা: এখানে down নাম (train) কে modify করছে, তাই এটি adjective।
-
-
Verb হিসেবে:
-
উদাহরণ: The pilot had to down the aircraft in an emergency landing.
-
ব্যাখ্যা: এখানে down ক্রিয়ার কাজ করছে।
-
-
Preposition হিসেবে:
-
উদাহরণ: Tears ran down her face.
-
ব্যাখ্যা: এখানে down noun her face এর সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, তাই এটি preposition।
-
উৎস: Accessible Dictionary, Bangla Academy
0
Updated: 2 months ago
Which is the correct spelling?
Created: 2 months ago
A
Quorum
B
Quorumme
C
Quorom
D
Quoram
The correct answer is - ক) Quorum.
• Quorum (Noun)
- English Meaning: The smallest number of people who must be at a meeting before it can begin or decisions can be made.
- Bangla Meaning: সভার বৈধতার জন্য কমপক্ষে যে কয়জন সদস্যের উপস্থিতি প্রয়োজন।
• Synonyms:
- Attendance (উপস্থিতি),
- Plenum (পূর্ণাঙ্গ অধিবেশন),
- Assemblage (সমাবেশ),
- Gathering (জমায়েত),
- Meeting (সভা)।
• Antonyms:
- Absence (অনুপস্থিতি),
- Non-attendance (অনুপস্থিতি),
- Lack of Presence (পর্যাপ্ত অনুপস্থিতির অভাব),
- Insufficient (অপর্যাপ্ত),
- Deficient (ঘাটতি)।
• Other Forms:
- Quorate (adjective)
• Example Sentence:
- If a quorum is not present, the meeting must be adjourned.
- Unfortunately, she called for a quorum count and the meeting was found to be inquorate.
0
Updated: 2 months ago