The phrase "nouveau riche" means -
A
Riche rich
B
Well off
C
New high class
D
New rich
উত্তরের বিবরণ
• "Nouveau riche" শব্দটির অর্থ: নতুন ধনী।
• Nouveau riche বলতে এমন মানুষদের বোঝায়, যারা আগে গরিব বা মধ্যবিত্ত ছিল, কিন্তু এখন হঠাৎ অনেক ধনী হয়ে গেছে এবং তা সবাইকে দেখানোর চেষ্টা করে—যেমন দামি জিনিস কেনা, বড় অনুষ্ঠান করা ইত্যাদি।
বাংলা অর্থ: নব্য ধনী (যারা হঠাৎ ধনী হয়েছে এবং তা জাহির করে)।
Example: The nouveau riche family moved into the affluent neighborhood, quickly making their presence known with luxury cars and opulent parties.

0
Updated: 1 month ago
What is the meaning of 'White Elephant'?
Created: 1 month ago
A
An elephant of white colour
B
A hoarder
C
A black marketer
D
A very costly or troublesome possession
White elephant অর্থ হলো এমন কিছু জিনিস যা খুবই দামী বা অনেক টাকা খরচ হয়, কিন্তু আসলে তার কোনো উপকার বা কাজের প্রয়োজন হয় না। অর্থাৎ, দামী হলেও কাজের কোনো ফলাফল বা সুবিধা দেয় না।
বাংলায়:
দামী কিন্তু কাজে লাগে না এমন কিছু।
উদাহরণ: সরকারের এই বিভাগটা অনেক টাকা খরচ করে, কিন্তু কাজের কিছু করে না। এটি একটি ‘white elephant’

0
Updated: 1 month ago
When a person says he's 'all in', it means-
Created: 2 months ago
A
he is very tired
B
He has arrived
C
He has finished packing
D
He has got everything
When a person says he's 'all in', it means he is very tired
• All in (Phrase):
English Meaning:- Exhausted, Very tired.
Bangla Meaning: - অত্যন্ত পরিশ্রান্ত, ক্লান্ত।
• Example sentence: He was all in by half-time of the game.
- Bangla Meaning: খেলার অর্ধেক সময়েই তিনি সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিলেন।
• অন্য অপশনগুলোর মধ্যে -
খ) He has arrived-সে পৌঁছেছে।
গ) He has finished his packing সে তার গোছানো শেষ করেছেন।
ঘ) He has got everything- সে সব কিছু পেয়েছে।
Source: Applied English Grammar and Composition by P. C. Das

0
Updated: 2 months ago
Tortuous means
Created: 2 weeks ago
A
Allowing liquids or gases to go through
B
Full of twists and turns
C
To represent something falsely
D
A problem that is difficult to deal with
Tortuous (adjective)
English Meaning: Full of twists and turns; not straight or direct.
Bangla Meaning:
আঁকাবাঁকা: যেমন – a tortuous path
(লাক্ষণিক) জটিল, প্যাঁচানো: যেমন – a tortuous man
Example Sentences:
His so-called shortcut turned out to be tortuous and slow.
After one hour of search, we found a tortuous road up the mountain.

0
Updated: 2 weeks ago