A
Riche rich
B
Well off
C
New high class
D
New rich
উত্তরের বিবরণ
• "Nouveau riche" শব্দটির অর্থ: নতুন ধনী।
• Nouveau riche বলতে এমন মানুষদের বোঝায়, যারা আগে গরিব বা মধ্যবিত্ত ছিল, কিন্তু এখন হঠাৎ অনেক ধনী হয়ে গেছে এবং তা সবাইকে দেখানোর চেষ্টা করে—যেমন দামি জিনিস কেনা, বড় অনুষ্ঠান করা ইত্যাদি।
বাংলা অর্থ: নব্য ধনী (যারা হঠাৎ ধনী হয়েছে এবং তা জাহির করে)।
Example: The nouveau riche family moved into the affluent neighborhood, quickly making their presence known with luxury cars and opulent parties.

0
Updated: 2 days ago
ILLUSIVE means
Created: 1 month ago
A
Not deceptive
B
Not certain
C
Not obvious
D
Not coherent
Illusive means - deceptive; illusory.
ক) Not deceptive - Near Opposite meaning
খ) Not certain - Near similar meaning
গ) Not obvious - Near similar meaning
ঘ) Not coherent - Near similar meaning
যেহেতু, 'most nearly similar or opposite in meaning' চাওয়া হয়েছে, এবং এখানে ৩টা Similar এবং একটা Opposite. তাই, সঠিক উত্তর 'ক) Not deceptive - Near Opposite meaning' এটা নেয়াই যুক্তিযুক্ত।
শব্দগুলোর অর্থ -
• Illusive - মায়িক; অলীক; ইন্দ্রজালিক।
• Deceptive - প্রতারণামূলক; সহজে ভুল বোঝা হয় এমন।
• Certain - নিশ্চিত; সন্দেহাতীত।
• Obvious - স্পষ্টত প্রতীয়মান; পরিষ্কার; সোজা।
• Coherent - সংলগ্ন, একএ সম্মিলিত।
Source: Oxford Learner's Dictionary.

0
Updated: 1 month ago
What is the meaning of the word 'scuttle'?
Created: 2 months ago
A
to tease
B
abandon
C
Pile up
D
gossip
Scuttle (off/away)
English meaning: To move quickly.
Bangla meaning: দ্রুত প্রস্থান; অপক্রমণ; কাপুরুষোচিতভাবে বিপদ থেকে পলায়ন; তড়িঘড়ি করে পালানো।
অন্যদিকে, নিচের শব্দগুলোর অর্থ বিবেচনা করলে দেখা যায়—
ক) To tease: ঠাট্টা করা; বিরক্ত করা; প্রশ্ন করে বিব্রত করা।
খ) Abandon: আর ফিরে না-আসার মানসে চলে/ছেড়ে যাওয়া; পরিত্যাগ করা; বাসোপযোগী নয় বলে ত্যাগ করা।
গ) Pile up: জড়ো করা।
ঘ) Gossip: খোশগল্প করা; চুটকি রচনা করা।
উপরের অর্থগুলো পর্যালোচনা করলে বোঝা যায় যে, ‘Scuttle’ শব্দটির অর্থের সঙ্গে ‘Abandon’ শব্দটির অর্থের সবচেয়ে বেশি সাদৃশ্য রয়েছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
Choose the word that means the opposite of "Limp".
Created: 12 hours ago
A
Rigid
B
Flaccid
C
Slack
D
Soft
• The opposite of 'Limp' is – Rigid.
Limp (adjective)
English Meaning: lacking firmness, stiffness, or structure; soft or drooping.
Bangla Meaning: ঢিলে, নিস্তেজ, নরম ও অসংগঠিতভাবে ঝুলে পড়া।
অপশন আলোচনা:
ক) Rigid – কঠিন; দৃঢ়; শক্ত।
খ) Flaccid – ঢিলে; নিস্তেজ; মাংসল ও নরমভাবে ঝুলে পড়া।
গ) Slack – ঢিলে; আলগা; শক্ত না থাকা।
ঘ) Soft – নরম; কোমল।

0
Updated: 12 hours ago