"To be, or not be, that is the question" _____ is a famous dialogue from -
A
Othello
B
Romeo and Juliet
C
Hamlet
D
Macbeth
উত্তরের বিবরণ
• "To be, or not to be, that is the question"
এই বিখ্যাত উক্তিটি উইলিয়াম শেক্সপিয়রের লেখা 'হ্যামলেট' নাটক থেকে নেওয়া হয়েছে।
-
এটি মূল চরিত্র হ্যামলেটের একটি বিখ্যাত স্বগতোক্তি (soliloquy), যেখানে সে জীবনের অর্থ এবং বেঁচে থাকা না থাকা নিয়ে গভীরভাবে ভাবছে।
• শেক্সপিয়রের লেখা ট্র্যাজেডিগুলোর মধ্যে 'Hamlet' অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় একটি ট্র্যাজেডি।
-
এই নাটকটি মোট ৫টি অধ্যায় (act) নিয়ে গঠিত এবং এটি ১৫৯৯ থেকে ১৬০১ সালের মধ্যে লেখা হয়।
-
প্রথম প্রকাশ ঘটে ১৬০৩ সালে।
-
নাটকে দেখা যায়, প্রিন্স হ্যামলেট জার্মানি থেকে নিজ দেশে ফেরে তার বাবার মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নিতে। সেখানে সে জানতে পারে যে, তার চাচা ক্লডিয়াস তার মা গার্ট্রুডকে বিয়ে করেছে এবং তার বাবার খুন করেছে।
-
এরপর হ্যামলেট তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে নানা পরিকল্পনা করতে থাকে এবং নাটকের কাহিনি ধীরে ধীরে এগিয়ে যায়।
-
নাটকের ভিলেন বা প্রধান প্রতিপক্ষ হলো ক্লডিয়াস।
-
নাটকের শেষাংশে হ্যামলেটের মৃত্যু ঘটে, যার মাধ্যমে নাটকটির সমাপ্তি হয়।
• হ্যামলেট নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ:
-
হ্যামলেট: মূল নায়ক, ডেনমার্কের রাজপুত্র।
-
ওফেলিয়া: হ্যামলেটের ভালোবাসার মানুষ।
-
ক্লডিয়াস: হ্যামলেটের চাচা এবং রাজা, নাটকের ভিলেন।
-
গার্ট্রুড: হ্যামলেটের মা।
-
হোরেশিও: হ্যামলেটের বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ বন্ধু।
-
পোলোনিয়াস: ওফেলিয়ার বাবা।
-
লার্টিস: ওফেলিয়ার ভাই।
• হ্যামলেট নাটকের কিছু বিখ্যাত উক্তি:
-
“Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.”
(ধার দিও না, ধার নাও না; কারণ ধার অনেক সময় বন্ধুত্বও নষ্ট করে) -
“To be or not to be, that is the question.”
-
“Frailty, thy name is woman.”
-
“Brevity is the soul of wit.”
-
“Listen to many, speak to a few.”
-
“Though this be madness, yet there is method in't.”
-
“Conscience doth make cowards of us all.”
-
“There is divinity that shapes our end.”
তথ্যসূত্র: Britannica
1
Updated: 3 months ago
Which of the following lines from poetry is an example of Paradox?
Created: 1 month ago
A
“I must be cruel only to be kind.” – Hamlet
B
“Hope is a thing with feathers.” – Emily Dickinson
C
“The pen is mightier than the sword.”
D
“Shall I compare thee to a summer’s day?”
Shakespeare-এর Hamlet-এ Hamlet তার মাকে বলেন— “I must be cruel only to be kind।” এটি Paradox, কারণ নিষ্ঠুরতা এবং দয়া সাধারণত বিপরীত বিষয়। কিন্তু Hamlet বোঝাতে চায়— মাকে কঠিন সত্য বলাটা আপাতত নিষ্ঠুর হলেও দীর্ঘমেয়াদে সেটিই তার জন্য কল্যাণকর। Paradox এর শক্তি হলো— এটি আপাতবিরোধী কথাকে গভীর সত্যে পরিণত করে। Hamlet-এর এই উক্তি মানুষের নৈতিক দ্বন্দ্ব ও সত্য প্রকাশের জটিলতাকে তুলে ধরে। সাহিত্যিকভাবে Paradox চরিত্রের মানসিক অবস্থা ও দার্শনিক ভাবনাকে জোরালো করে তোলে।
1
Updated: 1 month ago
Who is Brabantio?
Created: 2 months ago
A
Othello’s enemy in Cyprus
B
Desdemona’s father
C
Iago’s uncle
D
Cassio’s brother
ব্রাবানশিও ভেনিসের সেনেটর এবং ডেসডিমোনার বাবা। তিনি মেয়ের সাথে ওথেলোর বিয়ে মেনে নেন না এবং আদালতে অভিযোগ করেন। যদিও অভিযোগ খারিজ হয়, তার ক্ষোভ ডেসডিমোনার জন্য একটি সামাজিক সংঘাত তৈরি করে।
1
Updated: 2 months ago
What is the purpose of Banquo’s prophecy about his descendants?
Created: 2 months ago
A
To create jealousy in Macbeth
B
To ensure Banquo’s name lives on
C
To suggest future kingship in his line
D
To plant rivalry between the two friends
ডাইনিরা Banquo-কে যে ভবিষ্যদ্বাণী করে, তাতে ইঙ্গিত থাকে যে সে নিজে কখনো রাজা হবে না, কিন্তু তার বংশধরেরা সিংহাসন উত্তরাধিকার সূত্রে পাবে। এই ভবিষ্যদ্বাণী Macbeth-এর মনে উচ্চাকাঙ্ক্ষা ও ভয়ের বীজ বপন করে, যা তার পরবর্তী অনেক কাজকে প্রভাবিত করে এবং নাটকে ভাগ্য ও স্বাধীন ইচ্ছার দ্বন্দ্বের থিমকে আরও গভীর করে।
0
Updated: 2 months ago