Riders to the Sea is-
A
an epic poem
B
a novella
C
a one-act play
D
a theatrical adaptation of a poem
উত্তরের বিবরণ
'Riders to the Sea', a one-act play by John Millington Synge.
- John Millington Synge was an Irish dramatist.
- সুতরাং, The one-act play 'Riders to the Sea' is written by an - Irish writer.
• 'Riders to the Sea'
- ১৯০৩ সালে এই playটি প্রকাশিত হয়।
- Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland and is based on a tale Synge heard there.
- It won critical acclaim as one of dramatic literature’s greatest one-act plays.
- Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland.
- Synge মুলত আরান দ্বীপপুঞ্জে শোনা একটি গল্পের উপর ভিত্তি করে তার এই play টি রচনা করেছিলেন।
• Maurya নামক একজন বৃদ্ধ মহিলার জীবনের কঠিন দুঃখ -দুর্দশা এবং বেদনার চিত্র বর্ণিত হয়েছে এই নাটকে , যিনি তার ছোট ছেলে Bartley ছাড়া, পরিবারের সকল পুরুষ সদস্যদের কে সাগরের ঝড়ের মাঝে বিভিন্ন সময়ে হারিয়ে ফেলেছেন.
- কিন্তু শেষ সময়ে দেখা যায় তার ছোট ছেলেটিও সাগরে ডুবেই মারা যায়।
- এই Maurya চরিত্রটিকে সাহিত্য জগতের অন্যতম most ill- fated character হিসেবে বিবেচনা করা হয়।
• Characters from the play -
- Maurya
- Bartley (the youngest son of the family.)
- Cathleen
- Nora (Nora is the daughter of Maurya)
- The Priest.
• John Millington Synge
- তিনি ছিলেন আইরিশ সাহিত্যের নবজাগরণের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, মহান একজন কাব্যিক নাট্যকার যিনি আরান দ্বীপপুঞ্জ এবং পশ্চিম আইরিশ সমুদ্র তীরের কঠোর গ্রামীণ অবস্থাকে পরিশীলিত কারুকার্যের সাথে চিত্রিত করেছেন।
- প্রথমে তিনি একজন 'musician' হবার ইচ্ছা করলেও 1894 সালে তিনি একজন সঙ্গীতজ্ঞ হওয়ার পরিকল্পনা ত্যাগ করেন এবং এর পরিবর্তে English Literature এ মনোনিবেশ করেন।
• উল্লেখযোগ্য সাহিত্য কর্ম -
- In the Shadow of the Glen (1903)
- Riders to the Sea (1904),
- The Well of the Saints (1905),
- The Playboy of the Western World (1907),
- The Tinker's Wedding (1907),
- Deirdre of the Sorrows (1910).
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman and Britannica.
0
Updated: 3 months ago
The expression 'break a leg' means-
Created: 2 months ago
A
To trick someone
B
To avoid taking risks
C
To fail at something
D
To wish someone good luck
Idiom: “Break a Leg”
-
Meaning:
-
English: Used to wish someone good luck, especially a performer
-
Bangla: শুভকামনা জানানো
-
-
Example Sentence:
-
Break a leg! Show them why you're the best candidate.
-
Bangla: শুভকামনা রইলো! তাদের দেখিয়ে দাও তুমিই সেরা প্রার্থী।
-
-
Usage Context:
-
Commonly used in theatre, exams, or competitions to wish success without saying “good luck” directly
-
-
Sources:
-
Cambridge Dictionary
-
Merriam-Webster Dictionary
-
0
Updated: 2 months ago
Bertrand Russell won the Nobel Prize in Literature in which year?
Created: 1 month ago
A
1950
B
1955
C
1960
D
1965
Bertrand Russell, সম্পূর্ণ নাম Bertrand Arthur William Russell, একজন ব্রিটিশ philosopher, logician, এবং social reformer, যিনি Analytic movement-এর প্রতিষ্ঠাতা হিসেবে খ্যাত।
-
Russell-এর অবদান Logic, Epistemology, এবং Philosophy of Mathematics-এ তাকে ২০শ শতকের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
-
শিক্ষাজীবন: Cambridge University, Trinity College, যেখানে দর্শন এবং গণিত অধ্যয়ন করেন।
-
তিনি একজন বিশ শতকের বিখ্যাত দার্শনিক, শ্রেষ্ঠ যুক্তিবিদ্যাবিদ এবং সমাজ সংস্কারক।
-
সমাজ, রাজনীতি ও দর্শনসহ নানা বিষয়ে তার পাণ্ডিত্যপূর্ণ রচনা বিশ্বকে চিন্তার খোরাক যুগিয়েছে বহু বছর ধরে।
-
১৯৫০ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
Russell-এর কিছু উল্লেখযোগ্য রচনা:
-
Mysticism and Logic
-
History of Modern Philosophy
-
The Analysis of Mind
-
Authority and the Individual
-
The Future of Mankind
Source:
0
Updated: 1 month ago
What does “Life to the lees” signify?
Created: 1 month ago
A
To waste life in luxury
B
To live life passively
C
To drink life to the last drop
D
To regret life’s failures
“Lees” শব্দটি বোঝায় মদের পাত্রের শেষাংশ বা তলানি। ইউলিসিস বলেন, তিনি জীবনকে “to the lees” পান করবেন। অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সুযোগ তিনি পুরোপুরি কাজে লাগাতে চান।
মৃত্যু আসা পর্যন্ত তিনি অভিযান, ভ্রমণ ও জ্ঞান অনুসন্ধান চালিয়ে যেতে চান। তাঁর কাছে জীবন মানেই কর্ম, অভিজ্ঞতা এবং আনন্দ। নিছক বেঁচে থাকা বা শ্বাস নেওয়া তাঁর কাছে জীবন নয়। এই লাইনটি তাঁর অদম্য দুঃসাহসী মনোভাব ও সীমাহীন কৌতূহলকে প্রকাশ করে, যা ভিক্টোরিয়ান যুগের অগ্রগতিপ্রবণ মানসিকতার প্রতিফলন।
0
Updated: 1 month ago